নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মস্তিষ্কের সাথে বসবাস

মুহাম্মদ তৌকির হোসেন

গভীর রাতের বুকচিরে ওঠা অদূরের ক্ষীপ্র তেজের থেকে থেকে ভেসে ওঠা আওয়াজে একটা কথাই আমার অন্তরে প্রতিধ্বনি তোলে, আমি আছি, এখানেই আছি। সামনের বইগুলো আমাকে বলতে থাকে, তুমি আছ, সত্যিই আছ, ঘুমিয়ে পড়তে পড়তে আজানের দীর্ঘায়িত স্বর বলতে থাকে, তুমি শুনছো, সত্যিই শুনছ। মেয়ে, তুমি তিনটি শব্দ বলতে থাকবে, আমি পালাতে থাকব। বুঝে নাও আমাকে।

মুহাম্মদ তৌকির হোসেন › বিস্তারিত পোস্টঃ

ধুলোবালির সান্ত্বনা

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮



রাস্তাবন্ধ হাত দুটো চেপে ধরলে তুমি হঠাৎ
শুনতে পাচ্ছো পেছন থেকে শ্বাপদের নখরের আভা?
আমি একমনে তার কদম চোখে নিবদ্ধ আঙ্গিকে
বললাম, না! পাচ্ছি নাতো! দেখছি তোমার দিকে-
শুনতে পাচ্ছি তোমার কোটরগত অন্তর একমনে
কাকে যেন ডাকছে?
যাকে ছাড়া আজ এই ধুলোবালিগুলোতে তোমার পা পড়ত না,
কিংবা ভালোবাসা নামের আবেগ তোমাকে শরবিদ্ধ করতো না!

আর কিছু শুনছো না তুমি?
একটু দাঁড়াও, তোমার বুকে কান পাতি।

কী করছ পাগল? ফাঁকা রাস্তা? কেউ আসলে?
আসলে আসুক না? দেখুক না, একজন তার প্রেয়সীর বুকে কান পেতে
স্বনাম শোনার নির্লজ্জ লোভ নিয়ে এখনো ধরায় হেসে নিচ্ছে!

পথ আর কতদূর? পা চিনচিন করে উঠছে যে!
ফিরে যাবার জন্যে তো আসিনি। হাতটাও ধরি নি।
স্বপ্ন দেখেছি কাগজের ঘরটাতে তুমি আর আমি বহুদিন আগের বইচাপা
পড়া গোলাপ পাপড়ি দিয়ে স্মৃতিটান সাজাব। আর তুমি দন্ত অদৃশ্য হবে!

গিওভার্নি পড়ে তোমার মাথাই গেলো! পাগল একটা।
এসেছিস কেন তবে? পেছনে মুখ ঘোরা। দে হাঁটা অবিলম্বে।
অনেকদিন পরে কী হবে জানিস বালিকা?

কী? (আনমনে ডাগর আঁখি ফেলে শুধোই তোমাকে)
ধুলোবালিগুলো লাগোয়া ছায়া দুটোকে খুঁজে হবে দিশেহারা,
বারে বারে চাবে, বারে বারে সাধে,

তখন?
একটিমাত্র কালো আভা দেখে জিজ্ঞেস করবে, সে কোথায়?
আমি তখন বলব, হারিয়ে গেছে পথের শেষ অভিপ্রান্তরে।

ধুলোবালিগুলো রাস্তার মৃত ভালোবাসাকে বলে উঠবে,
আগতদের জন্যে শুভ কামনা!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬

মাহবুবুল আজাদ বলেছেন: পথ আর কতদূর? পা চিনচিন করে উঠছে যে!
ফিরে যাবার জন্যে তো আসিনি। হাতটাও ধরি নি।
স্বপ্ন দেখেছি কাগজের ঘরটাতে তুমি আর আমি বহুদিন আগের বইচাপা
পড়া গোলাপ পাপড়ি দিয়ে স্মৃতিটান সাজাব।
দুর্দান্ত লিখেছেন।

পুরো কবিতায় ভাল লাগা রইল।

১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫

মুহাম্মদ তৌকির হোসেন বলেছেন: ধন্যবাদ আজাদ ভাই। ☺☺

২| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০০

স্তব্ধ হোমোসিপিয়েন্স বলেছেন: ভালো লেগেছে

১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৬

মুহাম্মদ তৌকির হোসেন বলেছেন: ধন্যবাদ। ☺☺

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩২

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: খুব ভাল লেগেছে,শুভেচ্ছা।

১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৭

মুহাম্মদ তৌকির হোসেন বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ☺☺

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.