নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বজ্র বালক

কােয়স

কােয়স › বিস্তারিত পোস্টঃ

ভুয়া বিজ্ঞানী হকিং বলেছে: "পরকাল বলে কিছু নেই"

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০২

বিশ্বখ্যাত ব্রিটিশ তাত্তি্বক পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং আবারও বলেছেন, পরকালকে রূপকথা বলেই মনে করেন তিনি। তাঁর ভাষ্য মতে, পরকাল বলে কিছু নেই। এ ধারণা থেকেই নিজের পক্ষাঘাতগ্রস্ত শরীরের সঙ্গে জীবনভর লড়াই করে গেছেন তিনি। গত বৃহস্পতিবার রাতে ইংল্যান্ডের ক্যামব্রিজে 'হকিং' নামের একটি প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত দর্শকদের উদ্দেশে এসব কথা বলেন হকিং (৭১)।



==============================================







কি? মরার পরে আমরা হুর পাবনা? নাস্তিক+অন্য ধর্মের লোকেরা পুজ, রক্ত-আগুনের ছ্যাকা খাবেনা? :-*

ব্যাটা ল্যাংরা পারেনা হাটতে আবার সৃষ্টি কর্তা আছে না নাই সেই হিসাব করতে আইছে!!

বান শালারে দরি দিয়া!!!!! X((



এই ব্যাটা ভুয়া বিজ্ঞানী, আসল বিজ্ঞানীরা ধর্মরে বিপক্ষে বলেনা।

তারা ধর্ম গ্রন্থ গবেষনা করেই সবকিছু আবিষ্কার করে।(যদিও তারা স্বীকার করে না)

পরবর্তীতে ধর্মগ্রন্থে তা খুজে পাওয়া যায়।



বাংলাদেশে হইলে ধর্ম আবমাননার দায়ে মামলা করাযেত।

শালা ১ বার এদেশে আসুক অর ফাসি চাইয়া জাগরন সমাবেশ করুম।;)

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৬

বালুচর্ বলেছেন: নাদান । বুঝলে কী আর আলতু-ফালতু বলতো ?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৬

কােয়স বলেছেন: ঠিক বলেছেন

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৭

এম বি ফয়েজ বলেছেন: "হকিংসের হৃদয় শীল করা রয়েছে এবং নয়ন-যুগল আবরনে আচ্ছাদিত"--আল কোরানের পরিভাষায় বলতে হয়; যার ফলে হকিংসরা বলে, "পরকাল বলে কিছু নেই"।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৩

কােয়স বলেছেন: এইসব কথা শুনলে মডারেট মুসলিমদের ইমান দুর্বল হয়ে যায় না বলেন ভাই?

আমারতো মনেহয় পরোকাল নিয়ে সন্দেহ করার কারনেই সৃষ্টি কর্তা ওকে বিকলঙ্গ বনিয়ে দিয়েছে

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১১

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: সেতো আর মুসলিম না যে আল্লাহ পরকাল বিশ্বাস করবে,একজন বিধর্মী নাস্তিক অনেক কথাই বলবে সেটা নিয়ে হৈ হুল্লোড় কিংবা আমাদের মাঝে আলোচনা সমালোচনা বা পোস্ট দেয়ার কিছু নেই।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৯

কােয়স বলেছেন: ব্যাটারে পাইলে থাপরায়া চোয়াল ভাইগা দিতাম, যাতে আর চোয়াল দিয়া ক্লিক করে কথা বলতে না পারে।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৮

অচিনপাখি বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৮

নিমতিতা বলেছেন: এটা কি স্যাটায়ার লিখছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.