নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুনিয়াটা এমনই হয়, যে অন্যায় করলো, বিচারক তার কথাই শুনলো, তার পক্ষেই রায় দিলো....
মধ্যম শক্তি মানের চারটি নিউট্রিনো বোমা পৃথিবীর চার কোনায় যদি একই সময়ে বিষ্ফোরণ ঘটানো হয় তাহলে ৯ মিনিট পরে কতটুকু ক্ষয়ক্ষতি হলো তা জানার জন্য পৃথিবীতে একটি প্রানীও জীবিত থাকবে না।
পারমানবিক বিষ্ফোরণের যে ছবিটা দেখছেন তা আজ থেকে প্রায় ৪৫ বছর আগেকার একটি পরীক্ষা মূলক পারমানিক বোমা বিষ্ফোরণের সত্যিকারের ছবি। আর আজ ২০১৩ সালে ঐ সমস্ত পারমানবিক বোমার চাইতে কয়েক ট্রিলিয়ন গুন বেশী শক্তিশালী নিউট্রিনো বোমা বিষ্ফোরণের জন্য সম্পূর্ণ প্রস্তত রয়েছে।
উল্লেখ্য : এক শত কোটি = এক বিলিয়ন, এক লক্ষ কোটি = এক ট্রিলিয়ন
১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৯
বাধা মানিনা বলেছেন: যতটুকু ভাবা সম্ভব,তার চাইতে অনেক অনেক ভয়াবহ
২| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০০
অকপট পোলা বলেছেন: ভাই কি গননা নতুন শিখলেন??!!!
এক শত কোটি = এক বিলিয়ন, এক লক্ষ কোটি = এক ট্রিলিয়ন হবে।
১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১০
বাধা মানিনা বলেছেন: কারেকশনের জন্য ধন্যবাদ। মানুষ তো...ভুল হবেই
৩| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০২
নষ্ট ছেলে বলেছেন: একটু বেশি বলে ফেলেছেন মনে হয়। এখন পর্যন্ত সবচেয়ে বড় পারমানবিক বোমাটাও আপনার কথার মত এত শক্তিশালী ছিল না না।
http://en.wikipedia.org/wiki/Tsar_Bomba
১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৪
বাধা মানিনা বলেছেন: পারমানবিক বোমার বিষ্ফোরণ বিশ্ববাসী দেখেছে। কিন্তু নিউট্রিনো বিষ্ফোরণের সাথে এখন পর্যন্ত কেউই পরিচিত নয়। আপনি পারমানবিকের কথা বলছেন, আমি বলছি নিউট্রিনোর শক্তির কথা
৪| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০২
আহমেদ আলিফ বলেছেন:
ভাই !নিউট্রিনো বোমা পরীক্ষা করবে কোথায় ?
একবার করলেইতো চার ভাগের এক শেষ!
৫| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৩
হারকিউলিস বলেছেন: অকপট পোলা বলেছেন: ভাই কি গননা নতুন শিখলেন??!!!
এক শত কোটি = এক বিলিয়ন, এক লক্ষ কোটি = এক ট্রিলিয়ন হবে।
১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১০
বাধা মানিনা বলেছেন: মানুষ তো...ভুল হবেই
৬| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৩
হারকিউলিস বলেছেন: আচ্ছা ঠিক আছে। মাফ কৈরা দিলাম
১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৫
বাধা মানিনা বলেছেন: আমি খোশ.....
৭| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হারকিউলিস বলেছেন: অকপট পোলা বলেছেন: ভাই কি গননা নতুন শিখলেন??!!!
এক শত কোটি = এক বিলিয়ন, এক লক্ষ কোটি = এক ট্রিলিয়ন হবে।
১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৪
বাধা মানিনা বলেছেন: কারেকশন করা হয়েছে।
৮| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩১
আমাবর্ষার চাঁদ বলেছেন: খাইছে!!!! এই বোমা মারবো কারে..........
১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৩
বাধা মানিনা বলেছেন: ইঙ্গ-মার্কিন বিরোধীদের মাথার উপরে খাড়া হয়ে আছে নিউট্রিনো....
৯| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১১
মাহবু১৫৪ বলেছেন:
১০| ১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৩
হাসান কালবৈশাখী বলেছেন:
ফালতু, কোন সুত্র নাই।
৯০ দশকের পর ঠান্ডা যুদ্ধ শেষ হলে আমেরিকা ও রাশিয়া বেশীর ভাগ
পারমানবিক বোমা,
পারমানবিক ফিঊশন বোমা (হাইড্রজেন বোমা)
মিনিটম্যান, টাইটান ও এমেক্স ক্ষেপনাস্ত্র,
সব ডি-কমিশন করে ফেলেছে, কারখানা বন্ধ করে, কারিগরদের বিদায় করে দেয়া হয়েছে।
অল্প কিছু যা আছে প্রায় না থাকার মতই।
১১| ১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৫
ল্যাটিচুড বলেছেন: যতদুর জানা যায় এখনো নিউট্রেনোকে কাজে লাগানোর মত কোন প্রযুক্তি এখনো আবিস্কার হয়নি। যদি নিউট্রেনোকে কাজে লাগানো সম্ভব হত, তাহলে পৃথিবীতে জ্বালানী আর সমস্যা থাকতো না ।
©somewhere in net ltd.
১| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৬
বোধহীন স্বপ্ন বলেছেন: ভয়াবহ