![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাহলে আপনি ইসরায়েলকে বয়কট করতে চান ? অতীব ভালো কথা, তা সেটা কিভাবে করতে হবে ? এমন ভাবে করতে অথবা বয়কটের উদ্দেশ্য এমন হওয়া উচিত যাহাতে ইসরায়েলে অর্থের চলাচল বন্ধ হয় যাতে করে ইসরায়েল সরকার বিভিন্ন ধরনের ট্যাক্স থেকে উপার্জিত অর্থ হারায় । তবে এই কাজে আপনার প্রতি আমার শুভকামনা রইল । কেননা অনেকেই এই কাজ করতে ব্যর্থ হয়েছেন ।
আমাদের বা আপনার উদ্দেশ্য এমন হওয়া উচিত যাতে করে যেসব কোম্পানি ইসরায়েলের সাথে বা ইসরাইলিদের সাথে আর্থিক লেনদেন আছে তারা ক্ষতির সম্মুখীন হয়, যাতে করে ইসরাইলি সেনাবাহিনীতে অর্থের টান পরে । এছারাও ইহুদি নাছারারা বিভিন্ন ভাবে তাদের প্রোপাগান্ডা আমাদের তরুন সমাজের প্রতি বিতরন করছে । এমনটাও হওয়া উচিৎ যাতে করে আমাদের তরুন সমাজ ইহুদিদের দুষ্ট কথায় না ভুলে ।
তাহলে শুরু করা যাক !
আপনি যদি কম্পিউটার ব্যাবহার করে থাকেন তাহলে অবশ্যই দেখবেন যাতে আপনার কম্পিউটার টিতে ইন্টেল এর সিপিইউ, বিশেষ করে ৩য় ও ৪র্থ প্রজন্মের core i3, core i5, core i7 প্রসেসর না থাকে । কেননা ইন্টেলের অনেক সিপিইউ ডিজাইন করায় ইসরাইলি আইটি ফার্ম গুলির অনেক অবদান রয়েছে । আপনি যদি কোন ইন্টেলের সিপিইউ কেনেন, ইসরাইলি অইসব ফার্ম গুলা রয়ালিটি পায় । আর এইসব কোর আই সিরিজের প্রসেসর তো ডিসাইনই করেছে ইসরাইলি Telmap.
এএমডি সিপিইউ এর কথা ভাবছেন ? ইন্টেলের পথ ধরে তারাও তো ২০১০ সালে তেল আবিবে একটা আর&ডি সেন্টার খুলেছে, যেটা আমেরিকা আর ইউরোপের বাইরে তাদের দ্রুতবর্ধনশীল কেন্দ্র । শুধু তাই নয়, অনেক ইসারাইলি ফ্রী ল্যান্সার সেখানে কাজ করছেন “রয়ালিটির” ভিত্তিতে । হুম, ঝামেলা !!! চিন্তা করে দেখছেন, আপনারা এইসব জিনিসপাতি কিন্না ইসরায়েল বিরোধী লেখা লিখেন, আর তাতে কইরা রয়ালিটি পায় ইসারাইলি ফার্ম আর ট্যাক্স পায় ইসরাইলি সরকার ।
আর মাইক্রোসফট এর প্রোডাক্ট ব্যাবহারের সময় একটু চিন্তা করে দেখবেন । কেননা এমএস অফিসের সোর্স কোড লেখা হয়েছে ইসরাইলে । হয়তোবা তাদের লেখা সফটওয়্যার আপনাকে ইহুদিদের প্রপাগান্ডা আপনার নিজের অজান্তেই আপনাকে দিয়ে পড়াচ্ছে !
মাইক্রোসফটের ওএস ভালো লাগে ? উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ সেভেন ? জেনে খুব মর্মাহত হবেন যে ইহাও ইসরাইলি ইঞ্জিনিয়ারদের প্রোডাক্ট ! সেভেনের বেশীরভাগ অধুনিকায়নের নকশাই তো করা হল ইসরাইলে ! তারপর ইহুদিদের লেখা আর নির্দেশনায় উইন্ডোজ সেভেন কোড করা হল । মাইক্রোসফট এত কিছু বুঝেই কিনা Herzelia য় Advanced Technology Labs স্থাপন করল ! এশিয়ায় একটাই এইরকম ল্যাব আছে । উইন্ডোজ সেভেন কেনেন বা না কেনেন, এটা যখন আপনি ব্যাবহার করেন, সবাই জানতে পারে যে আপনার মাইক্রোসফট ভালো লাগে । মাইক্রোসফট এর মূল্য বৃদ্ধি পায় ।
লিনাক্স ব্যাবহার করতে পারেন, এটা নিরাপদ । কারন এটা নয় যে লিনাক্স এর উন্নয়নে কোন ইসরাইলির হাত নেই, কারন হচ্ছে যে লিনাক্স এর উন্নয়নে কোন ইসরাইলির হাত থাকলেও তা আমরা জানি না কেন এই সিস্টেম টা অ্যানোনিমাস ।
দয়া করে গুগল ব্যাবহার করবেন না, কেননা এইটা ইসরাইলি সার্চ এলগরিদম ব্যাবহার করে । এইকারনেই আপনি হয়তোবা মুসলিমদের দাবিয়ে রাখার সংবাদ গুলো পাচ্ছিলেন না । বিং ? একই কাহানী ।
