নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুনিয়াটা এমনই হয়, যে অন্যায় করলো, বিচারক তার কথাই শুনলো, তার পক্ষেই রায় দিলো....
আপনি যদি আজকে একটি গাছ লাগান, ঐ গাছটি যতদিন দুনিয়ার বুকে আলো-বাতাস পেয়ে বেঁচে থাকবে, যতদিন ঐ গাছটি বাতাসে নির্মল অক্সিজেন সরবরাহ করবে, ঐ গাছটির বংশধর যতদিন এই দুনিয়ার বুকে বেচে থাকবে-বংশধরদের বংশধর গাছগুলো যতদিন দুনিয়াতে অক্সিজেন সরবরাহ করবে --- পৃথিবীর শেষ দিন পর্যন্তও যদি আপনার লাগানো ঐ একটি গাছের বংশধর জীবিত থাকে তাহলে ঐ প্রথম একটি গাছ লাগানোর মুহূর্ত থেকে শুরু করে ঐ গাছটির বংশের শেষ গাছটি দুনিয়াতে অবস্থানকালীন সময় পর্যন্ত আপনার নেকীর খাতায় পূণ্য লেখা হতে থাকবে। ততদিনে হয়তো আপনি দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন অনেক আগেই....। সোবহানআল্লাহ....
ঠিক তদ্রপ.......
আপনি আজকে যেই অশ্লিল ছবি/পোষ্টটি ফেইসবুকে / ইউটিউবে বা ইন্টারনেটের যে কোন ধারায় পাবলিশ করলেন, সেই অশ্লিল আইটেমটি যত মানুষ দেখবেন, যত মানুষ সেই আইটেমটি শেয়ার/লাইক/কমেন্ট করে আরো আরো অনেক মানুষের কাছে পাবলিশ করবে....আপনার মৃত্যুর পরও এই লাইক/কমেন্ট/শেয়ার এর ধারা যতদিন অব্যহত থাকবে.. ততদিন পর্যন্ত আপনার পাপের খাতায় গুনাহ লিখা হতে থাকবে।
কেয়ামতের পূর্বক্ষন পর্যন্ত মানুষ যেহেতু জ্ঞ্যান-বিজ্ঞানে অনেক উন্নতি লাভ করবে, সেহেতু ফেসবুক বন্ধতো হবেই না বরং আরো উন্নত ও শক্তিশালী একটি প্লাটফরমে রুপ নেবে। যদি আপনার অশ্লিল পোষ্টটি এক শত বছর অন লাইনে টিকে থাকে তাহলে আপনার মৃত্যুর পরও এক শত বছর পর্যন্ত আপনার নামে গুনাহ লিখা হতে থাকবে।
মৃত্যুর পূর্ব মুহুর্তে কিন্তু সত্যি আফসোস করে বলবেন যে, ইশ যদি কয়েকটা মিনিট সময় পেতাম তাহলে ঐ অশ্লিল পোষ্ট গুলো ডিলিট করে ফেলতাম।
ভাই, এখনওসময় আছে। এখন যেহেতু আপনি মারা যাননি, এখনও যেহেতু আমার এই পোষ্টটা পড়ার মত সৌভাগ্য হচ্ছে আপনার, দয়া করে ফেসবুক থেকে লগ আউট করার আগে এখন এই মুহূর্তে আপনার পাবলিশ করা সকল অশ্লিল পোষ্টসমূহ ডিলিট করে যান। ধন্যবাদ সবাইকে....
©somewhere in net ltd.