নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই এর পোকা, স্কেচ এর নেশা, পেশায় স্থপতী আর বাংলাদেশের প্রতি অসীম ভালবাসা
খুব মজা লাগছে যে, আমি এরকম একটা বিষয়ে পোস্ট দিচ্ছি..আমার চোখে সেরা হ্যান্ডসাম পুরুষ!!
আসলে মাইদুল ভাইয়ের পোসট দেখে এটা না দিয়ে পারলাম না..সব গুলো পুরুষ বেশ ফরসা, সাদা সুন্দর!..কোন কালো বা বাদামী বর্ণের কেউ নেই!..আহারে মাইদুল ভাইয়ের দোষ নেই, এগুলো তো জনগনের জরীপ থেকেই আসে!
যা হোক, আমি আমার পছন্দের হ্যান্ডসাম পুরুষদের তালিকা দিলাম..দেশে এবং বিদেশের, দেখি আপনাদের মতামত কি..তালিকাতে কালো আর বাদামীর প্রাধান্য বেশী!!! (আমি নিজেও শ্যামলা বলে..টান তো একটু ওদিকে থাকবেই )
১) ডেনজেল ওয়াশিংটন (অস্কার বিজয়ী হলিউড তারকা)
বাপরে কি চাহনী!!!!!!!!!!!!!!!!!...শায়মা আপু! দিল ছিদ্র হয়ে যায় একেবারে তাইনা?
২)চিওটেল এজোফোর (12 Years a Slave মুভী খ্যাত হলিউড তারকা)
কি হ্যান্ডসাম!!!!!!!!!!!
৩) ডন লেমন (সি এন এন এর জনপ্রিয় হোস্ট)
এনার হাসি আর চোখ দেখলে মাথা ঠিক থাকে???
৪) জন লেজেন্ড (জনপ্রিয় মার্কিন আর এনড বি/R&B সংগীত তারকা)
অতি সুপুরুষ!!!!!!!!!!
৫)বারাক ওবামা (কে উনি বলে দিতে হবে?)
আমার কাছে সবচাইতে সুপুরুষ..মারাত্মক হাসি!!!!!!!!
৬) আফজাল হোসেন (জনপ্রিয় টিভি অভিনেতা)
আচ্ছা, আমার কি মানুষের হাসি বেশী আ্যট্রাক্ট করে?!!
৬) মিঠুন চক্রবর্তী (জনপ্রিয় ভারতীয় অভিনেতা)
ডিসকো ড্যানসার দেখে ওনার যে ফ্যান হয়েছিলাম!!!!!!!!!!!!!!
৭)তৌকির আহমেদ (জনপ্রিয় টিভি অভিনেতা ও স্থপতী)
আহারে, আমার বুয়েটে পড়াকালীন ক্রাশ!!!!!!!!!!!!..অবশ্য ওনার জীবনসংগী ও আমার খুবই প্রিয় একজন..এজন্য তাদের একসাথে সুইট একটা ছবি দিলাম..
তবে, যেই হোকনা কেন, আমার বাচচা আমার চোখে সেরা হ্যান্ডসাম!!!!!!
৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:০৬
কাতিআশা বলেছেন: খুব দেরী করে উত্তর দেবার জন্য অনেক দুঃখিত ভাইয়া! একটা পারসোনাল কাজে আটকে পরেছিলাম.. ছবির লোকটিকে চিনতে পারলামনা, কে ভাইয়া উনি? আর পড়ার জন্য ওনেক ধন্যবাদ!!!!!!!!!!!
২| ২৮ শে অক্টোবর, ২০২১ সকাল ৮:২৪
সাসুম বলেছেন:
এই ভদ্র লোক ছাড়া লিস্ট কমপ্লিট হয় কেম্নে আপা?
আর মিঠুন দা রে দেইখা লিস্টে ভয় পাইছি।
৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:০৮
কাতিআশা বলেছেন: আহারে, আসলেই ইনি বাদ পরলেন কিভাবে?..খুব দেরী করে উত্তর দেবার জন্য অনেক দুঃখিত ভাইয়া! একটা পারসোনাল কাজে আটকে পরেছিলাম.. পড়ার জন্য অনেক ধন্যবাদ!!!!!!!!!!
