নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই এর পোকা, স্কেচ এর নেশা, পেশায় স্থপতী আর বাংলাদেশের প্রতি অসীম ভালবাসা
আমার ব্যাকইয়ার্ড---সামারে আর গতকালের তুষার ঝরের পরে..
কি সবুজ!..যেন গ্রামের বাড়ির পেছনের উঠোনে এক টুকরো ক্ষেতি জমি..
সেই সবুজ কোথায় গেল?..শুভ্র, সাদা ফেনীল দুধ সাগরে যেন ভ্যানিলা আইসক্রীম উপছে পড়ছে!!!!!!!!
১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৪
কাতিআশা বলেছেন: ভালো লাগছে?...আমার কিন্তু স্নো এখন আতংক!
২| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩১
ওমেরা বলেছেন: সুন্দর !!!
১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৫
কাতিআশা বলেছেন: থ্যাংকস্!
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৬:৫৩
মলাসইলমুইনা বলেছেন: আশ্চর্য হলেও সত্যি যে সবুজ সুন্দরের বিপ্রদীপ সাদা সুন্দরও হয় কখনো কখনো ! আমাদের এখানেও স্নোতে মুড়ে আছে সব কিছু | তবুও সুন্দর |
১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৩
কাতিআশা বলেছেন: ধুর! স্নো আর ভালো লাগেনা!..আজকেও পরবে, বাজে সময়ে..কাজ থেকে ফেরার পথে!
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:০৯
মলাসইলমুইনা বলেছেন: এক মত হলাম একটা ব্যাপারে | ড্রাইভিংটা আমাদের এই হিলি এরিয়াতে খুব খারাপ লাগে স্নোতে | তাছাড়া আর সব অভ্যেস হয়ে গেছে | মাইনার থার্টি ডিগ্রিও সয়ে গেছে এতো দিনে |
১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৫
কাতিআশা বলেছেন: কি আর বলবো...সব সয়ে গেছে!, ২১ বছর পাড়ি করলাম এই ঠান্ডার দেশে!
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৬
পার্থ তালুকদার বলেছেন: বাহ সুন্দর ছবি ।
১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৪
কাতিআশা বলেছেন: থ্যাংকস্!
৬| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৩
ভ্রমরের ডানা বলেছেন:
বিদেশের ছবি দেখে ফিলিংস আসে না।
১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৩
কাতিআশা বলেছেন: তা ঠিক বলেছেন, ফিলিংস না আসারই কথা!..ধন্যবাদ।
৭| ১৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
জুন বলেছেন: ছোটবেলা থেকেই রাশিয়ান উপকথার/ গল্পের পাড় ভক্ত ছিলাম এখনো এই বয়সেও ভালোলাগে । সেখানে বিভিন্ন চরিত্রের নামের মাঝে মাশা আর কাতিউশা নামটি মন কেড়ে নিয়েছিল যাকে ওরা াদর করে ডাকে কাতিয়া। আপনার নামটি মনে পড়িয়ে দিল সেসব কথা।
আপনার ছবি দেখে আমেরিকা আর কানাডায় বসবাসরত আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের শেয়ার করা ছবির কথাই মনে পড়ছে । অনেকে আবার ছুটি অর্থাৎ শীত কাটাতে দেশে তো এসেছেই আবার কেউ কেউ হাওয়াই পাড়ি দিচ্ছে । তুষারাচ্ছন্ন ছবি দেখতে সুন্দর লাগলেও আমার অপছন্দ শীতকাল । এর চেয়ে ব্যাকইয়ার্ডের প্রথম ছবিটা কত সুন্দর
+
১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪১
কাতিআশা বলেছেন: মিস্টি কুমড়ার বাগান টা দেখেছেন?..অনেক হয়েছিল, সবাইকে দিয়েছেলাম, তাও শেষ হচ্ছিল না, বাকিগুলো কাঠবেড়ালী, পাখিরা খেয়ে ফেলেছিলো...জুনাপু, নামটা আমি রাশান গল্পের বই থেকেই ধার নিয়েছি..খুবি ভক্ত আমি গল্প গুলোর! অনেক ধন্যবাদ কমেন্টের জন্য!
৮| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৯
মনিরুল ইসলাম বাবু বলেছেন: আর ছবি নেই?
৯| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ১০:২৮
খায়রুল আহসান বলেছেন: মিষ্টি কুমড়োর ক্ষেতটি দেখে দু'নয়ন জুড়িয়ে গেল। তবে তুষারাবৃত ছবিটাও খারাপ লাগেনি। এখন এখানে খুব গরম, ছবিটা দেখে একটু শীত শীত অনুভূতি পেলাম।
স্বল্প পরিসরে হলেও, প্রকৃতির দুটো রূপই শেয়ার করার জন্য ধন্যবাদ। পোস্টে প্লাস +
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৩
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: দুটো ছবিই সুন্দর।