নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যপ্রীতি

এনলাভ৩৬৫

এনলাভ৩৬৫ › বিস্তারিত পোস্টঃ

এরই নাম কি স্বাধীনতা ???

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৫

ভাববার বিষয়:-

ধিক্কার দেই নিজেকে যখন প্রশ্নগুলো কুঁড়ে কুঁড়ে খায়..... এরই নাম তবে স্বাধীনতা !!!!



পরিমলরা যখন স্কুলের বাচ্চাকে ধর্ষণ করে তখন আমরা বলি না সকল হিন্দুই ধর্ষক,



বোদ্ধরা যখন মায়ানমারে মুসলমানদের গনহারে হত্যা করে তখন কিন্তু আমরা বলি না সকল বোদ্ধ খুনি,



প্রভার মত মেয়েরা যখন বেহায়াপনার চূড়ান্তে পৌছায় তখন কিন্তু আমরা বলি না সকল মেয়েই চরিত্রহীনা,বলার প্রশ্নই আসে না,



কিন্তু হুজুরদের কেউ যখন সমকামিতার মত জঘন্য পাপ করে তখন বলি হুজুর মাত্রই সমাকামী,



যখন রামুর বোদ্ধমন্দিরে হামলা হয় আমরা একসাথে প্রতিবাদ করি...তখন আমি প্রগতিশীল,

যখন হিন্দু বাড়িতে মন্দিরে হামলা হয়...তখন আমি অসম্প্রদায়িক,



কিন্তু যখনই ইসলাম ধর্মের উপর অশ্লীল ভাষায় ব্লগপোস্ট আর ফেসবুকে কার্টুন আকার প্রতিবাদ করি...তখনই আমি সাম্প্রদায়িক, মৌলবাদী, ধর্মান্ধ!!??



হুজুরদের দাবী নাকি মধ্যযুগীয় ও বর্বর, এই "মধ্যযুগীয়" শব্দটা ব্যবহার করে তারা আরও ইসলামের অবমাননা করছে, কেননা মধ্যযুগটা ছিল ইসলামের ইতিহাসের স্বর্ণযুগ, মধ্যযুগ বলে তারা আমাদের নবীজি,আবু বকর (রাঃ), ওমর ফারুক (রাঃ),ওসমান (রাঃ), আলী (রা:) খিলাফতের সুই সুমহান দিনগুলোকে কটাক্ষ করছে,



হুজুরদের দাবীগুলোর মধ্যে একটি দাবী হল নারী পুরুষের অবাধ চলাফেরা বন্ধ করতে হবে, একবিংশ শতাব্দীতে এই দাবী নাকি ভিত্তিহীন,

আমার প্রশ্ন হল ইসলামী বিপ্লবের দেশ ইরানেও নারীপুরুষের অবাধ চলাফেরা নিষিদ্ধ কিন্তু তাই বলে সেখানে নারীরা কি ঘরে বসে আছে? নাকি স্কুল,কলেজ,ভার্সিটিতে পড়া বন্ধ আছে? নাকি টিভি, সাংবাদিকতা বন্ধ আছে?



শুধু বন্ধ আছে অবাধ চলাফেরার নামে আমাদের দেশের মত টি,এস,ছি/চন্দ্রিমা উদ্যান/বোটানিকাল গার্ডেনের মত জায়গাগুলোতে সবার চোখের সামনে অবাধ মিলামেশা, আমাদের হুজুরদের দাবীও এইরকমই,



আজব একটা ব্যাপার হল আমরা যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়েছি তখন ছিল মেয়েদের এবং ছেলেদের আলাদা ক্লাস যখন এই আলাদা করার কোন প্রয়োজন নেই, আর যখন কলেজ ভার্সিটিতে উঠলাম তখন একসাথে ক্লাসের ব্যবস্থা করা হল যখন আলাদা ক্লাসের প্রয়োজন।



ওহে জ্ঞানপাপীরা, তোমার জ্ঞানের অহামিকায় আজকে আল্লাহর কোরআন হাদিসের ধারকদের আজকে ধর্মান্দ, মৌলবাদী বলে গালিগালাজ করছ কিন্তু যদি মুসলমান হও যেন রেখ তারাই হাশরের ময়দানে আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র, আর হাশরের ময়দানে যে চারটি প্রশ্নের উত্তর না দিয়ে এক কদমও আগানো যাবে না তারমধ্যে একটি প্রশ্ন হলো " তোমার জ্ঞান কোন পথে ব্যয় করেছ " ???

কি জবাব দিবে সেদিন? তবে নাস্তিক হলে ভিন্ন কথা। প্রশ্ন জাগে মনে বারংবার এরই নাম কি স্বাধীনতা ???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.