নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ত্রিভুজ নেটওয়ার্ক

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

ত্রিভুজ

[email protected] http://trivuz.com ব্লগিং করে সমাজ পরিবর্তনের ফ্যান্টাসি আর নাই

ত্রিভুজ › বিস্তারিত পোস্টঃ

বড় হও, দীর্ঘ হও~ শুধু বেড়ে ওঠো... শুধু বেড়ে... (উৎসর্গ: শাওন)

১৪ ই আগস্ট, ২০০৭ রাত ১১:৩১

শামীম ভাইয়া

হ্যালো, খবর কি তোমার?

এইতো, কোন রকম। তুমি কেমন?

চলছে

কিছু কথা ছিলো। বিজি নাকি?

.....

.....

ধরা বাঁধা নিয়ম। আর ভাল লাগে না। অন্য বাসা নেব

কেন? তুমি আলাদা থাকতে চাও?

হু

এফোর্ট করতে পারবা?

এখন থেকে ট্রাই করতে হবে। বয়স তো কম হলো না!

তুমি তো অনলি ১৯। নাকি বিশ?

১৯

একজন মানুষের অনেক খরচ ম্যান।

এখানে ১৯ বছরেই সব সাবলম্বি হয়। আমি পারবো না কেন? আমাকে পারতেই হবে!

হুমম.. গুড!

.....

.....

Shell service bonjour' মানে কি?

মানে হ্যালো শেল সার্ভিস। অথবা গুড মরনিং শেল সার্ভিস।

'Shell service' টা কি জিনিষ?

শেল সার্ভিসের নাম শুনো নাই? আজিব। শেল সারা পৃথিবীতে সার্ভিস দেয়।

নাহ! শুনি নাই। আমি মনে হয় একটা মূর্খ :(

হা হা হা। অনেক বড় কোম্পানী। ফ্রান্সের প্রতিটি জায়গায় আছে। কেন এফ ওয়ান ফেরারী গাড়ীতে তেল দেয় শেল। দেখো নাই?

নাহ :( ..যাই হোক, তোমারে শেল সার্ভিস কয় ক্যান? তুমি কি ঐ কোম্পানীতে জব করো?

হু

ঐটা কি তোমার গায়ে লেখা থাকে?

হাহাহাহ.. পিকচার দেখবা?

দেখি! :D

....

....

আরে! তুমি তো অনেক বড় হয়ে গেছো!

আর কতদিন ছোট থাকবো?



-----



ঠিক শাওন! ছোট থাকবে কেন? বড় হয়ে ওঠো.. আরো বড়... অনেক বড়!

mieux de la chance man! :-)



মন্তব্য ২৪ টি রেটিং +৯/-৫

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০০৭ রাত ১১:৩৯

আরণ্যক যাযাবর বলেছেন: ৫ দেওয়া হইলো । এটিম এখন উদার হয়ে যাওয়ার নীতি ফলো করতে বলছে।

২| ১৪ ই আগস্ট, ২০০৭ রাত ১১:৪১

শাওন বলেছেন: ৫ দেওয়ার আগে ২টা যে ১ হইছে । হাহাহা

ঠিক করলা না ত্রিভুজ কাজটা । ইয়াহুর চ্যাট এখানে পেস্ট মাইরা । :((

৩| ১৪ ই আগস্ট, ২০০৭ রাত ১১:৪১

আরণ্যক যাযাবর বলেছেন: আমি ৫ দিসি, খোদার কসম।

৪| ১৪ ই আগস্ট, ২০০৭ রাত ১১:৪৪

শাওন বলেছেন: নো প্রবলেমি যাযাবর । আমি এই ব্লগে রেটিং এর উপরে ভিত্তি করে কিছু বিচার করিনা । এখানকার রেটিং পদ্ধতি ভালো লাগেনা ।

৫| ১৪ ই আগস্ট, ২০০৭ রাত ১১:৪৫

আরণ্যক যাযাবর বলেছেন: তবে, ত্রিভুজ ভাইয়ার শিরোনামটা আমার কাছে অশ্লীল মনে হইসে।
বোঝেন না, বয়সের দোষ আর কি!

৬| ১৪ ই আগস্ট, ২০০৭ রাত ১১:৪৬

ত্রিভুজ বলেছেন: ৫ দিয়ে কি করবো আরণ্যক?


শাওন.... ঐটা কিসসু না.. কিন্তু যেই ঝাড়ি গুলা দিলা.. তার কি হ্ইবো? :-/
ডরাইছিলাম..

৭| ১৪ ই আগস্ট, ২০০৭ রাত ১১:৪৬

নুর3ডিইডি বলেছেন: শাওন বড় হয়ে ওঠো. . আরো বড়... অনেক বড়....

