![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপন্যাস অসমাপ্ত জবানবন্দী, নিরু, গায়েবি শৃঙ্খল, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’ ও ‘একাত্তরের অবুঝ বালক’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah
জাতীয় ঐকমত্য কমিশন ‘জুলাই জাতীয় সনদ-২০২৫ এর যে চুড়ান্ত ভাষ্য প্রকাশ করা হয়েছে তাতে দুর্নীতি দমন কমিশন আইন,২০০৪ এর ৩২ক ধারাটি বিলুপ্ত করার কথা বলা হয়েছে। তাহলে দুর্নীতি দমন কমিশন আইন,২০০৪ এর ৩২ক ধারাটি দেখা যাক:
“ ৩২ক। এই আইনের অধীন জজ, ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে ফৌজদারী কার্যবিধির ধারা ১৯৭ এর বিধান আবশ্যিকভাবে প্রতিপালন করিতে হইবে। ”
তার মানে জুলাই সনদ বাস্তবায়ন হলে জজ, ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে আবশ্যিকভাবে সরকারের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে না (ফৌজদারী কার্যবিধির ধারা ১৯৭ অনুযায়ী, কোনো জজ, ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মকর্তা তাদের দাপ্তরিক দায়িত্ব পালনের সময় কোনো অপরাধ করলে, সরকার থেকে অনুমতি বা অনুমোদন ছাড়া আদালত তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করতে পারে না)
আশাকরি এর মধ্য দিয়ে সরকারি চাকুরীজীবীদের দুর্নীতি সহনীয় পর্যায়ে চলে আসবে এবং দুদকও ক্ষমতার অপব্যবহার করবে না!
-মোহাম্মদ তরিক উল্যাহ
অ্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট
০১৭৩৩৫৯৪২৭০ ( কল করার পূর্বে হোয়াটস্অ্যাপে ম্যাসেজ দিন)
লেখক- আইন বিষয়ক উপন্যাস 'নিরু, 'অসমাপ্ত জবানবন্দী' এবং 'গায়েবি শৃঙ্খল'; মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস 'মায়ের মুখে মুক্তিযুদ্ধ' এবং 'একাত্তরের অবুঝ বালক' । এপার বাংলার আইন বিষয় উপন্যােসের পথিকৃত।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৫
মাথা পাগলা বলেছেন: খাতায় কলমে ভালো পদক্ষেপ মনে হলেও মূলত রাজনৈতিক অপব্যবহার করা হবে। বাংলাদেশে কথায় কথায় এমনিতেই মিথ্যা মামলা দেওয়া হয়। ৩২ক ধারা উঠলে, বাংলাদেশে মিথ্যা মামলার সংস্কৃতি এবং ফ্যাসিস্ট কার্যক্রম ব্যাপক হারে বাড়বে।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৮
বিজন রয় বলেছেন: হা হা হা ................
এপার বাংলার................ হা হা হা .......
......... সনদ........... হা হা