![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবতা, সুস্থ উপলোব্ধি ও সঠিক মূল্যবোধ ও সত্যিকারের ভালবাসার চর্চা হোক **
আত্মাচুরি শব্দটা লেখার পর নিজেই চমকে উঠলাম ঠিক শব্দ লিখলাম তো। হ্যা এখনকার দিনের এত্ত এত্ত মর্ডান মোবাইল, এন্ড্রোয়েড ডিভাইস ও ল্যাপটপ ও হাই ফাই সব টেকনোলোজির যুগে বেশিরভাগ মানুষই এই আধুনিক মুঠোফোন (মোবাইল), অদ্ভুত যন্ত্র (ডিভাইস ও ল্যাপটপ ) নিয়ে সারাক্ষন পড়ে থাকছেন।
নতুন ধরনের প্রযুক্তির অতিমাত্রায় আকর্ষনকে আত্মাচুরি নামে আখ্যায়িত করেছেন ফ্রেঞ্চ ফটোগ্রাফার এন্টোনি গিগার।
তিনি http://www.antoinegeiger.com/SUR-FA... এটাকে সুর ফেক নামে প্রজেক্ট করেছেন এবং তার ফটোগ্রাফির সাহায্যে দেখিয়েছেন মর্ডান টেকনোলজি কিভাবে আমাদের জীবনকে আসক্ত করে চলেছে। ২০ বছরের এই তরুন ফটোগ্রাফার ইংল্যান্ডে, ফ্রান্সে ও নেদারল্যান্ডে ইতিমধ্যে চারটি এক্সিবিসন করেছেন। তার এই প্রেজেক্টের মাধ্যমে তিনি দেখিয়েছেন কিভাবে প্রযুক্তির প্রতি আসক্তি মানব দেহকে ও তার সমস্ত আত্মাকে একটা স্থির অবস্থানে রেখে দিয়েছে।
তার এই ফটোগ্রাফির পর প্রযুক্তি যে ধীরে ধীরে আমাদের আত্মাচুরি করে নিচ্ছে তা সবার টনক নড়েছে। এবং আমাদেরকে আমাদের অদূর ভবিষ্যতে কি পর্যায়ে টেনে নিয়ে আসছে তা নিয়ে সবার মাঝে ভাবান্তরের উদ্রেক ঘটেছে।
২| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৭
গেম চেঞ্জার বলেছেন: এইগুলায় এ জন্যই বেশি যাই নাহ!
৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৮
আরণ্যক রাখাল বলেছেন: আত্মাচুরি শব্দটা সুন্দর|
এসব তো এখন নিত্যপ্রয়োজনীয়| উপায় নেই দূরে থাকার
৪| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৪
কথাকথিকেথিকথন বলেছেন: ভাল বলেছেন তিনি । কিন্তু যুগের সাথে তো তাল মিলিয়ে পৃথিবী চলে !!!
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪১
ঝড়-বৃষ্টি বলেছেন: আমার আত্মা তো এভাবে কতোবার চুরি হয়েছে তার কোনো হিসাব নাই.....