নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝংকার

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক **

তিথির অনুভূতি

মানবতা, সুস্থ উপলোব্ধি ও সঠিক মূল্যবোধ ও সত্যিকারের ভালবাসার চর্চা হোক **

তিথির অনুভূতি › বিস্তারিত পোস্টঃ

মক্ষীরানী

০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৫


জিপ থেকে বেরুল উদাম নগ্ন পা
ছিপছিপে গগলস কপালে তন্বী তরুনী।
আপন ভাইকে হাগ করল বিশ্রীভাবে
হাতা কাটা টাইট পোষাকে ফুটে উঠা
ছোট বুক নিতম্ব দুলিয়ে শব্দ করে হাটে
রাস্তার মানুষগুলা হা করে সব গিলে ।

সকলে ভেবেছিল বড়লোকের বখে যাওয়া
নষ্টা মেয়ে,কিন্তু ঢুকল সোজা ক্লাস রুমে ।
পড়ার ফাকে ছাত্র ছাত্রীদের দাড় করায়
কাছে ঘেষে সে বোর্ড বাদ দিয়ে ।
ঘনিষ্ঠ হয়ে পড়া বুঝায়, অসহায় ওরা
মাথা নাড়ে, কান দিয়ে ধোয়া বেরোয়
ক্লাসের বেল পড়লে দৌড়ে পালায়।


আমার কি ইজ্জ্বত নাই? বন্ধুকে জানায়
এইভাবে সকলের সামনে আমার ঠোটের
কাছে এসে তাঁর বুক চেপে ধরে? কি এটা
ঐ দেখ করিডোরে বাধা আরেক শিক্ষক
ইয়া আল্লাহ এই অবস্থা মুস্তাফিজ স্যারের
দুটায় আসিস একটা জায়গায় নিয়ে যাব।

দুইটায় বন্ধুর সাথে হাটে ভুক্তভোগী
রাস্তার পাশে ঝোপঝাড়ে ঢুকে ওমা
ঐ স্যার ম্যাডাম লীলাখেলায় রত
কিছুক্ষন দেখে নাভীশ্বাসে দৌড়ে পালায়।

এসব কি ? ফেসবুক আছে হা আছে
ম্যাডামের কোর্সে ভাল করতে হলে,
ম্যাডামের বিদেশে থাকা হাবির সাথে
পিকে লাইক দিবি,ফেবুতে লাইক ।
না দিলে কোর্সে পাশের আশা ছেড়ে দে।
কি বলিস এসব, যা বলছি কর।

বাসায় গিয়ে রাতে ফেবু ছাড়ে ওমা
কিসব ছবি ম্যাডামের। ফোন দেয়
বন্ধুকে কিভাবে এই নাচিজ ম্যাডাম হইছে
কনটেস্ট জিতছে সকলকে দলা দিয়েছে ।
ছি এসব ম্যাডাম স্যার হলে জাতীর
ভবিষ্যত কি ? আরে এটা জাতীর বর্তমান।

পিএইচডি জামাই বাগাইছে, দুদিন পর
এই ব্যাটার সাথে পিএইচডি করবে
শোন জামাইও ওমন না হলে
কেউ জাইনা শুইনা এমন চিজ
বিয়ে করে না এদের সব কিছু শো,দেখ
বিছানায় শোয়াশুয়ির ছবি দিয়েছে হাহা।

ফোন রেখে হাসে একগাল অবশেষে
ফেবু থেকে বইয়ে আর পড়া নিয়ে বসে
এসব নাচিজ না থাকলে বুঝতাম না
ভাল স্যার ম্যাডাম কেন দরকার ?

আয় হায় মক্ষীরানী রে মক্ষীরানী
সর্বত্র জায়গায় নাম আর প্রশংসাবাণী।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৪

প্রামানিক বলেছেন: ফটোশপের কল্যানে ছবিটা জব্বর হইছে।
কবিতাও জব্বর। ধন্যবাদ

২| ১১ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০১

নাজনীন১ বলেছেন: কঠিন অবস্থা!

৩| ২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.