নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে সুন্দর লাগছিলো আর তোমাকে ভালোও লাগছিলো
কিন্ত্ত একটিবারও দেখলেনা কথাটিও বললে না কিছু বললে না
আমি শিশুর মত আর বোকার মত নগরে গিয়েছিলাম
কেননা জানতাম আগামিকালই আমি বড় হয়ে যাবো শিশুটি থাকবো না
ওরা আমাকে ধমকে দিয়েছে আমাকে কষ্ট দিয়েছে
তোমার এত ধার আছে আমি জানতাম না তুমি করাতের মত নাচতে পারো
আমি তোমার এ নাচে ভুলিনি কেননা আমি সেই অনেক আগেই বহুকাল আগে
নাচে ফালাফালা হয়ে গেছি চৌচির হয়ে গেছি
আমি জানি দিনশেষে তোমরা আমার নাচই নাচো
আমাকে ধমকে দিয়েছে ওরা
কষ্টে আমি দাঁড়াতে পারছিলাম না
অভিমান আর লজ্জা ঝেকে আসছিলো আমার দিকে
আমার পায়ের তলার মাটি সরে গিয়েছিলো
আমি যেনো বাতাস হয়ে বাতাসে ভাসছিলাম
তুমি তোমাকে সুন্দর লাগছিলো আর ভালোও লাগছিলো
একটিবারও তাকালে না কিছু বললে না
তুমি নাচতেছিলে শুধু নাচতেছিলে
আমি বহুকাল আগে অনেকাল আগে- খ্রিষ্টপূর্বাব্দে
অবহেলার মত ফালি ফালি হতাম আর কষ্টে কষ্টে
বাতাসে ভাসতাম
তাই আমি শিশুর মত তোমাদের নগরে গিয়েছিলাম
বিষ্ময়ভরা চোখ নিয়ে
আমার আর কোথাও যাবার নেই বলে
তোমাদের সুন্দর লাগছিলো ভালোও লাগছিলো
তাকালে না আর কিছু বললেও না
শুধু নাচ লে ....
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৫
রাজীব নুর বলেছেন: কবিতায় ধার নেই, তেজ নেই।