৮| ১৪ ই আগস্ট, ২০০৭ রাত ১১:৪৭

শাওন বলেছেন: জোক ছিলো ম্যান । হাহাহা ।

৯| ১৪ ই আগস্ট, ২০০৭ রাত ১১:৪৯

হট্টগোল বলেছেন: গ্রোআপম্যান।

১০| ১৪ ই আগস্ট, ২০০৭ রাত ১১:৫২

ত্রিভুজ বলেছেন: জোগ বিয়েগ বুঝি না... আমার হার্ট তো আরেকটু হইলেই ফেলটুস খাইতো.. :[


যাই হোক... অনেক বেশী মজা হয়ে গেছে মনে হয়। ভাল থেকো... অনেক অনেক শুভ কামনাূ

১১| ১৪ ই আগস্ট, ২০০৭ রাত ১১:৫৫

হারাধন. বলেছেন: শাওন বড় হইলো লেখক দিন কে দিন..........।

১২| ১৪ ই আগস্ট, ২০০৭ রাত ১১:৫৯

আরণ্যক যাযাবর বলেছেন: হারাধন, তুমি মুক্তি পাইলা কেমনে?
এবার কও তো, শিরোনামটা অচলিল হয় নাই?

১৩| ১৫ ই আগস্ট, ২০০৭ রাত ১২:০৮

-নকশী- বলেছেন: :|

১৪| ১৫ ই আগস্ট, ২০০৭ রাত ১২:১৬

শাওন বলেছেন: নকশীজি , খবর খিতা ? ভালানি । মনডা ভালা ? শইলডা ?

১৫| ১৫ ই আগস্ট, ২০০৭ রাত ১২:২৮

আশরাফ রহমান বলেছেন: ভাতিজা শাওন এখন 'টিন' শেষে 'টি'এর পথে। সুতরাং চাকরী বাকরী এখন না করলে কখন করবে?

১৬| ১৫ ই আগস্ট, ২০০৭ রাত ১২:২৮

নুর হাসান মুহাম্মদ তানভীর বলেছেন: শাওন, এটা একটা ভাল উদ্যগ, স্বনির্ভর হয়া খুবই ভাল, আমাদের দেশেত মা বাবা আদর দিয়ে দিয়ে পলা পাইনদের নোস্ট করে ফেলে ।
তোমাদের ঐখানে হয়ত একবার ঘুরে অসতে পারি, যদি খরচ আর প্লান ঠিক থাকে :)

১৭| ১৫ ই আগস্ট, ২০০৭ রাত ১২:৩৯

শাওন বলেছেন: যদি সেপ্টমবরের পরে আসেন । আর আমি যদি চাকরী কন্টিনিউ করি এবং আমারো সবকিছু যদি ঠিক থাকে , মানে নিজের বাসা নেই তাহলে আমার বাসায় উঠবেন । আগাম দাওয়াত ।

১৮| ১৫ ই আগস্ট, ২০০৭ রাত ১২:৫৮

এ্যাটেম পার্টি বলেছেন: ১

১৯| ১৫ ই আগস্ট, ২০০৭ রাত ১:৩১

নুর হাসান মুহাম্মদ তানভীর বলেছেন: আসলে আশা করি আগামি মাসেই আসতে হবে :) নিশ্চিত হয়ে তোমাকে জানব নে ইনশাল্লাহ :)

২০| ১৫ ই আগস্ট, ২০০৭ সকাল ১১:৩৬

ভাস্কর চৌধুরী বলেছেন: ৫

২১| ১৫ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:১৬

হোসেইন-দ্য এ টিম বলেছেন: বড়ো হও,ভালো মতুন সার্ভিস দেও।৫ দিলাম।

২২| ২৮ শে আগস্ট, ২০০৭ বিকাল ৫:৩৩

তাহসিন সাঈদা মুন বলেছেন: এ পোস্টটা যখন প্রথম দেখেছিলাম, তখনই একটা মন্তব্য করতে চেয়েছিলাম। কিন্তু সময় করে উঠতে পারছি না।
(আপাতত বোন-ভাইদের বিয়ে দিয়ে রাস্তা পরিস্কার করায় ব্যস্ত তো )
কি যে লিখব ভেবেছিলাম, ভুলে গেছি।


শাওন, দোয়া করি একটাই, এতো বড়ও হয়োনা।
সবাইকে একটা কড়া করে ঝাড়ি! ছেলেটার মাথা খাচ্ছে!


