নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুনিয়াটা এমনই হয়, যে অন্যায় করলো, বিচারক তার কথাই শুনলো, তার পক্ষেই রায় দিলো....
রাজধানীতে আগামীকালের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। এই পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি কি তা জেনে নিন----------
* কাউকেই সমাবেশ করতে দেয়া হবে না
* নাশকতা ঠেকাতে পুরো শক্তি নিয়ে মাঠে থাকবে পুলিশ
* পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল কিংবা জমায়েতের চেষ্টা করলে প্রয়োজন গুলি চালানোর নির্দেশনা রয়েছে
* যেকোন ধরনের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য রাজধানী ঢাকাসহ সারাদেশে বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মাঠে নামানো হবে
* প্রযুক্তির সহায়তায় নেতাকর্মীদের যোগাযোগের ওপর তীক্ষ নজরদারি শুরু হয়েছে
তথ্য সূত্র : ইত্তেফাক
২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৪
বাধা মানিনা বলেছেন: দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে.....
২| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০২
সোহানী বলেছেন: অই রাস্তায় কাল বের হতে পারবো তো?? আমার আবার ক্লাস আছে.. বের না হলেই নয়....
২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৬
বাধা মানিনা বলেছেন: বের হওয়া যাবে কিন্তু দু জনে এক সাথে হাটলেই আটক!!!!!
৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৯
এন ইউ এমিল বলেছেন:
২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৭
বাধা মানিনা বলেছেন: ভয় কিসের! আপনি তো আর সমাবেশ করবেন না
৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২২
ভিটামিন সি বলেছেন: বাকশালী শাসনের মুখে মুতি। ছর ছর ছর ছররররররররররররররর মুইত্যা দিলাম।
২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৮
বাধা মানিনা বলেছেন: টিসু পেপার আছে তো
৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৬
গেদু চাচা বলেছেন: আজ না হয় কাল .একদিন তোর পতন হবেরে বাকশাল।
যারা আজ ঘুমিয়ে আছে বাকশাল কাল তাদের কেই দংশন করবে।
৬| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩০
হাসিব০৭ বলেছেন: এইভাবে কখনই ক্ষমতায় টেকা যায় না ক্ষমতায় টিকতে হলে সাধারন মানুষ সরকারের পাশে থাকতে হয় কিন্তু আওয়ামিলীগের পাশে তা নেই।
২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৯
বাধা মানিনা বলেছেন: ক্ষমতা তো এমনিতেই শেষ। এই শেষ বেলায় একটু বাচার চেষ্টা সবাই করে
৭| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪২
ঢাকাবাসী বলেছেন: যতই বলুন, ক্ষমতায় এরা থাকবেই মনে হচ্ছে!
২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২২
বাধা মানিনা বলেছেন: যুদ্ধাপরাধীর বিচার বাস্তবায়ন করতে চাইলে এদেরকে আবারো ক্ষমতায় আসতে হবে
৮| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৮
প্যাপিলন বলেছেন: খাদ্যদ্রব্য মজুত শুরু করেন আগামী সপ্তাহের জন্য। রাজনৈতিক দলগুলোর চেয়েও বড় হারামী ব্যবসায়ীরা।
২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২০
বাধা মানিনা বলেছেন: ঠিকই বলেছেন রে ভাই। শালারা সব কিছুর দামই ৬ গুন পর্যন্ত বাড়িয়ে দিবে এই সুযোগে।
৯| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৩
nurul amin বলেছেন: ১০ বস্তা চালের অর্ডার দিয়া রাখছি
২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৬
বাধা মানিনা বলেছেন: মোটাটা খাইয়েন না। মোটা হইয়া যাইবেন >>
১০| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৮
প্যাপিলন বলেছেন: @ nurul amin ................খাইবেন না বেচবেন
২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৭
বাধা মানিনা বলেছেন: মনে তো হয় খাইবো..
১১| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৫
চাঁন মিঞা সরদার বলেছেন:
করিতে পারিনা কোনো কাজ,
মনের ভিতর অনেক ভয় আজ।
সংশয়ে সংকল্প সদা টলে,
পাছে হায়েনা লীগ কিছু করে।
২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৯
বাধা মানিনা বলেছেন: উরিককক খাইসে....তাইতো ঢাকায় সর্বোত্র লীগ অফিসগুলোতে হামলা চলছে
©somewhere in net ltd.
১| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৪
নেক্সাস বলেছেন: সামরিক শাষন না বাকশালী শাষন?
জাতির বিবেক ঘুমিয়ে থাকবে কি?