|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 তন্দ্রা বিলাস
তন্দ্রা বিলাস
	আমি একজন কৃষকের ছেলে, এই হাতে হাল চালাই, এই হাতেই কলম চালাই আবার এই হাতেই কীবোর্ড চালাই। সবকিছুই করার প্রচেষ্টা আমার মধ্যে রয়েছে।
মানুষ হিসাবে আমি খুব একটা অলস না হলেও লেখালেখির ব্যপারে আমি চূড়ান্ত পর্যায়ের আসলে। কত চিন্তাভাবনা যে মাথার প্রতিটি সেলে সেলে রয়েছে তার ইয়াত্তা নেই। কিন্তু লিখতে ইচ্ছে করেনা। এই গল্পটা   আমি লিখেছিলাম অন্তত ১০ দিন ধরে। চিন্তা করেন যদি এক পেজের একটা গল্প লিখতে আমার এত সময় লাগে তাহলে এক বছরে কয়টা পোস্ট দিতে পারব। ধুর! ইতিহাস বর্ণনা করি এখন।
সামুকে কিভাবে চিনলামঃ মোজাহিদুল ইসলাম ঢেও এর “ইন্টারনেটে ঘরে বসে আয়” নামের একটি বই এক ছোট ভাইয়ের   কাছ থেকে নিয়ে এসে পড়তে শুরু করলাম আর সেখানে দেওয়া সকল সাইট ভ্রমন করতে লাগলাম। সেখানে অনলাইন ডায়রি নামের একটা অধ্যায় ছিল। সেখানে বাঁধ ভাঙ্গার আওয়াজ   সম্পর্কে একটা চ্যাপ্টার ছিল। তারপর রুটিন মত একদিন http://www.somewhereinblog.net (এত বড় URL লিখা বিরক্তকর) এ ঢুকলাম। একটা পোস্ট পড়লাম দুইটা পোস্ট পড়লাম ব্যস প্রেমে পড়ে গেলাম এই সাইটের। তারপর রেগুলার আসা যাওয়া শুরু করলাম। একদিন মনে হল আমিও তো কিছু একটা লিখতে পারি। তারপর নিজ নামে একটা নিক খুললাম। তখন কিছুই বুঝতে পারতাম না। শুধু পড়তাম। তারপর টাকার অভাবে অনেকদিন নেট কানেকশন থেকে বঞ্চিত ছিলাম। ভুলে গেলাম আমার নিকের ইউজারনেম এবং পাসওয়ার্ড । তারপর কি আর করা হয়ে গেলাম তন্দ্রাবিলাস।  
তন্দ্রা বিলাসঃ   আমি বরাবরই হুমায়ূন স্যারের ভক্ত কিন্তু মিসির আলির ভক্ত না। তাহলে আমার নিকের নাম তন্দ্রা বিলাস কেন? আমি নিক খুলতে চেয়েছিলাম বৃষ্টি বিলাস নামে কিন্তু রেজিস্ট্রেশনের সময় দেখি সেই নামটা রেজিস্টার্ড। তখন কি আর করা হয়ে গেলাম তন্দ্রাবিলাস (আসলে এই ব্যপারে আমার কোন বিলাসিতা নাই) ।
কবে খুললামঃ সেদিন ছিল ২৬ শে জুন, ২০১২ রেজিস্ট্রেশন শেষ হয় রাত ১১টার দিকে। প্রথম পোস্ট দিই রাত ১ টায়। 
প্রথম পোস্টঃ তখন ভুত এফ এম শুনতাম। রাসেলকে একটা ইমেইল করেছিলাম সেটায় এখানে দিয়েছিলাম। পোস্টটা ছিলঃ “আমার প্রথম ভৌতিক অভিজ্ঞতা” ।  
প্রথম মন্তব্য পাওয়া ও করাঃ সেই পোস্টে জেনারেল হবার আগেই মিলটন ভাই   কমেন্ট করেন ও প্লাস দেন। আমি প্রথম কমেন্ট করি ‘আমার রাজশাহী  ’ গ্রুপের একটা পোস্টে। 
জেনারেল ও সেইফ হওয়াঃ আবারো টাকার অভাবে যথারীতি নেট কানেকশান বন্ধ মাস তিনেক পর ব্লগে লগিন করে দেখি সবুজ বাতি জ্বলছে। সেফ হবার পর ‘ছোটগল্প 'চিঠি  ' নামের সুপার ফ্লপ পোস্ট। কিন্তু এই গল্পই পরে আবার দিয়েছিলাম একই নামে এখানে  , তখন হিট।
কি লিখলামঃ সব মিলে পোষ্ট করেছি ৩৭ টা(পুরা পরিসংখ্যান দিতে লজ্জা লাগছে, যার দরকার দেখে নিয়েন)। কয়েকটা গল্প লিখেছি। নিজের জীবনের কথাবার্তা নিয়ে “আত্নকথন  ” নামের একটা সিরিজ লিখতে শুরু করেছিলাম। মোট তিনটা পর্ব লিখতে পেরেছি। তারপর “প্রথম শ্রেণী হতে মাধ্যমিক পর্যন্ত পাঠ্য সকল ছড়া ও কবিতার সংকলন।”   নামের একটা সিরিজ লিখতে শুরু করলাম। এই সিরিজও আলসেমির জন্য শেষ হয়নি। এটার চারটা পর্ব পর্যন্ত লিখেছি। আর কিছু টেকি পোষ্ট লিখেছি। এই তো! শেষ! 