৩| ২৮ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:০০
খায়রুল আহসান বলেছেন: শেষেরটাই প্রথম।
৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:০৯
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ!!!!!!!!!!!..দেরী করে উত্তর দেবার জন্য অনেক দুঃখিত!
৪| ২৮ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:১৯
সোহানী বলেছেন: শেষের জন অবশ্যই প্রথম কিন্তু বাকিদের মাঝে আমার কিছু অবজেকশান আছে।
৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:১০
কাতিআশা বলেছেন: খুব দেরী করে উত্তর দেবার জন্য অনেক দুঃখিত আপু! আর পড়ার জন্য অনেক ধন্যবাদ!!!!!!!!!!!
৫| ২৮ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:০০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: নির্বাচনের আগে ঠিক করতে হবে হ্যান্ডসাম বলতে কি বুঝায়।তা না হলে কিসের ভিত্তিতে আপনি নির্বাচিত করবেন।
৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:১০
কাতিআশা বলেছেন: হা হা ! পড়ার জন্য ওনেক ধন্যবাদ!!!!!!!!!!!
৬| ২৮ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: ৪,৫,৬ সবচেয়ে ভালো আপনার ছেলেও কম যায়না। ইউল স্মিতকে রাখা যেত । সুন্দর আয়োজন। ++++
৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:১২
কাতিআশা বলেছেন: পড়ার জন্য ওনেক ধন্যবাদ!!!!!!!!!!!
৭| ২৮ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার পছন্দ ৬ নাম্বার
এক সময় তার নাটক দেখলে মন ভালো হয়ে যেত
৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:১৩
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ আপুনি!!!!!!!!!!!..তবে দেরী করে উত্তর দেবার জন্য অনেক দুঃখিত!
৮| ২৮ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৪৩
কবিতা পড়ার প্রহর বলেছেন: সবাইকে বাদ দিয়ে শায়মা আপুকে ডাকলে কেনো???
আমরা রাগ করছি আপু......
তোমার ছেলের জন্য ভালোবাসা একরাশ!!!!!
অবশ্যই সে আমাদের লক্ষী সোনা চাঁদের কনা হ্যান্ডসাম নাম্বার ওয়ান।
আমার চোখে কে হ্যান্ডসাম সেটা মনে হয় মিররমনি শুভভাইয়া আর চুয়াত্তরভাইয়া বলে দিতে পারবে।
যদিও তারা না পারলে আমিই বলে দেবো।
আর শায়মাআপুকে কল দিয়ে আনি আচ্ছা!!!!
৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:১৪
কাতিআশা বলেছেন: এতত সুইট একটা মন্তব্য দিয়েছো আপু!!!!!!!!!!!!!!!!অনেক ধন্যবাদ!!!!!!!!!!!..কিন্তু দেরী করে উত্তর দেবার জন্য অনেক দুঃখিত!
৯| ২৮ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:০০
পদাতিক চৌধুরি বলেছেন: শেষের হ্যান্ডসামকে মনে ভীষণ ধরেছে++। অনেক শুভেচ্ছা আপু আপনাদেরকে
৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:১৫
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ ভাল লাগার জন্য ভাইয়া!!!!!!!!!!!..দেরী করে উত্তর দেবার জন্য অনেক দুঃখিত!
১০| ২৮ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৮
শায়মা বলেছেন: হা হা আপুনি!!!!!!
দাঁড়াও আমি আমার দেখা ব্লগের সবচাইতে হ্যান্ডসাম ভাইয়াদের ছবি আনছি।
৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:১৭
কাতিআশা বলেছেন: দেখাও আপুনি প্লিজ সেই ভাইয়াদের ছবি!!!!!!!!!!!!অনেক ধন্যবাদ আপুনি, তবে দেরী করে উত্তর দেবার জন্য অনেক দুঃখিত!
১১| ২৮ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:২০
মিরোরডডল বলেছেন:
১) ডেনজেল ওয়াশিংটন
সুপার ডুপার !
If I say I like him, It’ll be a lie cause I LOVE him.
বিগ পারসোনালিটি ।
৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:১৮
কাতিআশা বলেছেন: সত্যি বলেছো আপুনি!..
