নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
মানুষ যে কুকুরের চেয়ে মহৎ সে দাবিটা মানুষই করে , কুকুরের অনুমোদন ছাড়াই
অবশ্য লোকে যাদেরকে সুন্দরী বলে তারা সেটা আরো বেশি করে করতে পারে
কেননা তাদের রয়েছে সুরম্য যন্ত্রপাতি ,তৈজসপত্র
আমি এসবে নাক না গলিয়ে সদরঘাট থেকে হাঁটতে হাঁটতে শাহবাগ পেরিয়ে
আরো উত্তরে আমার ডাস্টবিনে এসে দেখি কারা যেনো তাদের নাক গলিয়ে গেছে
আমার তাতে অবশ্য কিছু যায় আসে না তাদের ইচ্ছে হলে তাদের স্তন গলাবে নিতম্ব গলাবে
তাতে আমার কি ?
২
মানুষের সমাজে কুকুরের মত তাড়া খেয়ে ঈশ্বর মাঝে মাঝে আমাদের সাথে পানের আড্ডায় নিজেকে আড়াল করেন । বড় ক্ষোভে চিৎকারে ফেটে পড়ে বলেন - আমি চাপাতির ভয় করি না - আমাকে নার্গিস করে ফেললেও আমি বলব, ভালো না বাসলে পৃথিবীতে একটি গোলাপও ফুটবে না ।
৩
সেদিন রাস্তায় হঠাৎ আল্লাহ'র সাথে দেখা হয়ে গেল। কতদিন তার সাথে আমার দেখা হয় না। আমি বলি -কি মনে করে এতদিন পর এদিকে? সে বলে তোর সাথে টুকটাক কথা বলতে আমার ভাল লাগে তাই এদিকে আসা। তারপর আমাদের আলাপচারিতা শুরু হলো।আমি তখন সুরাসক্ত ছিলাম। তিনি আমাকে বললেন সুরা পান করা হারাম ! আমি বল্লাম সুরের মাঝে যে সুরা তাও ? আমি তার চোখে ঝিলিক দেখতে পাই। তিনি হেসে বলেন 'এজন্যই আমি তোকে পছন্দ করি'। তারপর তিনি আমার পিঠ চাপড়ে দিলেন।
৪
জ্যোৎস্না এক মিথ্যে বালিকার নাম
হৈমন্তী খুলছে বুকের বোতাম
৫
তোমার চ্যাটের দড়ি তুমি দাঁতে লাগাইওনা
আবাল
তুমি ক্যান বুঝনা তুমি তুমিই
আর অন্যেরা অন্য
তোমার লম্বা বালের মালা অন্যেরা গলায় নাও নিতে পারে
অন্যেরটা তুমি যেমন নাও না
মত প্রকাশের নামে তুমি শুধু তোমারই প্রকাশ চাও
অন্যে কিছু কইলেই তুমি বন্দুক চুদাও
যেন তুমি বাল আমার
জাতির মাস্টর আর
সবাই তোমার বাধ্য ছাত্র ?
সবার চোখ বন্ধ কইরা
চোখ মেইলা তুমি শুধু
সামনে আগাও
তোমার চ্যাটের দড়ি
তুমি ক্যান শিংগে লাগাও ?
তোমার চ্যাটের দড়ি তুমি শিংগে লাগাও ক্যান ?
তোমার চ্যাটের দড়ি তুমি দাঁতে লাগাও ক্যান ?
৬
ঘাস কাটতে যাই
প্রতিদিন
আমি ঘাস কাটি ভাই
জমির আলে
শাড়ি কই ? বউ বলে
শাড়ি না দিলে
ঘাস কাটো ক্যান ?
ঘাস কাটো ক্যান ?
ঘাস কাটো ক্যান ?
শাড়ি না দিলে
ঘাস কাটো ক্যান ?
পাটের শাড়ি চাইবে কি মা ?
চাইলেও তো চাইতে পারে
আমি কি আর কাটবো না ঘাস
শাড়ির ডরে ?
আমি কি আর কাটবো না ঘাস নদীর তীরে ?
ক্ষেতের আইলের ঘাসগুলো তো কাটবে কে রে ?
৭
ভদ্দরলোক ইতরলোক
মৃত যে মরা সে বড় অভদ্র তার মাঝে কিলবিল করা যে পোকা সেগুলো খুবই ভদ্র ।
৮
ভাবনা
মানুষ ভবিষ্যৎ নিয়ে ভাবে আর আমি অতীত নিয়ে ভাবি । তাই আমার ভবিষ্যৎ বলে কিছু নেই । চাইও না । কাল আসলে দু'টো । অতীত আর ভবিষ্যৎ । বর্তমান বিভাজক রেখা ।
৯
give me liberty or give me death!
-পি. হেনরি
তুমি জানতে না
স্বাধীনতার চেয়ে আপেক্ষিক আর কিছু নেই ।
১০.
আজকের কবিতা
প্রিয় চিৎকার বিনোদন নষ্ট । এত চেচামেচি করোনা । তোমরাই বাল বোঝ । তোমরাই বাল বোঝাও । আশা করি বাল তোমরাই ছিঁড়বে ।
এবং আশা করা যায় বালটা ছেঁড়ার পর একটা ব্যথানুভব শব্দে (যেমন আহ ! অথবা উহ ! ) তোমরা নিরব হয়ে যাবে ।
কিন্তু সাবধান ওটা কাঁচি দিয়ে কাটতে যেও না তাহলে সেটা আবার গজাবে । বালের অগ্রভাগে ধরে একটা হেঁচকা টান দিতে হবে যাতে সমূলে বালটা তোমার মাথা থেকে উঠে যায় ।
১১.
দেদারসে চিল উড়ে
আকাশে উড়ে চিল
লীলাবতীর জ্বালারস
পিচ্ছিল পিচ্ছিল।
১২.
সমাজের কোন গোপন ব্যথা নেই । নেই সূক্ষ্ণ দুঃখবোধ । এ সমাজ মূলত মাথামোটা । তাই সামগ্রিক ভাবনায় মানুষ থেকে সমাজের পার্থক্য হল সমাজের পথচলা হাইওয়েতে, মানুষের পথচলা অলিগলিতে । সমাজ সেখানে প্রবেশ করতে পারে না ।
১৩.
সাংবাদিকরা জনমত প্রকাশ করে না , নিজেদের মতকে জনগনের উপর বমি করে আর সেটাকে জনমত বলে প্রচার করে ।
১৪. যারে চুদি না তার মাসিকের খবরও রাখি না ।
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৪
রাজীব নুর বলেছেন: পড়লাম। জানিয়ে গেলাম।