![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনেক দূর্বল হয়ে গেছে.... এই সরকার এতদিন বড়াই করতো ডলারের রিজার্ভ অন্য যে কোন সময়ের চেয়ে এখন বেশী.... আমরা জনশক্তি রপ্তানিতে এগিয়ে আছি... আজ মধ্যপ্রাচ্য থেকে জনশক্তি আমদানী তো দূরের কথা বরং বাংলাদেশীদের ধরে ধরে ফেরত পাঠাচ্ছে...সারা বিশ্বে বাংলাদেশের জনশক্তি রপ্তানীর সবচেয়ে বড় বাজার হলো সৌদি আরব...2009 সাল থেকে সৌদি আরব একপ্রকার বাংলাদেশ থেকে লোক নেয়া বন্ধ করে দিয়েছে...বর্তমান সরকারের দূর্বল পররাষ্ট্রনীতির জন্য লোক নেয়া তো দূরের কথা এখন বৈধ লোকদেরও দেশে হয় ফেরত পাঠিয়ে দিচ্ছে নয়ত পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে....শুধু তাই নয় মধ্যপ্রাচ্যে সবচেয়ে ক্ষমতাধর দেশ সৌদি আরব...তারা যা শুরু করে অন্য দেশগুলোও সে পথ অনুসরণ করে...আর কুয়েত,বাহরাইন,দুবাই,ওমান অন্যান্য দেশগুলোতে বাংলাদেশ থেকে জনশক্তি আমদানীর হার উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে....সরকার তার নিজের লোকদের কথা না ভেবে সারাদেশে গুলি আর ধড়পাকড়ের উতসব পালন করছে... এখনও আমরা যারা মধ্যপ্রাচ্য প্রবাসী ঐকান্তিক ভাবে বিশ্বাস করি...সরকার যদি বিশেষ উদ্যেগী হয় অন্তত বৈধ শ্রমিকরা এদেশে থাকার সুযোগ পাবে আর দেশের রেমিট্যান্সে বিশেষ ভূমিকা রাখতে পারবে.... অন্যথায় এমনিতে দেশের বেকার সমস্যা প্রকট তার উপর যদি ত্রিশ লক্ষ ( শুধু সৌদি আরবের সংখ্যা ) বেকার বাংলাদেশের ঘাড়ে পড়ে তাহলে সোনার বাংলাদেশ ডিজিটালি মরন বাংলাদেশে পরিণত হবে....তাই সংশ্লিষ্ট সবাইকে এই ব্যপারে আশু পদক্ষেপ গ্রহণের জন্য বিশেষ অনুরোধ করছি...........
©somewhere in net ltd.