নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুনিয়াটা এমনই হয়, যে অন্যায় করলো, বিচারক তার কথাই শুনলো, তার পক্ষেই রায় দিলো....
কণ্ঠ নকল নিয়া তেলেসমাতি চলতেসে সর্বত্রই। কেউ বলেন সাঈদী সাহেবের বিতর্কিত অডিওটি ভুয়া, যান্ত্রিক মাধ্যমে করা। আবার কেউ বলছেন সত্য। কেউ কেউ আবার বুশের কণ্ঠ নকল শুনিয়ে সাঈদী মিয়ার পক্ষে সাফাই গেয়ে যুদ্ধাপরাধীর লাইনেও দাড়াচ্ছেন। কিন্তু বিদেশ নয়, স্বদেশীদের কন্ঠ বেশী গ্রহণযোগ্যতা পাবে সবার কাছে। কেউ পারলে শেখ মুজিবর রহমান অথবা জিয়াউর রহমান সাহেবের কণ্ঠ নকল করে অশ্লিল বা শ্লিল কিছু শোনার ব্যবস্থা করলে সফটওয়্যার এর পক্ষেই মানুষের ভোট পরবে। খালেদা জিয়া বা শেখ হাসিনার কণ্ঠ হলে তো কথাই নেই... পি.....
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬
বাধা মানিনা বলেছেন: অবশ্যই যে কারো দুর্বলতা বা অপরাধ গোপন রাখাই উত্তম যতক্ষন না সেই অপরাধ দেশ-দশ-মানুষ-রাষ্ট্র-ধর্ম্ এ সব কিছুর ক্ষতি করে।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭
শয়ন কুমার বলেছেন: যারা বুশ বুশ করতাছে তাদের কাছে প্রশ্নঃ প্রমান দিতে বিদেশী বুশের কাছে গেলেন কেন?? আমরা হারা জীবন বাংলাতে হাচিনা খালেদার প্যাঁচাল শুনছি। প্রমান দিতে হলে এদের গলা নকল করেন। তাইলেই সত্যটা ধরতে পারমু । বুশের আসল গলা কয়জন চিনে??? আবার নকল গলা !!!
বাংলাতে খালেদার সঙ্গে হাসিনার একটা কাল্পনিক কথোপকথনের একটি উদাহরণ প্রকাশ হইলেই তো সাইদীর এটা থেমে যাবে ।কিন্তু সেধরনের কোন কথোপকথন এখনও কেন প্রকাশ হচ্ছে না ।এখানে চরিত্র হিসেবে খালেদা এবং হাসিনাকে বেছে নেবার কারন এই দুইজনের কন্ঠস্বরই সকলের কাছে পরিচিত এবং এই দুইজনে কখনো বাস্তবে পরস্পরের সাথে কথা বলে না ।একারণে আপনাদের কথিত সিসটেমে খালেদার সঙ্গে হাসিনার একটা কাল্পনিক কথোপকথনের একটি উদাহরণ প্রকাশ করুন
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১১
বাধা মানিনা বলেছেন: আমিও তো তাই বলি
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১
ইন্তাজ ভাই বলেছেন: হাসিনা এবং খালেদার কথোপকথন করলেও তো লোকজন বিশ্বাস করত। কোথাকার এক বুশের ভাষন বাংলার কয়জন শুনছে যে বুঝব সত্য না মিথ্যা।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১১
বাধা মানিনা বলেছেন: আমিও তো তাই বলি
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩
বাধা মানিনা বলেছেন: বাংলার ১৪ কোটি মানুষ টেকনোলজির জটিল ব্যাপারগুলো বুঝতে পারবে না। সহজবোধ্য বাংলায় তাদের বুঝিয়ে দিতে হবে।
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১
মুর্তজা হাসান খালিদ বলেছেন: নোংরামী প্রচার করে ভালো কিছু আশা করা উচিত নয়, কারো দোষ গোপন রেখে তার ভালো কর্মগুলো প্রচার করাই উত্তম নীতি।