নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুনিয়াটা এমনই হয়, যে অন্যায় করলো, বিচারক তার কথাই শুনলো, তার পক্ষেই রায় দিলো....
প্রথমত: দেশ-দশ-মানুষ-মানবতার কল্যানে কাজ করার জন্য প্রতিটি মানুষেরই কোন না কোন আকাঙ্খা বা ইচ্ছা আছে। কেবল মাত্র যথাযথ সুযোগ ও প্রয়োগিক পদ্ধতিগত অমিল বা প্রতিকুল পরিস্থিতির কারণে অনেকেরই আন্তরিক ইচ্ছা ও সামর্থ থাকা সত্বেও পারে না গন-মানুষের খেদমত করতে।
দ্বিতীয়ত : যখন কোন একটি প্লাটফরম- হতে পারে আর্থ-সামাজিক উন্নয়ন মূলক কোন সাংগঠন, হতে পারে কোন রাজনৈতিক সংগঠন অথবা কোন ধর্মীয় গোষ্ঠি, এদের মাধ্যমে যখন মানুষের কল্যানকর কোন কাজের উদ্যোগ নেয়া হয়, তখনই ভিন্যমতাবলম্বী, ভিন্য রাজনৈতিক মতধারা বা বিপরীত ধর্মীয় অনুভুতিগুলো বাধা হয়ে দাড়ায় এই কল্যানকর কাজে সহযোগীতার হাত বাড়াতে।
আর এই সকল পার্থিব আবেগ, ঠুন্ক বাধা-বিপত্তি সমূহকে সমূলে উৎপাটন করে মানবতা আর সমগ্র মানব জাতীকে পরস্পরের হাতে হাত রেখে মানবতার কল্যানে এক সাথে কাজ করার জন্য বাংলাদেশে এই প্রথম সৃষ্টি হয়েছে একটি সম্পূর্ণ অরাজনৈতিক-ধর্ম নিরপেক্ষ-স্থান-কাল-পাত্র নির্বিশেষে সকলের গ্রহণযোগ্য একটি আর্থ সামাজিক উন্নয়ন সংগঠনের। যার নাম দেয়া হয়েছে সিটিজেন প্রোগ্রাম ফর হিউম্যান ডেভেলপমেন্ট বা সংক্ষেপে সিপিএইডি ।
সিপিএইচডি এর আওতায় আসতে পারবেন পৃথিবীর যে কেউ ব্যাক্তি- যারই ইচ্ছা আছে মানুষের খেদমতে নিজেকে নিয়োজিত করার। বাংলাদেশের ৬৪ জেলায় প্রতিটি ইউনিয়নে-প্রতিটি ওয়ার্ড/গ্রাম/পাড়া/মহল্লায় এই সংগঠনটি তার কর্মকান্ড শুরু করেছে সম্পূর্ণ অ-লাভজনক ও সম্পূর্ণ অ-রাজনৈতিক ভাব ধারা নিয়ে। লক্ষ্য একটাই- গন-মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে বিনা স্বার্থে-বিনা পারিশ্রমিকে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে কাজ করে যাওয়া।
ফেইস বুক পেইজ
ইউটিউব ভিডিও
©somewhere in net ltd.