দয়া করে বৈদ্যুতিক গাড়ি ব্যাবহার করবেন না । কেননা বৈদ্যুতিক গাড়ির উন্নয়নে ইসরাইলিদের ভুমিকাই প্রধান । সোলার প্যানেল ব্যাবহারে সতর্ক থাকুন । কেননা আধুনিক সস্তা সোলার প্যানেলের উৎপত্তি ইসরাইলি কোম্পানিতে এবং তা থেকে তারা ভালই রয়ালিটি পেয়ে থাকে । অনেকে ক্ষেত্রে ইসরাইলিরাই সৌর বিদ্যুৎ কেন্দ্র নানান দেশে স্থাপন করে থাকে । ও হ্যাঁ, আরেকটি কথা, দয়া করে বিশ্ববিদ্যালয়ে জায়নিস্ট ইহুদিদের লেখা বই পড়বেন না । কেননা এতে করে সেই সব ইহুদি “বিদ্বান” লোকরা আপনার মনকে বিষিয়ে তুলতে পারে ।
বঙ্গোপসাগরে যে সুনামি বয়া গুলো আছে, এগুলর অনেকগুলই ইসরাইলি সাহায্যে পাওয়া । আর দয়া করে একটা আন্দোলন গড়ে তুলুন, যাতে করে এগুলো খুলে ফেলা হয় । একবার ভবে দেখুন, হয়তোবা এইগুলা বিষ ছারছে আমাদের সাগরে, কিংবা পিনাকি গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস শুষে নিচ্ছে ।
ইসরাইল খুব ছোট একটি দেশ । এই দেশের কর্মসংস্থানের অবস্থা খারাপ, জনগের দেয়া ট্যাক্সের পুরোটাই সামরিক বাহিনী ও নানান অলাভজনক কাজে ব্যাবহার হয়ে থাকে । যদি আপনি সচেষ্ট হোন তাহলে অবশ্যই এই ইহুদিদের বিরুদ্ধে দাড়াতে পারবেন ।
২১ শে জুলাই, ২০১৪ রাত ১:২৩
ট্রায়াঙ্গুলারেম বলেছেন: "উইন্ডোজ সেভেন কেনেন বা না কেনেন, এটা যখন আপনি ব্যাবহার করেন, সবাই জানতে পারে যে আপনার মাইক্রোসফট ভালো লাগে । মাইক্রোসফট এর মূল্য বৃদ্ধি পায় ।"
২১ শে জুলাই, ২০১৪ রাত ১:২৪
ট্রায়াঙ্গুলারেম বলেছেন: আর প্রসেসর ? সেটা কি হাওয়া দিয়ে চালাবেন ?
২| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১:০৬
নতুন বলেছেন: হুম ভাল পোস্ট.... যাদের কম্পিউটারে নিচের জিনিস আছে তাদের উচিত আজই কম্পিউটার বদলে নেওয়া...
* যাদের কম্পিউটার ইন্টেলের প্রসেসর আছে
* যারা উইন্ডোজ ব্যবহার করেন...
* গুগুল ব্যবহার করা ঠিক না....
* ফেসবুকের মালিকও নাকি ইহুদী...
* নেটওয়াকিংএর সিসকো ইসরাইলে ব্যবসা আছে.. আর ইন্টারনেটের অনেক প্রভাইডারই সিসকোর জিনিস ব্যবহার করে.... তাই ইন্টারনেটও বেছে ব্যবহার করা উচিত... ( আজই নেটপ্রভাইডারকে ফোন করে জেনে নিন তারা কি ব্যবহার করছে..)
মুসলমানেরা বিঙ্গানে উন্নতি না করতে পারলে কিছুই হবেনা...
সকল মসলিম দেশের নেতারা আজই আওয়াজ তুললে আজই হামলা বন্ধহবে... সবাই এক সাথে বসলে ১ মাসের মাঝে ফিলিস্তিন স্বাধীন হবে...
কিন্তু কার ঠেকা পরেছে আমেরিকার সাথে সম্পক` খারাপ করে>>>
৩| ২১ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৫৬
মেহেদী_বিএনসিসি বলেছেন: আমাদের সস্তা মুসলমানিত্তের চরম দুরাবস্থা দেখলে হাসি পায়.....প্রতিবেশি ৫ তলা বিল্ডিং বানাইছে.......নিজের চিন্তা করতে হবে কিভাবে প্রতিযোগিতা করে নিজের ১০ তলা বানানো যায়.........কিন্তু আমাদের আগে নজর হলো কিভাবে ওই ব্যাটার ৫তলা আগে ডাবায়া ২তলা করে দেওয়া যায়......
কিন্তু তাতেও যে ওদেরটা এগিয়ে থাকবে সেটা কেউ চিন্তা করেনা.....।
৪| ২২ শে জুলাই, ২০১৪ ভোর ৬:৩০
হৃদয়ের স্পন্দন বলেছেন: িসরায়লের product banglay dhuke? kharan miya age jaina lon israyeler sathe banglar kono prokar kutnoitik ba onno kono somporko naio, borong banglar pasport e lekha ache apni je kono deshe jete parben without israyel, etodin fb takei propaganda vebechi, apnar moto kichu manus samu keo tai banabe
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৪ রাত ১:০৬
কাঠ পাতা বলেছেন: ফক্সকন মাদারবোর্ড তাইওয়ান ভিওিক কম্পানি । ইন্টেল এর পরিবর্তে আমরা ফক্সকন ব্যাবহার করতে পারি । আমরা উনডোজ সেভেন , ভিস্তা এইসব অপারেটিং সিস্টেম ব্যাবহার করলেও এতে তাদের কোনো লাভ হবে না কারন বাংলাদেশ এ এইগুলা সব পাইরেটেড সফটওয়্যার । আসল কথা হচ্ছে বর্জন নয় বিকল্প খুজবো। ইসরাইল এর অনেক পন্যের বিকল্প বাংলাদেশ এই তৈরি হ্য়।