![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুরবানী
দুপুরেতে হাঁটে যাই ছাতা দিয়ে মাথাতে
মনে ভয় যদি পথে ধরে মোরে ডাকাতে
দিনকাল ভালো নয় আশেপাশে ঢাকাতে
বাবা,আমি,ছোট ভাই ব্যস্ত, গরু দেখাতে
বাবা দেখো, লাল গরু শিং আছে মাথাতে
ছোট ভাই বলে ওঠে মিষ্টিমুখের কথাতে
বাবা বলেন, দাম বেশী মিলবেনা টাকাতে
ভাই বলে,হাবুর বাবা চাকুরীজীবী ঢাকাতে
তাদের নেই টাকা কম দাম বেশী হাঁকাতে
এইতো কাল আনলো গরু বড় বড় ট্রাকেতে
বাবা তুমি এমন কেন দাওনা বড় কিনিতে
সোনা,আমি এমনই,সৎভাবে চাই বাঁচিতে
হাবুর বাবা খায় ঘুষ, অভাব নাই টাকাতে
তাই ওদের অনেক গাড়ি, দশ বাড়ি ঢাকাতে
চার চারটে গরু কিনেও হাসি নেই মুখেতে
কুরবানী সফল হবে আল্লাহ্ তা’আলার খুশীতে
চল তবে কিনি গরু বিশ্বাস করে এই বাণীতে
হঠাৎই আমার ভাইয়ের চোখ ছলছল পানিতে।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৪
তোমার কবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৭
বিলিয়ার রহমান বলেছেন: ভালো লিখেছেন।