আর, কি করবঃ অনেক কিছু করব! অনেক! আমি সারাজীবন যেন এই প্লাটফর্মটির সাথে যুক্ত থাকতে পারি সে দোয়া করবেন সবাই।
নিজ সম্পর্কে কিছু বলিঃ আমি সজীব আহমেদ। থাকি রাজশাহীতে। বাড়ি গ্রামে। বাবা কৃষক। পড়াশোনা, প্রায়মারি ও এস এস সি গ্রামের স্কুলেই। এখন পড়ছি রাজশাহী পলিটেকনিক ইন্সটিটউটে ইলেকট্রনিক্স বিভাগ, এবং এখন ঢাকা প্রোকৌশল ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ে ইইই তে পড়ছি:-) 
শেষ কথাঃ আমকে কি কেও চিনেন? আমার ব্লগ কি কেও পড়েছেন? যে যে আমাকে চিনেন সে সে হাত তুলেন। আমার ব্লগে যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে পড়তে আসেন, ভাল লাগা জানান, মন্তব্য করেন কিংবা অধমের পোষ্ট প্রিয় তালিকার এক কোনায় ঠায় দেন তাদের সকলকে অন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা। 
ধুর! আজ আর লিখবনা! আইল্যা গেছি।
কি যেন বাকি থাকল........ ও মনে পড়েছে,
উৎসর্গঃ http://www.somewhereinblog.net এর সকল ব্লগার গণকে।
 ৭৮ টি
    	৭৮ টি    	 +১৪/-০
    	+১৪/-০  ২৭ শে জুন, ২০১৩  রাত ১১:০৩
২৭ শে জুন, ২০১৩  রাত ১১:০৩
তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ বর্ষণ। 
দিব, দিব!
২|  ২৭ শে জুন, ২০১৩  রাত ১০:৫৬
২৭ শে জুন, ২০১৩  রাত ১০:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন পোস্টে +
  ২৭ শে জুন, ২০১৩  রাত ১১:০৮
২৭ শে জুন, ২০১৩  রাত ১১:০৮
তন্দ্রা বিলাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সেলিম ভাই। 
বুইড়া হইয়া গেলাম 
৩|  ২৭ শে জুন, ২০১৩  রাত ১১:০০
২৭ শে জুন, ২০১৩  রাত ১১:০০
মাসুম আহমদ ১৪ বলেছেন: অভিনন্দন
  ২৭ শে জুন, ২০১৩  রাত ১১:১৩
২৭ শে জুন, ২০১৩  রাত ১১:১৩
তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই।
৪|  ২৭ শে জুন, ২০১৩  রাত ১১:০২
২৭ শে জুন, ২০১৩  রাত ১১:০২
মায়াবী ছায়া বলেছেন: শুভ জন্মদিন তন্দ্রা বিলাস ।।
  ২৮ শে জুন, ২০১৩  রাত ১২:১৩
২৮ শে জুন, ২০১৩  রাত ১২:১৩
তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়া। 
আমার ব্লগে স্বাগতম।
৫|  ২৭ শে জুন, ২০১৩  রাত ১১:০৫
২৭ শে জুন, ২০১৩  রাত ১১:০৫
কালোপরী বলেছেন: অভিনন্দন
  ২৮ শে জুন, ২০১৩  রাত ৮:৩০
২৮ শে জুন, ২০১৩  রাত ৮:৩০
তন্দ্রা বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ পরীপু। 
ভাল থাকবেন।
৬|  ২৭ শে জুন, ২০১৩  রাত ১১:৩৭
২৭ শে জুন, ২০১৩  রাত ১১:৩৭
আর.হক বলেছেন: অভিনন্দন।
  ২৮ শে জুন, ২০১৩  রাত ৮:৩২
২৮ শে জুন, ২০১৩  রাত ৮:৩২
তন্দ্রা বিলাস বলেছেন: আপনার অভিনন্দন গৃহীত হোল।
ধন্যবাদ।
৭|  ২৭ শে জুন, ২০১৩  রাত ১১:৪০
২৭ শে জুন, ২০১৩  রাত ১১:৪০
খেয়া ঘাট বলেছেন: আপনাকে অভিনন্দন।
  ২৮ শে জুন, ২০১৩  রাত ৮:৪১
২৮ শে জুন, ২০১৩  রাত ৮:৪১
তন্দ্রা বিলাস বলেছেন: অনেক অনেক থ্যাঙ্কস।
ভাল থাকবেন সবসময়।
৮|  ২৭ শে জুন, ২০১৩  রাত ১১:৫০
২৭ শে জুন, ২০১৩  রাত ১১:৫০
সোহাগ সকাল বলেছেন: শুভ বর্ষপূর্তি তন্দ্রা!
  ২৮ শে জুন, ২০১৩  রাত ৮:৫০
২৮ শে জুন, ২০১৩  রাত ৮:৫০
তন্দ্রা বিলাস বলেছেন:  
  
