নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

TORTURE CELL

শূন্য

তির্থক আহসান রুবেল

শূন্য

তির্থক আহসান রুবেল › বিস্তারিত পোস্টঃ

আমার কিছু সৃষ্টিকর্ম আপনাদের সাথে শেয়ার করতে আসলাম....

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৪৬

ইদানিং মৃত্যু ভাবনা ভর করেছে মনে। তাই ২০০৯ সালের একটি একটি অসমাপ্ত সৃষ্টিকর্ম আপনাদের সাথে শেয়ার করছি। হয়ত এই সৃষ্টিকর্মটিও হয়ে উঠতে পারে আমার ঘাতক। একটি সম্মানজনক মৃত্যুর জন্য সব সময়ই লোভী আমি। আমি চাই না বৃদ্ধ হয়ে, এক্সিডেন্ট করে বা স্বাভাবিক মৃত্যু আমার হোক। দেশের জন্য, মানুষের জন্য, স্বাধীনতার জন্য, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রতি ঋণ শোধে আমার যেন মৃত্যু হয়।
..........জয় বাংলা...........
পেছনের গল্প:
৪ টি ট্রেক শেষ করতে পারিনি জীবনের ব্যস্ততায়। মাঝে কেটে গেছে ৫ বছর। প্রায় সবগুলো লেখাই সমাপ্ত করেছিলাম ২০০৩-২০০৭ সালে। অসমাপ্ত ৩ টি করেছিলাম ২০০৯ এ। ফাইনাল রেকর্ড এবং মাস্টারিংও সম্ভব হয়নি। তবে Test Case হিসেবে যা করেছিলাম সেটাও মন্দ নয়। সৎ থাকার চেষ্টা করেছি নিজের কাছে। তবে কিছু কিছু লেখার দিক বর্তমানে পরিবর্তন হয়েছে। ফলে সেগুলো এখন আর কার্যকর নয়। তবুও সদ্য বিশ্ববিদ্যালয় জীবন শুরু করা একজন অন্ধপ্রেমীর আবেগের জায়গাটুকু বোঝাতে সবগুলো ট্রেকই দিলাম।

এ্যলবামের নাম ঠিক করেছিলাম: রাজাকার ও রাজাকার-২
লেখাগুলোর জন্মপূর্বে অনুপ্রেরণায় ছিলেন গুরুস্থানীয় লু্‍ৎফর রহমান রিটন এবং আমিরুল ইসলামের রাজাকার বিষয়ক কিছু দূর্দান্ত ছড়া।
অপ্রকাশিত এ্যলবামটির ২১ টি ট্র্যাক এখানে

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩৪

পুলক ঢালী বলেছেন: জনাব তির্থক আহসান রুবেল আপনার সবগুলো ট্র্যাক শুনলাম দারুন হয়েছে বলাটা যথেস্ট নয় । সহজাত ক্রোধ শুনতে শুনতে হাসতে হাসতে পেটে খিল পড়ে যাওয়ার দশা । এই পোস্টটা ষ্টিকি করা দরকার ছিলো যাতে মুক্তিযুদ্ধের পক্ষের ব্লগাররা শুনতে পারে।

১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪০

তির্থক আহসান রুবেল বলেছেন: 'সাবলীল ক্রোধ' .......

তবে জানি না স্টিকি করার মতো কিছু করতে পেরেছি কিনা! বা কর্তৃপক্ষ আপনার ভাবনাটিকে ধারণ করতে পারবে কি না!

ধন্যবাদ অসংখ্য....

২| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৬

অপূর্ণ রায়হান বলেছেন: বাহ ! কয়েকটা শুনলাম ! অনেক তিতা কথা ছন্দে ছন্দে বলে ফেলেছেন যে ! :)

৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩২

তির্থক আহসান রুবেল বলেছেন: ধন্যবাদ সময় দেয়ার জন্য। তবে শুরুর চেয়ে শেষের দিকের কনটেন্টগুলো অনেক ভাল হয়েছে বলে মনে করি। জানি না সেগুলো শুনেছেন কি না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.