নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তন্দ্রাবিলাসে আপনাদের স্বাগতম

তন্দ্রা বিলাস

আমি একজন কৃষকের ছেলে, এই হাতে হাল চালাই, এই হাতেই কলম চালাই আবার এই হাতেই কীবোর্ড চালাই। সবকিছুই করার প্রচেষ্টা আমার মধ্যে রয়েছে।

তন্দ্রা বিলাস › বিস্তারিত পোস্টঃ

গ্রামীণফোনের লুলিয় বিলবোর্ড!!!

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৪

কি লুল খুঁজতে আইছেন? আমি খুইজা দিবার পারুম না খুইজা লন!

.

.

.

.

.

.

.



লুক অ্যাট দা 'ব'।

আরও লন...



গ্রামীণফোনের অ্যাড বুঝলাম কিন্তু মাইয়াগো এত সিনা টান করার দরকার কি?



বাচচাডারে একটু শান্তি দে যে ভাবে ঘুরাচ্ছস হাতটা ছিঁড়া যাইতে পারে...







ব্লগে যে ক্যাচাল চলতাছে কবে যে শেষ হবে? আমগো মত সাধারন ব্লগাররা একটু শান্তিতে ব্লগে ঘুরাফিরা করবে? আসেন আমরা ক্যাচাল মুক্ত ব্লগ গড়ে তুলি।

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৩

মো:ফয়সাল আবেদিন বলেছেন: ভাল কথা কইচুন ।

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৪

তন্দ্রা বিলাস বলেছেন: আর ভালা কথা কইতাম চাই না। ;) ;) ;)

২| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২০

এস বাসার বলেছেন: LoL

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০০

তন্দ্রা বিলাস বলেছেন: লোল!! ;) ;) ;)

৩| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৫

সাদা মনের মানুষ বলেছেন: মাত্র একটা ? আমি তো ভাবছিলাম অনেকগুলো পাবো । তাই খুশিতে ক্লিক মার্ছিলাম ;)

১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২০

তন্দ্রা বিলাস বলেছেন: এই লন আপনের জন্য আপডেট কইরা দিনু।

৪| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৭

আমিনুর রহমান বলেছেন:

:P

১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১১

তন্দ্রা বিলাস বলেছেন:
কেমন আছেন আমিনুর ভাই?

৫| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৭

মরণের আগে বলেছেন: চল বহুদূর " সোজা জাহান্নামে"

এই ধরনের বিলবোর্ড এর জন্য তীব্র পতিবাদ করছি ।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৭

তন্দ্রা বিলাস বলেছেন: এর জন্য তীব্র পতিবাদ করছি।

৬| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৪

বিজয় বেষ্ট বলেছেন: লুলটা :P :P কম হইয়া গেলো না?

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪০

তন্দ্রা বিলাস বলেছেন: কি করমু কন? আমি লুল আর পাইলাম না।

৭| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩২

রাতুল_শাহ বলেছেন: ভাই সৈকতের বোন কোথায় গেল?

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৩

তন্দ্রা বিলাস বলেছেন: উনি বিচে চইলা গেছেন! :P :P

৮| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৭

আমিনুর রহমান বলেছেন:

ভালো আছি ...

তুমি কেমন আছেন ???

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৫

তন্দ্রা বিলাস বলেছেন: আমিও ভাল আছি।

প্রথমটাই ঠিক ছিল।

৯| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৫

আহলান বলেছেন: ওহহ ... ছোটদের পোষ্ট

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৫

তন্দ্রা বিলাস বলেছেন: কি করমু কন আমি তো ছোট মানুষ। ;) ;) :P

১০| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫০

তামিম ইবনে আমান বলেছেন: এত স্লিম মেয়েও বাংলাদেশে আছে? সব তো ফ্যাটী ;)

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৮

তন্দ্রা বিলাস বলেছেন: কি কন আছে না! চল বহুদুর!!! যাইতে যাইতে স্লিম হইয়া গেছে! ;) ;) ;)

১১| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৪

লিন্‌কিন পার্ক বলেছেন:

লুলের কিছু পাইলাম নাহ !

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৬

তন্দ্রা বিলাস বলেছেন: :(( :(( :(( :(( :((

১২| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২১

মুশাসি বলেছেন: ক্যাচাল থেকে চলো বহুদূর :P

২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৪

তন্দ্রা বিলাস বলেছেন: ক্যাচাল থেকে চলো বহুদূর। ঠিক কইছেন।

১৩| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


"চলো বহু দূর"-- এর দ্বারা তারা কি বুঝাতে চায়?????????

আরেক খানা আছে--- আমিই দেশ প্রেমিক।


হায় রে দেশ!


২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৫

তন্দ্রা বিলাস বলেছেন: দেশ প্রেমিক কাঁচি নিয়ে ঘুরে আর ঘ্যাচাং কইরা সবাইরে কাইটা ফালায়। ;) ;) ;)

১৪| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৩

অচিন.... বলেছেন: :|

২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৪

তন্দ্রা বিলাস বলেছেন: :) :) :) :)

১৫| ১১ ই জুন, ২০১৩ রাত ১১:৩৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: লুল

১২ ই জুন, ২০১৩ রাত ৮:৫২

তন্দ্রা বিলাস বলেছেন: :) :) :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.