১২| ২৮ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:৩১
মিরোরডডল বলেছেন:
৪) জন লেজেন্ড
I won’t say he is very handsome but very modest and generous guy.
তার গান অনেক পছন্দ করি ।
একটা সময় ওর গানে আসক্ত ছিলাম ।
৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:১৯
কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ আপুনি!!!!!!!!!!!..দেরী করে উত্তর দেবার জন্য অনেক দুঃখিত!
১৩| ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৪১
ঢাকার লোক বলেছেন:
হলে আমাদের রুমে একজন ছিলেন খুবই হ্যান্ডসাম, উনি একটা মেয়েকে পছন্দ করতেন, মেয়েটিকে তেমন একটা সুন্দরী বলা কঠিন, উনার সাথে খুব একটা মানাতো না, একদিন তার ভাবী তাকে বলেছিলো, "তুমি কি দেখে ওকে ভালোবাসছো?" উত্তরে উনি বলেছিলেন, "ভাবী, তুমি যদি আমার চোখ দিয়ে দেখতে পারতে তাহলে বুঝতে। "
কাজেই এখানে যে দেখছে তার দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ !!
৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:২০
কাতিআশা বলেছেন: একদম সত্য কথা ভাইয়া.। অনেক ধন্যবাদ!!!!!!!!!!!..দেরী করে উত্তর দেবার জন্য অনেক দুঃখিত!
১৪| ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৪৯
ঢাকার লোক বলেছেন: উত্তমকুমার, অমিতাভ, দেবানন্দ, বা আমাদের রাজ্জাক কেন কারো লিস্টে এলোনা বুঝতে পারলামনা! আমি এক মেয়েকে জানতাম যে বলেছিলো, "রাজ্জাক যেদিন মারা যাবে আমিও মরে যাবো!'
৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:২২
কাতিআশা বলেছেন: উনারাও ভালো..উপরের এরা আমার পারসোনালি খুবি প্রিয়.. অনেক ধন্যবাদ!!!!!!!!!!!..দেরী করে উত্তর দেবার জন্য অনেক দুঃখিত!
১৫| ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৪৫
রাজীব নুর বলেছেন: এদের চেয়ে আমি সুন্দর।
৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:২৩
কাতিআশা বলেছেন: খুব ঠিক..তবে ভাইয়া আমি টল, ডার্ক, হ্যানডসম লাইক করি বেশী। পড়ার জন্য অনেক ধন্যবাদ!
১৬| ২৯ শে অক্টোবর, ২০২১ রাত ১২:১৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: জি এনাদেরকে হ্যান্ডসাম বলা যায়। আপনার চোখ মোটামুটি ঠিক আছে।
কবিতা পড়ার প্রহর আপুর চোখে হ্যান্ডসাম হোল মফিজ আর উজবুক টাইপের ছেলেরা যারা সাধারণত চিলেকোঠায় থাকে।
৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:২৬
কাতিআশা বলেছেন: আহারে যে যাকে যেভাবে পছন্দ করুক না!..আমার কালো, শ্যামলা, মায়াবী অখের মানুষ বেশই ভাল লাগে, সে মেয়ে অথবা ছেলে যেই হোক!..পড়ার জন্য অনেক ধন্যবাদ!
১৭| ২৯ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৪০
হাসান মাহবুব বলেছেন: ওয়েস্ট ইন্ডিয়ান কোন ক্রিকেটার আপনার পছন্দ না? যেমন ব্রায়ান লারা বা কোর্টনি ওয়ালশ?
ব্রায়ান লারা
কোর্টনি ওয়ালশ
৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৩১
কাতিআশা বলেছেন: অবশ্যই!!!!!!!.।সবার নাম দিলে লিস্ট অনেক বড় হয়ে যাবে যে ভাইয়া!..আসলে কাল মানুষদের প্রতি আমারবেশ একটা দূর্বলতা আছে..কর্মক্ষেত্রে আমি ওদের সাথে জমিয়ে আডডা দেই..খুব আপন আপন লাগে!..পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া! আপনার লেখা এত কম পাই কেন?..ব্লগ পানসে লাগে!
১৮| ২৯ শে অক্টোবর, ২০২১ ভোর ৪:২০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি ও তো অনে কে র চাে খে খুবই হ্যান্ডসাম,
আমার ছবিটা আসলনা যে ?????????????
