নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah
ফ্ল্যাট ক্রয়ের পূর্বে যে সব বিষয়ে ক্রেতার সচেতন থাকা উচিত নিন্মে তা তুলে ধরা হল :
ক) বুকিং কিংবা প্রথম ডাউন পেমেন্ট দেওয়ার পূর্বে ভবন নির্মানাধীন জমির দলিল দেখে নিতে হবে,
খ) ডেভেলোপার কোম্পানীর অনুমোদনের সকল কাগজ পএ যাচাই করে নিতে হবে,
গ) আর্কিটেকচারাল, স্টাকচারাল, ইলেকট্রিক্যাল ও স্যানিটারী ডিজাইন সম্পর্কে ধারনা নিন,
ঘ) রাজউক কর্তৃক অনুমোদিত DIT প্ল্যানের কপি দেখে নিন, প্রয়োজনে রাজউক থেকে তথ্য নিতে পারেন,
ঙ) কোম্পানীটি রিহ্যাবের সদস্য কিনা তা জেনে নিন, প্রয়োজনে রিহ্যাবের তথ্য কেন্দ্রে যোগাযোগ করে কোম্পানীটির সেবা সম্পর্কে জেনে নিন,
চ) ফ্ল্যাটের মূল আয়তন ও অতিরিক্ত কমিউনিটি (সিঁড়ি, ছাদ, ভয়েড, লিফট, বেসমেন্ট, সিকিউরিটি ও জেনারেটর রুম) আয়তন এবং ইউটিলিটি ও পার্কিং সুবিধা সম্পর্কে জেনে নিন,
ছ) ফ্ল্যাট বরাদ্দের সময় সীমা, করণীয় ও ফ্ল্যাটের দলিল বুঝে পাওয়া এবং ফ্ল্যাটে উঠা পর্যন্ত কোম্পানীর সকল নিয়ম ও শর্ত জেনে নিতে হবে,
জ) সকল কিস্তির টাকা পরিশোধের পূর্বে ফ্ল্যাট রেজিস্ট্রেশন দলিল ও এর খরচ সম্পর্কে জেনে নিন, প্রয়োজনে শেষ কিস্তির টাকা পরিশোধের পূর্বে ফ্ল্যাট রেজিস্ট্রেশনের দলিল চেয়ে নিতে হবে,
ঝ) কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হলে কোম্পানীর নির্দেশনা কি তা জেনে নিন, পরবর্তীতে কোনো প্রকার ঝামেলা হলে রিহ্যাবে অভিযোগ পএ জমা দেওয়া যায় এবং রিহ্যাব তা মীমাংসা করে দেয়,
ঞ) সকল ক্রেতাকে ফ্ল্যাট হস্তান্তরের পর ভবনের পরিচালনার দায়িত্ব কে (কোম্পানী বা ভবনের ফ্ল্যাট মালিক সমিতি) গ্রহন করবে প্রয়োজনে সে সম্পর্কে পূর্বেই জেনে নিতে পারেন,
ট) প্রয়োজনে কোম্পানীটির সর্বশেষ হস্তান্তর করা কোন ভবনের ফ্ল্যাটের মালিকের থেকে কোম্পানীটির সম্পর্কে জেনে নিতে পারেন,
ঠ) ফ্ল্যাটে উঠার পূর্বে ফ্ল্যাটের ডিজাইন নিজের মত করে পরিবর্তন করা, কিংবা বাইরের লোক দিয়ে ইন্টেরিয়র কাজ করা অথবা বিভীন্ন ইলেকট্রিক্যাল, স্যানিটারী বা টাইলস/মার্বেলের ফিটিংস ও ফিক্সার পরিবর্তন করার কোম্পানীর নিয়ম সম্পর্কে জেনে নিতে হবে।
-এম টি উল্যাহ
০১৭৩৩ ৫৯৪ ২৭০
০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৫
এম টি উল্লাহ বলেছেন: তাই আইনি পদক্ষেপ নেওয়া জরুরি
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৩
রাজীব নুর বলেছেন: ভালো পোষ্ট করেছেন।
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪০
অনল চৌধুরী বলেছেন: আমার বাড়ির নির্মাণ কাজ শুরু করার আগে নকশা দেখায়নি। পাশের একাট অবৈধ বাড়ির স্বার্থ রক্ষার জন্য অতিরিক্ত জায়গা ছেড়েছে।
তিনধাপে সিড়ি করে মাঝখানে অনেক ফাকা জায়গা রেখে স্থান এবং অর্থের বিরাট ক্ষতি করেছে।
এসবের প্রতিকার কি?
০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:০৫
এম টি উল্লাহ বলেছেন: আইনি প্রতিকার পেতে কল দিন
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:৩৫
অনল চৌধুরী বলেছেন: প্রয় সব ডেভেলপারই ঝামেলা করে।
কথা ঠিক রাখে না।
জমি পাওয়ার পর মালিকের চেয়ে নিজের স্বার্থ বেশী দেখে।