![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিটি মানুষের একটি বলয় থাকে। সেই বলয়ের মধ্যে সে আরো মানুষকে অন্তর্ভুক্ত করতে পারে আবার বাদও দিতে পারে। মানুষ যখন তার বাই ডিফল্ট মানবিক গুণগুলোকে বিকশিত ও বর্ধিত করে তুলবে তখন সে নিজের বলয়ের মধ্যে আরো অনেক মানুষ ঠাঁই পাবে। সে তার প্রতিবেশীর জন্য মমতা বোধ করবে, ভিক্ষুকের সন্তানকে দেখে তার নিজের সন্তানটির কথা মনে পড়বে।
এই বলয়কে বড় করতে হলে মানুষকে নিঃস্বার্থ হতেই হবে। স্বার্থপর মানুষ তো কখনোই অন্যকে সত্যিকার ভাবে ভালোবাসতে পারে না। স্বার্থপরের বলয় থেকে তারা বাবা-মা, ভাই বোন পর্যন্ত বিতাড়িত হয়ে যায়। তার স্ত্রী-সন্তান ছাড়া আর কিছুই তার মনে থাকে না। দেশ ও দশের চিন্তাটা তার কাছে বাতুলতা মনে হয়। সে যখন আরো স্বার্থপর হয় তখন তার স্ত্রী-সন্তানকেও আর সহ্য করতে পারে না। সে হয়ে যায় সম্পূর্ণ একা, অহমিকায় পূর্ণ পশুমাত্র।
প্রতিটি ধর্ম মানুষকে তার বলয়টি প্রসারিত করার দীক্ষা দেয়। সমগ্র মানুষকে তার পরিবারভুক্ত করার প্রেরণা দেয়। আর বস্তুতান্ত্রিক জীবনব্যবস্থাগুলো মানুষকে শেখায় ক্যারিয়ারিস্ট হও, খাও দাও ফুর্তি করো, ইটস মাই লাইফ ইত্যাদি দর্শন। যার পরিণামে মানুষ আজ প্রযুক্তিগত উন্নতির শীর্ষে উঠেও মনুষ্যত্ব হারিয়ে দু পেয়ে ভোগবাদী, বিশ্ববিনাশী জানোয়ারে পরিণত হয়েছে।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৩
রাজীব নুর বলেছেন: সুন্দরভাবে জীবন যাপন করার জন্য ধর্মকে দূরে সরিয়ে রাখতে হবে।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
চাঁদগাজী বলেছেন:
আজকে মানুষ গুহায় নেই, এতে কষ্ট পাচ্ছেন আপনি?