  
  
  
 
৯|  ২৮ শে জুন, ২০১৩  রাত ১২:২৬
২৮ শে জুন, ২০১৩  রাত ১২:২৬
সপ্নাতুর আহসান বলেছেন: অভিনন্দন।
  ২৮ শে জুন, ২০১৩  রাত ৮:৫৭
২৮ শে জুন, ২০১৩  রাত ৮:৫৭
তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ আহসান ভাই।
১০|  ২৮ শে জুন, ২০১৩  রাত ১২:৩৯
২৮ শে জুন, ২০১৩  রাত ১২:৩৯
 আমিনুর রহমান বলেছেন: 
প্রিয় ব্লগারের বর্ষপুর্তি'র পোষ্টে ভালো লাগা এবং বর্ষপুর্তি'র অনেক অনেক শুভ কামনা ও অভিনন্দন।
  ২৮ শে জুন, ২০১৩  রাত ৯:০০
২৮ শে জুন, ২০১৩  রাত ৯:০০
তন্দ্রা বিলাস বলেছেন: প্রিয় ব্লগারের মন্তব্যে আমার বর্ষপূর্তি সফল হল। অনেক ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা রইল।
১১|  ২৮ শে জুন, ২০১৩  দুপুর ১২:১১
২৮ শে জুন, ২০১৩  দুপুর ১২:১১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: শুভেচ্ছা এবং অভিনন্দন! আপনার ব্লগজন্মদিনের পার্টি কই?
  ২৮ শে জুন, ২০১৩  রাত ৯:১২
২৮ শে জুন, ২০১৩  রাত ৯:১২
তন্দ্রা বিলাস বলেছেন: আপানার জন্য অনেক শুভকামনা আশা করি সাথে থাকবেন।
পার্টি কি? 
১২|  ২৮ শে জুন, ২০১৩  দুপুর ১২:৩২
২৮ শে জুন, ২০১৩  দুপুর ১২:৩২
*কুনোব্যাঙ* বলেছেন: বর্ষপুর্তির শুভেচ্ছা। দীর্ঘ থেকে দীর্ঘতর হোক আপনার ব্লগীয় পথচলা 
  ২৮ শে জুন, ২০১৩  রাত ৯:২৭
২৮ শে জুন, ২০১৩  রাত ৯:২৭
তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ। আপনার কমেন্টে আরো উৎসাহিত হলাম।
১৩|  ২৮ শে জুন, ২০১৩  দুপুর ১:৪৪
২৮ শে জুন, ২০১৩  দুপুর ১:৪৪
ইউসুফ আলী রিংকূ বলেছেন: বর্ষপুর্তির শুভেচ্ছা রইলো 
অনেক কিছু বলার ছিল সময় নাই   
 