..............................................................
৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৩২
কাতিআশা বলেছেন: উলি বাবা কি সুন্দর বাবুটা রে!!!!!!!!!!!!!!!!!! তুমি এতত কিউট!
১৯| ৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:২৯
কবিতা পড়ার প্রহর বলেছেন: ১৬. ২৯ শে অক্টোবর, ২০২১ রাত ১২:১৪০
সাড়ে চুয়াত্তর বলেছেন: জি এনাদেরকে হ্যান্ডসাম বলা যায়। আপনার চোখ মোটামুটি ঠিক আছে।
কবিতা পড়ার প্রহর আপুর চোখে হ্যান্ডসাম হোল মফিজ আর উজবুক টাইপের ছেলেরা যারা সাধারণত চিলেকোঠায় থাকে।
________________________________
মোটেই না.......
তারা হ্যান্ডসাম না তারা ব্রেইনসাম।
তারা আতেলটাইপ বুদ্ধিমান। চিলেকোঠায় থাকা তাদের একটা আর্ট।
আমি অবশ্য সেই আর্ট এক্সিবিশন দেখে চলে আসা দলে। মানে থাকতে পারিনা। তবে সেই আর্ট কজনে চর্চা করতে পারে!!
হুহ
৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৩৬
কাতিআশা বলেছেন: উফ হেববি একটা মন্তব্য তোমার আপুনি!!!!!!!!!!! "তারা হ্যান্ডসাম না তারা ব্রেইনসাম" ..বিউটি উইদাউট ব্রেইন দিয়ে কি হবে?..আর চিলেকোঠারা আমার ছোটোবেলার ক্রাশ!!!!!!
২০| ৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৪৬
কবিতা পড়ার প্রহর বলেছেন: ওহ তাইলে তো আমার চিলেকোঠার প্রেম তোমাকে পড়াতেই হবে।
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০২১ সকাল ৮:২১
শেরজা তপন বলেছেন: বাহ বেশ অনেকদিন বাদে শীতঘুম ভেঙ্গে ব্লগে আসলেন! উইল স্মিথ মনে হয় বাদ গেল।
এত মায়ার চাহনী খুব কম পুরুষের আছে।
আমার খুব প্রিয় এক বিখ্যাত বাঙ্গালী ব্যক্তিত্ত্বের ছবি দিচ্ছি- যাকে নিয়ে বেশ বড় পরিসরে আমার লেখার ইচ্ছে আছে- দেখুনতো কেমন হ্যান্ডসাম! আমার দেখা সেরা হ্যান্ডসাম বাঙ্গালী পুরুষ। তবে বেশীরভাগ মানুষ তাকে চিনে না- প্রচার বিমুখ ছিলেন। ইংরেজীতের তার বই আছে - দ্যা গেরিলা!
তৌকিরকে আমার কোনদিন ভাল লাগেনি- ওর হাসি কান্না একই মনে হয়।
আপনার ছেলে বেশ সুদর্শন- অবশ্যই সবার থেকে বাহ বেশ অনেকদিন বাদে শীতঘুম ভেঙ্গে ব্লগে আসলেন! উইল স্মিথ মনে হয় বাদ গেল।
এত মায়ার চাহনী খুব কম পুরুষের আছে।
আমার খুব প্রিয় এক বিখ্যাত বাঙ্গালী ব্যক্তিত্ত্বের ছবি দিচ্ছি- যাকে নিয়ে বেশ বড় পরিসরে আমার লেখার ইচ্ছে আছে- দেখুনতো কেমন হ্যান্ডসাম! আমার দেখা সেরা হ্যান্ডসাম বাঙ্গালী পুরুষ। তবে বেশীরভাগ মানুষ তাকে চিনে না- প্রচার বিমুখ ছিলেন। ইংরেজীতের তার বই আছে - দ্যা গেরিলা!
তৌকিরকে আমার কোনদিন ভাল লাগেনি- ওর হাসি কান্না একই মনে হয়।
আপনার ছেলে বেশ সুদর্শন- অবশ্যই সবার থেকে
দেখুনতো এঁকে চিনেন কিনা;