নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই এর পোকা, স্কেচ এর নেশা, পেশায় স্থপতী আর বাংলাদেশের প্রতি অসীম ভালবাসা
জবাফুল কার না ভালো লাগে? আমার তো খুবি সুন্দর লাগে!..আর বাংগালী মেয়েদর কালো মেঘের মত চুলের মাঝে সেটা তো রক্তাক্ত সাপের মনির মত ফুটে থাকে!..জবা ফুলের মধ্যে একটা গা ছমছমানো, রহস্যও আছে---যেন আঁধার ঘনিয়ে আসা, কোন সাঁঝবেলার ক্ষীন আলো তে ফুটে থাকা একটি বধুর লাল সিঁদুর মাখা টিপ!
অনেক কাব্য হলো,... লান্চ টাইমে ডেস্কে বসে স্ক্র্যাপ পেপারে এঁকেই ফেললাম একটি জবা আর একটি ক্লান্ত বধুর মুখ!
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১৫
কাতিআশা বলেছেন: ইস্!...অবশ্যই ক্লান্ত, আপনি বুঝতেছেন না! ছবি সুন্দর লাগার জন্য ধন্যবাদ যদিও!
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪০
ল বলেছেন: আহ!! দারুন।।।
ছবিটা উপরে দিলো ভালো হতো।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১৬
কাতিআশা বলেছেন: ধন্যবাদ ল ভাইয়া!..ছবি এখন গারবেজ ক্যানে, এমনেই আঁকছিলাম!
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:২০
ঠাকুরমাহমুদ বলেছেন:
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:২২
ঠাকুরমাহমুদ বলেছেন:
২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:০১
কাতিআশা বলেছেন: ওয়াও!..ছবি রাইট আ্যংগেল এ বসিয়ে দেয়ার জন্য অ---নে---ক ধন্যবাদ ভাই্য়া!!!!!!!!!!!!!!
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:২৯
রাজীব নুর বলেছেন:
২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:০২
কাতিআশা বলেছেন: আসলেই জবা একটি সুন্দর ফুল!..ছবির জন্য ধন্যবাদ !
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:০৫
নীল আকাশ বলেছেন: জবা ফুলের সাথে অবশ্যই ভয়ের সর্ম্পক আছে। কাপালিকরা এই ফুল ভয়ংংকর একটা পুজায় ব্যবহার করে।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:০৪
কাতিআশা বলেছেন: উরি আললাহ!..ভয় পেলাম ভাইয়া!--এমনেই বাসায় একা এখন, নীচতলার বেইসমেন্টের দিকে তাকায়ে গলা শুকায়ে আসতেছে!
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২২
শেহজাদী১৯ বলেছেন: আপনি দারুন আঁকেন।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:০৫
কাতিআশা বলেছেন: মোটামুটি আঁকি, শখের বসে!.. ধন্যবাদ আপু!
৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:২৯
আহমেদ জী এস বলেছেন: কাতিআশা ,
চমৎকার আপনার আঁকার হাত। নিজের ছবি দিয়ে এতোদিন পোস্ট দিলেন না কেন ? দারুন হোত।
(আর ছবির নীচে নিজের সই করবেন।)
নিঃসন্দেহে প্লাস পেতে পারেন। ++++++++++++
২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:১১
কাতিআশা বলেছেন: আরে ধুর!..মোটামুটি আঁকি, এগুলা কিছুই না!..সবসময় আঁকিনা, আমি খুবই মুডি তাই!..সইটই লাগবে ক্যান? (স্থাপত্য কলায় পড়া মেটামুটি সবাই একটু আধটু আঁকতে পারে.... ) এত্তগুলা প্লাসের জন্য মন থেকে ধন্যবাদ দিচ্ছি!
৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩২
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর ছবি !
আর্কিটেকচারের ছেলেমেয়েরা আসলেই চমৎকার আঁকে।
শুভকামনা
২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:১৪
কাতিআশা বলেছেন: আর্কিটেকচারের সাথে আপনার নিক নামের খুব মিল! অনেক ধন্যবাদ ভাই্য়া!!!
১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:৫৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৫৫
কাতিআশা বলেছেন:
১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৫৭
মুক্তা নীল বলেছেন:
আপা ,
সিঁদুর লাল জবা ফুল আমারও ভীষণ প্রিয় । সেই সাথে আপনার ছোট্ট লেখা এবং ছবিটা অসাধারণ হয়েছে । শুভেচ্ছা জানবেন ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৮
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাল লাগার জন্য!
©somewhere in net ltd.
১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৩৫
ভুয়া মফিজ বলেছেন: ছবি তো খুবই সুন্দর হয়েছে......তবে লিপস্টিক আর টিপ দেয়া বধুকে ক্লান্ত মনে হচ্ছে না!