  ২৮ শে জুন, ২০১৩  রাত ৯:৪১
২৮ শে জুন, ২০১৩  রাত ৯:৪১
তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ রিঙ্কু ভাই। 
সময়ের বড় অভাব! 
কেমন আছেন?
১৪|  ২৮ শে জুন, ২০১৩  দুপুর ১:৫৯
২৮ শে জুন, ২০১৩  দুপুর ১:৫৯
ৎঁৎঁৎঁ বলেছেন: শুভ বর্ষপূর্তি! 
পার্টি দেন, পার্টি চাই!   
   
   
   
 
হ্যাপী ব্লগিং! 
  ২৮ শে জুন, ২০১৩  রাত ১০:০০
২৮ শে জুন, ২০১৩  রাত ১০:০০
তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ। আপনার নিকের উচ্চরন কেমন হবে? 
পারটি কি? খায় না মাথায় দেয়?  
  
 
আবারো ধন্যবাদ ও শুভকামনা।
১৫|  ২৮ শে জুন, ২০১৩  দুপুর ২:৪৯
২৮ শে জুন, ২০১৩  দুপুর ২:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন: 
জন্মদিনে কি আর দেব আপনাকে উপহার বাংলায় নেন ভালোবাসা ইংরেজিতে শুভ ব্লগিং   
 
  ২৮ শে জুন, ২০১৩  রাত ১০:২০
২৮ শে জুন, ২০১৩  রাত ১০:২০
তন্দ্রা বিলাস বলেছেন: সুন্দর কমেন্টের জন্য অনেক ধন্যবাদ প্রিয় কান্ডারী ভাই। আপনারা পাশে আছেন বলেই আজ আমি এতদূর এসেছি।
১৬|  ২৮ শে জুন, ২০১৩  বিকাল ৩:১৭
২৮ শে জুন, ২০১৩  বিকাল ৩:১৭
শ্রাবণ জল বলেছেন: শুভেচ্ছা।
  ২৮ শে জুন, ২০১৩  রাত ১০:২৬
২৮ শে জুন, ২০১৩  রাত ১০:২৬
তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়।
১৭|  ২৮ শে জুন, ২০১৩  বিকাল ৪:২৮
২৮ শে জুন, ২০১৩  বিকাল ৪:২৮
মামুন রশিদ বলেছেন: শুভ বর্ষপূর্তি   
 
  ২৮ শে জুন, ২০১৩  রাত ১০:৪৬
২৮ শে জুন, ২০১৩  রাত ১০:৪৬
তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ মামুন সাহেব। শুভকামনা থাকবে সবসময়।
১৮|  ২৮ শে জুন, ২০১৩  বিকাল ৪:৩৯
২৮ শে জুন, ২০১৩  বিকাল ৪:৩৯
মাক্স বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা   
   
   
 
