![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনলাইন গণমাধ্যমে পেশাদারিত্ব প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নিয়ে বিজয়ের মাসে আসছে নতুন বার্তা। আগামী ১ ডিসেম্বর থেকে natunbarta.com ছাড়াও natunbarta.net, .org, .info অ্যাড্রেস থেকেও টাটকা খবর পড়তে পারবেন অনলাইন পাঠক। খবর মিলবে মুঠোফোন থেকেও।
সবার আগে ঘরে-বাইরের সব ধরনের মেদহীন খবর থাকছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমদ সম্পাদিত নতুন বার্তা.কম নিউজ পোর্টালটিত। ইতোমধ্যেই ওয়েবসাইট তৈরির কাজ শেষ হয়েছে। তবে পাঠকদের জন্য উন্মুক্ত করা হয়নি। পত্রিকাটির ডিজাইন, লে-আউট, পেজমেকআপ ও গেটআপ সবকিছুতেই নতুনত্ব থাকছে বলে জানাগেছে।
সূত্র মতে, খুব অল্প সময়ে দেশে আলোড়ন সৃষ্টি করা বার্তা২৪ডটনেটের প্রায় সব স্টাফ সরদার ফরিদ আহমদের নেতৃত্বে নতুনবার্তা.কমে যোগ দিচ্ছেন। তবে লোকবল আরও বাড়ানো হবে। ইতোমধ্যেই নতুন করে বার্তা সম্পাদক, প্রধান প্রতিবেদক ও দুইজন যুগ্ম বার্তা সম্পাদক নিয়োগ দেওয়া হয়েছে।
১ নভেম্বর থেকে ঘরোয়া ভাবে শুরু হয়েছে খবর পরিবেশন কাজ। ১৫ নভেম্বর পর্যন্ত অ্যাডমিন লেবেলে কাজ চলবে। পরবর্তী ১৫দিন পরীক্ষামূলক এবং ডিসেম্বর মাসে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করবে।
অনলাইন গণমাধ্যমে প্রথমবারের মতো 'মিডিয়া' ও 'পরিবেশ' এর মতো বিভাগ চালু করে খুব অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করে বার্তা২৪। এবার সাবেক সব বিভাগ ছাড়াও আরও কয়েকটি নতুন বিভাগ চালু করে প্রকাশ পেতে যাচ্ছে নতুন বার্তা। অনলাইন গণমাধ্যমে অভিনব কনটেন্ট সংযোজনে পথিকৃত সাংবাদিক নেতা সরদার ফরিদ অতীতের মতোই সংবাদ পরিবেশনে জাতীয় স্বার্থে পক্ষপাতিত্ব করারা প্রত্যয় ব্যক্ত করেছেন। বলেছেন, কোনো ধরনের ভন্ডামিতে নাম লেখাতে চাই না। যা ঘটে, খবর হবে তা-ই। রঙ চড়ানো হবে না।
©somewhere in net ltd.