নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুনিয়াটা এমনই হয়, যে অন্যায় করলো, বিচারক তার কথাই শুনলো, তার পক্ষেই রায় দিলো....
মাঝরাতে অনেকগুলো পুরুষ কুকুর পথের ধারে একসাথে আড্ডা মারছ এমন
সময় একটা মেয়ে কুকুর সেই পথ ধরে যাচ্ছিলো। এতগুলো পুরুষ কুকুরকে মাঝরাতে পথের ধারে দেখে সে ঘাবড়ে গেল এমন সময় একটা পুরুষ কুকুর তাকে বলে উঠলো-
তুমি নির্ভয়ে চলে যাও। আমরা কুকুর, মানুষ না !!
আশা করি বুঝতে পেরেছেন কাদের উদ্দ্যেশে বলা।
১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫২
বাধা মানিনা বলেছেন: কথা সাহেব মনে হচ্ছে তেতুল তত্বে বিশ্বাসী
২| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪০
এম আর ইকবাল বলেছেন: আনেক গভীর রাতে কারো সাহাষ্যর প্রয়োজনে রাস্তায় বেরুতে হয়েছে ।
ধরুন একই গন্তব্য দুটি পথ দিয়ে যাওয়া যায় ।
সর্ট কার্ট পথে দুজন মানুষ দাড়িয়ে কথা বলছে ।
অন্য পথজুড়ে কযেকটি কুকুর শুয়ে বসে আছে ।
যাওয়ার জন্য কোন পথটা বেছে নেবেন ?
১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৮
বাধা মানিনা বলেছেন: বর্তমান সময়ের জন্য কুকুরের অবস্থানকৃত রাস্তাটিই সবচাইতে নিরাপদ
©somewhere in net ltd.
১| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৬
কাজের কথা বলেছেন: সময়টা কাত্তিক মাস ছিলনা অবশ্যই। যদি কাত্তিক হয় তবে ঐ কুকুরগুলার অতি সত্বর চিকিৎসা দরকার।
মাঝরাতে একটা মেয়ে কুকুর একলা চলাফেরা করবে, আর পুরুষ কুত্তা কিছুই বলবে না!!! এই যৌবন দিয়া কি ক্যালেন্ডার ঝুলাইব?