![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ আজ চরম সংকটে আছে । একদিকে শাহবাগীদের আড়ালে সরকার অন্যদিকে হেফাজতে ইসলাম । শাহবাগীরা কিছুদিন আগেও সবার কাছে সমাদৃত হলেও এখন কিন্তু অবাঞ্চিতের তালিকায় ।দেশের বিপুল অর্থ সরকার শাহবাগীদের নিরাপত্তার পিছনে খরচ করছে । অথচ শতকরা ৯০ ভাগের মুসলিমের দেশ হয়েও মুসলমানেরা আজ বন্দী তার ধার্মীকতায় । মসজিদ থাকছে তালাবদ্ধ,র্যাব-পুলিশের পাহাড়াদারী নজরদারী আর ইমাম লাচ্ঞনা, এমনকি হত্যার মত অপরাধও দেশে আজ ঘটছে । অবাক লাগছে খ্রীষ্টানদের সারা বিশ্বের একজন নেতা তারা নির্বাচিত করছে অথচ মুসলমানেরা সেই নেতা তো দূরের কথা এখন একে অপরের পিছনে গালমন্দ বা এর চেয়েও বেশী করছে ।এই যদি হয় মুসলমানদের অবস্থা সেখানে তো তাহলে মুসলমানদের উপর আঘাত আসবে ।আমার ফেসবুকে এমন কিছু ব্যক্তী আছে যারা অমুসলিম হয়েও মুসলিমদের গালমন্দ করার সাহস পায় । আমি পারি না তাদের সে কটুক্তির উত্তর দিতে ।পারব কিভাবে-এই অবস্থার জন্য তো আমরা মুসলমানরাই দায়ী ।ভাবতে সত্যি ভয় লাগে যে নিজেদের কারণে নিজ দেশে আমরা সংখ্যালঘু হয়ে যাব কিনা !!!সময় এসেছে নিজেদের শুধরানোর,আত্মসমালোচনা করার..।
©somewhere in net ltd.