নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধা মানিনা

বাধা মানিনা

বাধা মানিনা

দুনিয়াটা এমনই হয়, যে অন্যায় করলো, বিচারক তার কথাই শুনলো, তার পক্ষেই রায় দিলো....

বাধা মানিনা › বিস্তারিত পোস্টঃ

বিজয় দিবস..বাংলাদেশের স্বাধীনতা...অত:পর আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া মাটির মানুষ-সোনার বাংলা

১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০০

৪৩টি বছর পার হয়ে গেলো আথচ আজো সকালে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার মূহুর্তে শুধু মনে হয় এই বুঝি শেষ বের হওয়া। আর বুঝি সন্ধ্যায় বাড়ী ফের হওয়া যাবে না। হয়তো কোন এক যাত্রিবাহী বাসে ককটেলে আর পেট্রোল বোমার আগুনে পুড়ে মরে থাকবো রাস্তায়। হয়তো বা দস্যু আর পুলিশের গোলাগুলির মাঝখানে পড়ে ক্রুস ফায়ারে ত্যাগ করবো শেষ নিস্বাশ।



অথচ কিছু লোক দাবি করে এদেশ নাকি স্বাধীন হয়েছে। এ লোকালয়ের মানুষ মুখর হয়ে উঠে বিজয় উল্লাসে। এ দেশ আর গনতন্ত্র রক্ষায় নাকি আজো তারা লড়াই করে যাচ্ছে অন্যায়ের বিরুদ্ধে।



ঘৃনা করি আমি এই রাজনীতি...ঘৃনা করি আমি বাংলাদেশের তথাকথিত সেই রাজনীতিবিদদের............। ঘৃনা করি আমি তথা কথিত সেই গনতন্ত্র।



হায়রে বিজয় দিবস..বাংলাদেশের স্বাধীনতা...অত:পর আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া মাটির মানুষ-সোনার বাংলা

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮

সেমিবস বলেছেন: আজ আমরা আতংকের মধ্যে দিন কাটাচ্ছি রাজনীতিবিদগণের ক্ষমতার কাছে, তাদের গোয়ার্তুমির কাছে, তাদের আগামী দিনের অর্থের হিসেবের কাছে

তবুও আপনার লিখার শিরোনাম টা খুবই অপছন্দ হল
আপনার ঘৃনা করা উচিত এই তথাকচিত রাজনীতিবিদদের, হিংস্রদের, কিন্তু স্বাধীনতা কে নয়

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

বাধা মানিনা বলেছেন: মনের কথা মনেই আছে। বুক ফাটা কথা গুলো কখনোই পরিশুদ্ধ ভাবে বের হয় না। একটু এলোমেলো হবেই।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২০

সামুরাই হান বলেছেন: ধুরো মিয়া.... কি লিখছেন ?

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

বাধা মানিনা বলেছেন: বুঝি লিখা ঠিক না, লিখলেই লাভ কি আর না লিখলেই বা কার কি আসে যায় বলেন?

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪

রবিন একা বলেছেন: এত ক্ষোভ ? যদি পাকিস্তানীরা শাসন করত তাহলে হয়ত স্বাধীনতা আর পরাধীনতার পার্থক্য বুঝতে পারতেন ।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

বাধা মানিনা বলেছেন: পাকিস্তানই হয়তো ভালো ছিল

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬

নানাভাই বলেছেন: কিন্তু নেত্রী আমার হাসতাসেন.... View this link

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

বাধা মানিনা বলেছেন: চুদুরবুদুর ব্লগ

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
স্বাধীন না হলে আমরা কত আনন্দে থাকতাম :(( :(( :((

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

বাধা মানিনা বলেছেন: না, এখানে আনন্দের প্রশ্ন আসছে না। জীবন বাঁচিয়ে রাখাটাই যেখানে দায় সেখানে আনন্দের কথা অনেক দুরে......

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৪

একজন ঘূণপোকা বলেছেন: :-/ :-/ :-/ :-/

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯

বাধা মানিনা বলেছেন: একজন আমাকে বলছিল, যারা কোন রাজনীতির সাথে জড়িত না, তারাই সাধারণ মানুষ। আর যারা কোন না কোন ভাবে যে কোন রাজনীতির সাথে জড়িত তারা নাকি অস্বাধারণ মানুষ। তাদের সাথে সাধারণ মানুষের কোন তুলনা চলবে না। তাদের কোন মৃত্যু পথে ঘাটে হবে না।

৮| ২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৫

বাধা মানিনা বলেছেন: মাত্র এক কোটি ইহুদী কি ভাবে সারা দুনিয়ায় অধিপত্য বিস্তার করতে পারছে

view this link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.