নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝংকার

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক **

তিথির অনুভূতি

মানবতা, সুস্থ উপলোব্ধি ও সঠিক মূল্যবোধ ও সত্যিকারের ভালবাসার চর্চা হোক **

তিথির অনুভূতি › বিস্তারিত পোস্টঃ

মৃদু বসন্তে

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৪

ফুলের রেনু গায়ে মেখে মধুর হর্ষে পুলকিত

জীবনের ফেলে আসা ছোঁয়া পাওয়ার ইচ্ছে রে

এক অর্থহীন ভালবাসার খোঁজে

মৃদু বসন্তে ...। পাখা পরে ...

উড়ে বেড়াতে মন চায়।



একাকী রিক্সায় যখন উঠি

তুমি পাশে থাকবে ।।

এই স্বপ্ন এর বিসন্নতায় চেয়ে থাকি

দুষ্টু টি যেখানে থাকো

চলে এসো ।।

প্রতীক্ষায় প্রহর গুলি কুঁকড়ে উঠছে

প্রিয়তম...।

মৃদু বসন্তে ...। পাখা পরে ...

উড়ে বেড়াতে মন চায়।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৭

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর হৈসে তিথি।
মন চায় হবে কি ?

২| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২১

সায়েম মুন বলেছেন: ভাললাগা রইলো।

৩| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৩

মায়াবী ছায়া বলেছেন: বাহ্...ভাল লাগল অনেক ।
ভাল থাকুন :)

৪| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৪

মায়াবী ছায়া বলেছেন: বাহ্...ভাল লাগল অনেক ।
ভাল থাকুন :)

৫| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৪

মায়াবী ছায়া বলেছেন: বাহ্...ভাল লাগল অনেক ।
ভাল থাকুন :)

৬| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ !

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

সোনালী ডানার চিল বলেছেন:
ভালোলাগা জানিয়ে গেলাম...........

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার!!!!

৯| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৯

জয়িতা_আহসান বলেছেন: আঁধারের ভালোবাসা

নারীটি নামাজ পড়ছিল
তাকে আমি ভালোবাসি
কেবলি ভালোবাসি।
নারীটি কুরআনে হারিয়ে যাচ্ছিল।
পড়ছিল একটি ইসলামী বই।
আমি নারীটিকে ভালোবাসি,
তাকে ভরিয়ে দিতে চাই পার্থিব আনন্দে।
আমি নারীটিকে জড়িয়ে ধরি,
নামাজের জায়নামাজ থেকে সরিয়ে আনি।
এবং ভালোবাসায় ডুবে যাই।
আমি চাই না সে কেবল ইসলামী বই-এ
ডুবে থাকুক।
আমি চাই সে কেবল উপরে উঠুক
উপরে উঠুক, অনেক উপরে।
পার্থিব উন্নতিতে অনেক অনেক উপরে উঠুক!
অনেক অনেক নাম কামাই করুক!
আমি চাই না সে কেবল বই-এ ডুবে থাকুক।
আমি চাই না সে জিকিরে মশগুল হোক,
আমি তাকে ভালোবাসি,
অনেক অনেক দূর থেকে বুকে টেনে নেই।
কিন্তু ঘরের জন্য নয়, পরিবারের জন্য নয়।
কেবলি মেয়েটির জন্য মেয়েটিকে ভালোবাসি।
মেয়েটি অনেক উপরে উঠুক,
জায়নামাজে পড়ে না থাকুক!
তাকে আমি আষ্টেপৃষ্ঠে বুকে জড়িয়ে ধরি।
বৃষ্টিভেজা শীতের মাঝে এতোটুকু উষ্ণতা পাবার জন্য।
অনেক ভালোবাসি, আঁধারের ভালোবাসা।
কেউ জানবে না, কেউ কোনদিন বলবে না।
তাকে আমি অনেক ভালোবাসি।

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৯

আমি সাদমান সাদিক বলেছেন: ভালো লাগল :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.