![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুদ্ধাপরাধীদের বিচার করতে গিয়ে সরকার এথন মানবতাবিরোধী অপরাধে জড়িয়ে যাচ্ছে...এখন পর্যন্ত ২৭ জনের মত নিহতের খবর পাওয়া গেছে...আরও নিহতের খবর আসছে...তারপরেও গনহত্যা চলছে এটা বলাটা কি খুব বেশী অন্যায় হয়ে যাবে...একদল টার্গেট প্র্যাক্টিস করছে অন্যদল সে প্র্যক্টিসের বলি হচ্ছে...সংখ্যা লঘুদের ( আমার দৃষ্টিতে সবাই সমান ) উপর আক্রমন তা ইসলামও সমর্থন করে না...কিন্তু সেটাও হচ্ছে...যে কোন সময়ে তা সাম্প্রদায়িক দাঙ্গায় রুপ নিতে পারে...গতকয়েক দিনে নিহতের সংখ্যা যা প্রায় ১৫০ ছাড়িয়ে গেছে...এটা কি বন্ধ হবে না ...নাকি চলতে থাকবে অনন্তকাল...সেনাবাহিনী আজ বগুড়ায় খন্ডকালের জন্য নেমেছে...অদূর ভবিষ্যতে হয়ত আরও অনেক জায়গায় নামাতে বাধ্য হবে সরকার...পরিস্থিতি যে খুব নাজুক হয়ে পড়ছে তা সরকার স্বীকার না করলেও প্রতীয়মান হচ্ছে...আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে...মনে হচ্ছে ২০০৬ সালের মত আবার ভিন্ন কোন সরকার আসার ষড়যন্ত্র হচ্ছে...যা বাংলাদেশের গনতন্ত্রের প্রতি আঘাতের পর আঘাত হয়েই বইছে...বাংলাদেশ তার গনতন্ত্রের শেষ সীমায় পৌছে গেছে বলে প্রতীয়মান হচ্ছে...এখনও যদি সংশ্লিষ্টরা নিজেদের লাগাম টেনে না ধরেন...হয়ত অদূর ভবিষ্যতে বহুজাতিক বাহিনীর আনাগোনা বাংলাদেশে চলবে...যা কোন বাংলাদেশীরই কাম্য নয়...
©somewhere in net ltd.