প্রিয় শাওন। আমার মনের অন্ত:স্থল থেকেই কথাগুলো বলছি। তুমি হয়ত পছন্দ নাও করতে পারো। তাও...
আর গুছিয়ে লিখতে আমি পারিও না।


ছেলেদের একটা কারনে আমার হিংসা হয়। তারা সারাজীবনই আব্বু-আম্মুর কাছে থাকতে পারে, তাদের সেবা করার সুযোগ পায়। এটা যে কত বড় একটা পাওয়া, যে পায় না সেই জানে।

আমার জীবনের গল্প বলি ছোট্ট করে।
বরাবরই নতুন কিছু একটা শেখার বা জানার আগ্রহ আমার মধ্যে কাজ করে। কিছু একটা সম্পর্কে আমি একদমই জানি না, ভাবলেও আমার মন খারাপ হয়ে যায়। বলা ভালো মন ছোট হয়ে যায়। আর সত্যি তো এটাই, যে আমি কিছুই জানি না। তাই নতুন কিছু জানার জন্য আমার বেশির ভাগ সময়ই কেমনে যেন খরচ হয়ে যেত। আর স্কুল কলেজে সবচেয়ে বেশি সময় দিতাম আমার বন্ধুদের কে। সবাই আমার বন্ধু ছিল। সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত আমি, তাই....
অনেক অনেক পাগলামীতে কখনও পরিবারেই যথেষ্ট সময় দেওয়া হয় নি। আম্মু আমার বেস্ট ফ্রেন্ড, অনেক কিছুই শেয়ার করতাম আম্মুর সাথে। কিন্তু তবুও আম্মুকে এতোটা ফীল করিনি মনে হয়, বুঝতে পারি নাই। পারলাম আম্মু হার্ট ফেইলিউর হওয়ার পর। খুব কম মানুষই ব্যাক করে এই অবস্থায়। আল্লাহ সুবহানাওয়াতায়ালার অসীম রহমতে আম্মু বেঁচে গিয়েছেন। কিন্তু কিডনী দুটোই ডেমেজ হয়ে গেছে বেশ কিছুটা, তাই এখন সপ্তাহে দুই দিন করে ডায়ালাইসিস ট্রিটমেন্ট।


অনেক কিছু মিস করেছি জীবনে। অনেক কিছু করতে পারি নাই। এখনও মিস করে যাচ্ছি। ভাবি একরকম, আর হয় আরেকরকম। জীবনটা অনেক কঠিন।

তোমার সম্পর্কে আমি কিছুই জানি না। এ পোস্ট পরে কিছু বুঝাও যায় না।
তবে আমি ফীল করি এখন, এ পৃথিবীতে সবচে কাছের মানুষ আত্মীয়রাই। কখনও বুঝিনি সবার ভালবাসা। এখন বুঝি, তাদের ভালবাসাই সবচে নির্ভেজাল ছিল সবসময়। কখনই কিছু করতে পারি নি, বলতেও পারি নি, কাজে বোঝাতেও পারি নি। কতটা ভালবাসি সবাইকে। পারবোও না, কারন আমি কিছুই পারি না।
আমি অনেক বেশি স্বার্থপর। তখনও, এখনও।


দোয়া করি একটাই শাওন যেন কখনও আমার মতো স্বার্থপর হয়ে না যায়। বিদেশের এই আলাদা থাকার সিস্টেমটা আমার খউবই অপছন্দনীয়। হ্যাঁ কখনও কখনও হয়ত রাগ করে ভাবি, যাই চলে... যেদিকে দুচোখ যায়। কিন্তু একসাথে আছি- এটাই অনেক বড় পাওয়া। আলহামদুলিল্লাহ।

২৩| ২৮ শে আগস্ট, ২০০৭ বিকাল ৫:৩৮

তাহসিন সাঈদা মুন বলেছেন: ...এই যে এসব ছোটখাট
পাইনি এদের কূলকিনারা,
'তুচ্ছ দিনে'র গানের পালা
আজও আমার হয়নি সারা।
ওদের আছে অনেক আশা,
ওরা করুক অনেক জড়ো।
আমি কেবল গেয়ে বেড়াই
চাই নে হতে আর বড়।।

২৪| ৩০ শে আগস্ট, ২০০৭ বিকাল ৩:৩৫

শাওন বলেছেন: মুনাপু , কি বলব বুঝতে পারতেছি না । আজ তো রোজা নেই তাই আজ ধইন্যা পাতা নেন । তবে শাওন এখন বর্তমানে অনেক স্বার্থপর । ভবিষ্যতে যেন আর স্বার্থপরতা না করে সেদিক লক্ষ্য রাখা হইবেক । অনেক কথা শেয়ার করলেন । ভাল লাগল । ধন্যগুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.