নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধা মানিনা

বাধা মানিনা

বাধা মানিনা

দুনিয়াটা এমনই হয়, যে অন্যায় করলো, বিচারক তার কথাই শুনলো, তার পক্ষেই রায় দিলো....

বাধা মানিনা › বিস্তারিত পোস্টঃ

.তিনাদের বর্তমান উত্তরসুরীদের......কানাপট্টিতে থাপ্রাইয়া লাল কইরা ফালাতে মুঞ্চায়.......

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬

শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে, একই সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। তারা দুজনেই দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য শাহাদাত বরণ করেছিলেন।



সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, দেশের সার্বিক অগ্রগতি, রাস্তা-ঘাট-ব্রীজ ইত্যাদী তৈরী, মেরামত ও রক্ষণাবেক্ষন এর জন্য অবদান অনস্বীকার্য। প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ মাত্র ৯ বছরে যা করেছেন, বিগত ২৩ বছরেও কোন সরকার এতটা করতে পারেন নাই। যদিও এরশাদের তকমায় "স্বৈরাচার, একনায়ক, জালিম" ইত্যাদী পদবী জুটেছে, তথাপিও দেশের কল্যানে এরশাদের মত এত কাজ আর কেউ বা কোন সরকারই করতে পারেন নাই।



কিন্তু মাগার......তিনাদের বর্তমান উত্তরসুরীদের.....চাঙ্গেমাঙ্গে....কানাপট্টিতে থাপ্রাইয়া লাল কইরা ফালাতে মুঞ্চায়.......

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৫

অজানাবন্ধু বলেছেন: কোন এক গুনিজন (সম্ভবত সক্রেটিস/এরিষ্টটল) বলে ছিলেন জনগণ তাদের যোগ্যতা অনুসারে বিচারক পাবে।

বর্তমান অবস্হার জন্য আমাদের (জনগনের) দায় কতটুকু?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩

বাধা মানিনা বলেছেন: আমরা জেনে শুনে চোরকে ভোট দিয়ে ক্ষমতায় বসালে এর বেশী আর কি আশা করবো বলেন..

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭

সাদেক বলেছেন: তো মুঞ্চাইলে থাব্রান, মানা করসে কেডা ?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪

বাধা মানিনা বলেছেন: ক্ষমতার স্বল্পতা বস ........ ;) :P :>

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭

সাদেক বলেছেন: তো মুঞ্চাইলে থাব্রান, মানা করসে কেডা ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.