নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধা মানিনা

বাধা মানিনা

বাধা মানিনা

দুনিয়াটা এমনই হয়, যে অন্যায় করলো, বিচারক তার কথাই শুনলো, তার পক্ষেই রায় দিলো....

বাধা মানিনা › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধাপরাধী মামলার রায়কে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের জন্য এখন মাত্র দু'টি পথ খোলা আছে.........

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪২

যুদ্ধাপরাধী মামলার রায় হয়েছে। সেই রায় বাস্তবায়ন হয়নি এখনও। অনেকেই সন্দেহ পোষণ করছেন যে এই বিচারের রায় কোন দিনও বাস্তবায়ন হবে না। এ সকল জল্পনা-কল্পনা আর সন্দেহ দুর করে রায়কে বাস্তবায়ন করতে চাইলে বাংলাদেশের জন্য মাত্র দুটি পথ খোলা আছে ...............



১। এমন একজন ব্যাক্তিকে রাষ্ট্র ক্ষমতায় বসানো (প্রেসিডেন্সিয়াল রাস্ট্র পরিচালনা পদ্ধতি) অথবা এমন কোন দলকে ক্ষমতায় বসানো যে/যারা যে কোন মূল্যে এই রায়কে বাস্তবায়ন করতে বিন্দু পরিমাণ পিছপা হবে না এবং দুনিয়ার কোন শক্তিই এদের কর্মকান্ডকে রোধ করতে পারবে না। যিনি বা যে দলটি হবে সমগ্র বিশ্বের কাছে সর্বজন গৃহীত, যোগ্য ও সৎ নাগরিক দিয়ে পরিচালিত, ধর্ম-বর্ণ-গোত্র-দেশ-ভাষা-জাতি কোন গন্ডিতেই যারা বিভক্ত নয়, উদার নৈতিক ও চলমান বিশ্বের স্রোতধারার বিপরীতে যারা চলতে সক্ষম হবে। আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গীতে একমাত্র "জাকের পার্টি" ই এই ধারার একমাত্র দল। অথবা......



২। আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো। যদিও এ দলটির বিরুদ্ধে রয়েছে রাস্ট্র পরিচালনায় ব্যর্থতার অনেক অভিযোগ- তথাপিও যেহেতু এদের উপস্থিতিতে রায় হয়েছে, এরাই পারবে রায়কে নির্ভয়ে বাস্তবায়ন করতে।



আওয়ামী লীগসহ প্রচলিত সকল রাজনৈতিক / অরাজনৈতিক দল সমূহের উপর থেকে যদি আপনার আস্থা ও বিশ্বাস নস্ট হয়ে গিয়ে থাকে তাহলে দেশ পরিচালনা, যুদ্ধাপরাধী বিচারের রায়কে বাস্তবায়ন ও সর্বজন গৃহীত একটি রাস্ট্র পরিচালনা ব্যবস্থার জন্য আপনি কাকে বা কোন দলকে বেছে নিবেন?



এটা শুধূই মাত্র কোন ব্লগ পোষ্টের জরিপে অংশ গ্রহণের জন্য নয়, আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশে আবশ্যম্ভাব্য পরিনতির দিকে লক্ষ রেখে আপনার মতামত এখইন প্রস্তুত করে রাখুন।



অগ্রীম ধন্যবাদ সবাইকে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫

মাজহারুল হুসাইন বলেছেন: সংবিধান পরিবর্তন করে রাষ্ট্রপতির ক্ষমতা হ্রাস করলে কি ইজ্জত নষ্ট হবে ?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

বাধা মানিনা বলেছেন: রাষ্ট্রপতি পদ্ধতি এটি শক্তিশালী রাষ্ট্রপরিচালক। জনগন কেবল মাত্র সন্দেহ পোষন করে থাকে এর বিপরীতে, আর কোন সমস্যাই নেই।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮

দুঃস্বপ্০০৭ বলেছেন: বোঝলাম । +++

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪

বাধা মানিনা বলেছেন: মতামতটা জানাবেন ভাই। ধন্যবাদ

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

মুনসীমাহফুজ বলেছেন: ঐটা জাকের পার্টি না, জাকার পার্টি

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

বাধা মানিনা বলেছেন: জাকের মানে হলো যারা আল্লাহর যিকির করে। কিন্তু জাকার শব্দের অর্থটা আমার যানা নেই। আর জাকার পার্টি নামে কোন পার্টি আছে কি না তাও জানি না। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮

এসএমফারুক৮৮ বলেছেন: এই সরকারের কাছেই আবেদন জানাচ্ছি রায়টি দ্রুত কার্যকর করার জন্য।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬

বাধা মানিনা বলেছেন: সরকার ঘোষনা করেছেন আগামী ৪ মাসের মধ্যেই রায় কার্যকর করা হবে। তাহলেতো ভালোই হয়। ধন্যবাদ আপনাকেও।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৫

আমি ব্লগার হইছি! বলেছেন: এসএমফারুক৮৮ বলেছেন: এই সরকারের কাছেই আবেদন জানাচ্ছি রায়টি দ্রুত কার্যকর করার জন্য।

৬| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৬

ভ্রান্ত পথচারী বলেছেন: লেখক বলেছেন আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গীতে একমাত্র "জাকের পার্টি" ই এই ধারার একমাত্র দল...

জাকের পার্টির চেয়ারম্যান একজন যোগ্য লোক ----------কিন্ত এদেশের নোংরা রাজনীতির বাস্তবতায় জাকের পার্টি বাংলাদেশের ভবিষ্যত রাজনীতিতে কি ভুমিকা রাখতে পারে বলে লেখক মনে করেন? আর গনমতের বেপারে কি বলবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.