![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবতা, সুস্থ উপলোব্ধি ও সঠিক মূল্যবোধ ও সত্যিকারের ভালবাসার চর্চা হোক **
আগের মত নিশ্বাস নিতে পারি না,
মনে হয় আমার নিশ্বাসে কারও
নিশ্বাস একসাথে পড়ছে জোরে
প্রচন্ড শ্বাসকষ্ট হয়, বুক ব্যথা করে।
তুমি আছো সাথে, অনুভবে তুমি
কারন বুকের মধ্যে তুমি বাস কর।
আগের মত কাজ করতে পারি না
কোথা কোথা থেকে কিসব চিন্তা
উদয় হয়, নিজেও বুঝিনা কিএসব
পরে বুঝতে পারি তোমাকে নিয়ে
আমার অনেক অনেক চিন্তা আসে
কারন বুকের মধ্যে তুমি বাস কর।
আগের মত আমি হাসতে পারি না
মনে হয় আমার দিকে তাকিয়ে
কেউ যেন অবিরত হাস্যোজ্জ্বল
আবার অকারনেই হেসে উঠি, বুঝি
তুমি বুঝি ভীষন খুশি হয়েছে।
কারন বুকের মধ্যে তুমি বাস কর।
আগের মত কাঁদতে পারি নাই
দুফোটা অশ্রু ফালালে কেউ এসে
আমার ভেজা নয়ন মুছে দিয়ে যায়।
আবার অকারনেই অশ্রু গড়িয়ে পড়ে
বুঝি তোমাকে কেউ প্রচন্ড আঘাত করেছে।
কারন বুকের মধ্যে তুমি বাস কর।
নামাযের জন্য দাড়াই, সব পড়ি
দোয়ার সময় বারে বারে তোমার
মঙ্গল আল্লাহতালার দরবারে চেয়ে বসি।
কারন আমি চাইলে তুমি ভাল থাক।
বুঝি তুমি আমার জন্যই দোয়া চাও।
কারন বুকের মধ্যে তুমি বাস কর।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০০
তিথির অনুভূতি বলেছেন: ধন্যবাদ অসভ্য কল্লোল
হাহাহা.।।।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫
অগ্নি কল্লোল বলেছেন: অসভ্যের ব্লগে একবার ঘুরে আসিয়েন।।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮
তিথির অনুভূতি বলেছেন: গিয়েছিলাম, ভয়ে ফিরে চলে আসলাম।
আপনার ভাল লেখার প্রত্যাশায়
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১০
অগ্নি কল্লোল বলেছেন: লেখাগুলোর চরিত্র খারাব না দেখতে খারাব।জানাবেন।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৯
তিথির অনুভূতি বলেছেন: গদ্য লেখাটা পরলাম। ভাল লেখা ।
পদ্যের জন্য মানবীয় আবেগ চাইছি।
পাওয়া যাবে কি ??
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৭
অগ্নি কল্লোল বলেছেন: মানবীয় আবেগ।
হা হা হা।।
কখনো নির্মলেন্দু গুণের কবিতা পড়েছেন?
সব কিছু মিলেই সাহিত্য।।
আপনার কাছে মানবীয় আবেগ এর অভাব থাকতে পারে কিন্তু আরেকজনের কাছে তা সুধা।।
আমার কবিতা দেহ,মন দুটারই খোরাকের জন্য।।
মানবীয় আবেগ সম্পন্ন কবিতাও পাবেন।।সাথে থাকুন।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৪
রাতুল_শাহ বলেছেন:
সুন্দর .......
অনেক দিন পর পোষ্ট দিলেন।
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর কবিতা। ভাল লাগা রইল।
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৩
অণুজীব বলেছেন: হুম। ভালো লাগলো।
৮| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৪
বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।
৯| ১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৮
খায়রুল আহসান বলেছেন: কবিতা সুন্দর হয়েছে, কিন্তু চতুর্থ স্তবকের দ্বিতীয় লাইনে "ফালালে" কথাটি আমার কাছে শ্রুতিকটু মনে হয়েছে।
কবিতায় চতুর্থ ভাল লাগা + +।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪০
অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার লিখেছেন।।