  ২৮ শে জুন, ২০১৩  রাত ১১:০৮
২৮ শে জুন, ২০১৩  রাত ১১:০৮
তন্দ্রা বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। আশাকরি সাথে থাকব ও থাকবেন।
১৯|  ২৮ শে জুন, ২০১৩  বিকাল ৪:৫৬
২৮ শে জুন, ২০১৩  বিকাল ৪:৫৬
শহুরে আগন্তুক বলেছেন: শুভ জন্মদিন :!>
  ২৮ শে জুন, ২০১৩  রাত ১১:৪৮
২৮ শে জুন, ২০১৩  রাত ১১:৪৮
তন্দ্রা বিলাস বলেছেন:  
  
  
  
 
২০|  ২৮ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:২২
২৮ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:২২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে।
  ২৯ শে জুন, ২০১৩  রাত ১২:৪৩
২৯ শে জুন, ২০১৩  রাত ১২:৪৩
তন্দ্রা বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ আপু। আমার ব্লগে স্বাগতম।
২১|  ২৮ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:২২
২৮ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:২২
শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রইল  
 
  ২৯ শে জুন, ২০১৩  সকাল ৯:০৭
২৯ শে জুন, ২০১৩  সকাল ৯:০৭
তন্দ্রা বিলাস বলেছেন: থ্যাঙ্কস।
২২|  ২৮ শে জুন, ২০১৩  রাত ৮:৪৩
২৮ শে জুন, ২০১৩  রাত ৮:৪৩
হাসান মাহবুব বলেছেন: শুভ হোক পথ চলা। শুভেচ্ছা।
  ২৯ শে জুন, ২০১৩  সকাল ৯:৪৩
২৯ শে জুন, ২০১৩  সকাল ৯:৪৩
তন্দ্রা বিলাস বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আশাকরি সাথে থাকব ও থাকবেন।
২৩|  ২৮ শে জুন, ২০১৩  রাত ৮:৪৭
২৮ শে জুন, ২০১৩  রাত ৮:৪৭
বোকামন বলেছেন: 
শুভেচ্ছা রইলো :-) ভালো থাকবেন !
  ২৯ শে জুন, ২০১৩  সকাল ৯:৫৮
২৯ শে জুন, ২০১৩  সকাল ৯:৫৮
তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ বোকামন। ভালো থাকবেন !
২৪|  ২৮ শে জুন, ২০১৩  রাত ৯:৪৩
২৮ শে জুন, ২০১৩  রাত ৯:৪৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল। 
ভালো থাকুন।
  ২৯ শে জুন, ২০১৩  সকাল ১০:৪২
২৯ শে জুন, ২০১৩  সকাল ১০:৪২
তন্দ্রা বিলাস বলেছেন: প্রিয় ব্লগারের মন্তব্যে আমার বর্ষপূর্তির পোষ্ট সফল হল। অনেক ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা রইল।
২৫|  ২৮ শে জুন, ২০১৩  রাত ৯:৪৬
২৮ শে জুন, ২০১৩  রাত ৯:৪৬
জানা বলেছেন: 
শুভ কামনা রইলো। দায়িত্বশীলতা আর ভালবাসার অপূর্ব মিশ্রণ ঘুটক আপনার সকল কাজে। সফল হোন।
  ২৯ শে জুন, ২০১৩  দুপুর ২:২৩
২৯ শে জুন, ২০১৩  দুপুর ২:২৩
তন্দ্রা বিলাস বলেছেন: আপু আপনাকে অনেক ধন্যবাদ। আমার মত একজন ক্ষুদ্র ব্লগারের ব্লগে আসার জন্য ও মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন। আমি কল্পনাও করিনি যে আপনি কখনও আমার ব্লগে আসবেন। 
অনেক অনেক অনেক উৎসাহিত হলাম। 
ধন্যবাদ ভাল থাকবেন সবসময়। 
২৬|  ২৮ শে জুন, ২০১৩  রাত ৯:৫১
২৮ শে জুন, ২০১৩  রাত ৯:৫১
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা আর অভিনন্দন !
  ২৯ শে জুন, ২০১৩  রাত ১০:০৯
২৯ শে জুন, ২০১৩  রাত ১০:০৯
তন্দ্রা বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ সপ্নবাজ। ভাল থাকবেন সবসময়।
২৭|  ২৯ শে জুন, ২০১৩  রাত ১:০৪
২৯ শে জুন, ২০১৩  রাত ১:০৪
বটবৃক্ষ~ বলেছেন: শুভ জন্মদিন!!  
 
আপনার ব্লগ ইতিহাস জেনে ভালোলাগলো!! 
  ২৯ শে জুন, ২০১৩  রাত ১১:০৪
২৯ শে জুন, ২০১৩  রাত ১১:০৪
তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ আপু। 
আমি জানাতে পেরে আনন্দিত।
২৮|  ২৯ শে জুন, ২০১৩  রাত ১:০৮
২৯ শে জুন, ২০১৩  রাত ১:০৮
রেজোওয়ানা বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা!
  ২৯ শে জুন, ২০১৩  রাত ১১:১৬
২৯ শে জুন, ২০১৩  রাত ১১:১৬
তন্দ্রা বিলাস বলেছেন: আপনাদের মত অভিজ্ঞ ব্লগারদের মন্তব্যে আমার ব্লগ জীবন সার্থক হল।
২৯|  ২৯ শে জুন, ২০১৩  রাত ১:১৮
২৯ শে জুন, ২০১৩  রাত ১:১৮
রবিন মিলফোর্ড বলেছেন: 
বর্ষপূর্তির অভিনন্দন ও শুভেচ্ছা । 
  ০১ লা জুলাই, ২০১৩  দুপুর ১:১৪
০১ লা জুলাই, ২০১৩  দুপুর ১:১৪
তন্দ্রা বিলাস বলেছেন: সুপ্রিয় ব্লগার আপ্নাকেও অনেক ধন্যবাদ।
৩০|  ২৯ শে জুন, ২০১৩  সকাল ১০:০০
২৯ শে জুন, ২০১৩  সকাল ১০:০০
জর্জিস বলেছেন: শুভেচ্ছা
  ০২ রা জুলাই, ২০১৩  দুপুর ২:২৭
০২ রা জুলাই, ২০১৩  দুপুর ২:২৭
তন্দ্রা বিলাস বলেছেন: থ্যাঙ্কস।
৩১|  ২৯ শে জুন, ২০১৩  রাত ১০:১৩
২৯ শে জুন, ২০১৩  রাত ১০:১৩
~মাইনাচ~ বলেছেন: শুভ বর্ষপূর্তি
সামুতে সামনের পথচলা হোক সুন্দর 
  ০২ রা জুলাই, ২০১৩  দুপুর ২:৪৩
০২ রা জুলাই, ২০১৩  দুপুর ২:৪৩
তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়।
৩২|  ৩০ শে জুন, ২০১৩  দুপুর ১২:২৮
৩০ শে জুন, ২০১৩  দুপুর ১২:২৮
আমি তুমি আমরা বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন  
 
  ০২ রা জুলাই, ২০১৩  বিকাল ৩:১৬
০২ রা জুলাই, ২০১৩  বিকাল ৩:১৬
তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। আমার ব্লগে আসা ও মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
.
৩৩|  ০২ রা জুলাই, ২০১৩  দুপুর ২:৩৫
০২ রা জুলাই, ২০১৩  দুপুর ২:৩৫
এসএমফারুক৮৮ বলেছেন: শুভ জন্মদিন
  ০২ রা জুলাই, ২০১৩  রাত ৮:১৪
০২ রা জুলাই, ২০১৩  রাত ৮:১৪
তন্দ্রা বিলাস বলেছেন: থ্যাঙ্কস।
৩৪|  ০২ রা জুলাই, ২০১৩  রাত ৮:১৯
০২ রা জুলাই, ২০১৩  রাত ৮:১৯
রোজেল০০৭ বলেছেন:  শুভেচ্ছা রাশি রাশি,
 সামু ব্লগে থাকব সবাই পাশা পাশি।
 ভালো থাকুন সবসময়।
  ০২ রা জুলাই, ২০১৩  রাত ৮:৫৩
০২ রা জুলাই, ২০১৩  রাত ৮:৫৩
তন্দ্রা বিলাস বলেছেন: শুভেচ্ছা রাশি রাশি,
সামু ব্লগে থাকব সবাই পাশা পাশি,
এক কথা এক দাবী।
ধন্যবাদ।
৩৫|  ০২ রা জুলাই, ২০১৩  রাত ৮:২৬
০২ রা জুলাই, ২০১৩  রাত ৮:২৬
তুষার আহাসান বলেছেন: শুভ হোক পথ চলা।
  ০৫ ই জুলাই, ২০১৩  রাত ১২:২৯
০৫ ই জুলাই, ২০১৩  রাত ১২:২৯
তন্দ্রা বিলাস বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ।
৩৬|  ০৭ ই জুলাই, ২০১৩  রাত ১০:০৭
০৭ ই জুলাই, ২০১৩  রাত ১০:০৭
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল দিন আসুক 
বয়ে যায় সময় 
বেশ ভাল থাকেন 
আনন্দে সবসময় 
  ০৮ ই জুলাই, ২০১৩  রাত ৮:৩৯
০৮ ই জুলাই, ২০১৩  রাত ৮:৩৯
তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু।
৩৭|  ০৭ ই জুলাই, ২০১৩  রাত ১০:১২
০৭ ই জুলাই, ২০১৩  রাত ১০:১২
সকাল রয়  বলেছেন: 
নিজেকে যে এভাবে ভাঙতে পারে সেই তো ভালো।
খুব ভালো লাগলো আপনার ব্লগ।  
  ০৯ ই জুলাই, ২০১৩  সকাল ১০:৪১
০৯ ই জুলাই, ২০১৩  সকাল ১০:৪১
তন্দ্রা বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকবেন সবসময়।
৩৮|  ০৯ ই জুলাই, ২০১৩  দুপুর ১২:২০
০৯ ই জুলাই, ২০১৩  দুপুর ১২:২০
অদৃশ্য বলেছেন: 
ব্লগ জগতের ১ম বর্ষপূর্তির শুভেচ্ছা ও অভিনন্দন রইলো...
আপনার মতো হুমায়ূন আহমেদ আমারো অনেক প্রিয় একজন লেখক... তাকে নিয়ে আমার একটি লিখাও আছে ''নুহাশের বনে''...
আপনার প্রানবন্ত লিখাটি খুবই ভালো লেগেছে আমার... আপনি লিখতে থাকুন, লিখতে লিখতেই ঠিক করে নিন কোন লিখাটি আপনার পছন্দের বা কোন টাইপের লিখা লিখতে আপনার ভালো লাগে... সেটাই করতে থাকুন নিয়মিত... 
আশাকরি সামনে আপনার আরো লিখা পড়বার সুযোগ হবে...
ব্লগিং শুভ ও সুন্দর হোক
শুভকামনা...
  ০৯ ই জুলাই, ২০১৩  রাত ৮:৫৬
০৯ ই জুলাই, ২০১৩  রাত ৮:৫৬
তন্দ্রা বিলাস বলেছেন: সুপ্রিয় কবি আমার ব্লগে আপনাকে স্বাগতম। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্যও অশেষ শুভকামনা।
৩৯|  ১১ ই জুলাই, ২০১৩  দুপুর ২:৪৯
১১ ই জুলাই, ২০১৩  দুপুর ২:৪৯
জাতির মামু বলেছেন: ভালো।
  ১১ ই জুলাই, ২০১৩  রাত ১১:২৮
১১ ই জুলাই, ২০১৩  রাত ১১:২৮
তন্দ্রা বিলাস বলেছেন: কি ভালো এইডা তো কইলা না?
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০১৩  রাত ১০:৫২
২৭ শে জুন, ২০১৩  রাত ১০:৫২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: পার্টি দেন.......................... 
   
   
  