নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধা মানিনা

বাধা মানিনা

বাধা মানিনা

দুনিয়াটা এমনই হয়, যে অন্যায় করলো, বিচারক তার কথাই শুনলো, তার পক্ষেই রায় দিলো....

বাধা মানিনা › বিস্তারিত পোস্টঃ

ইসলাম বনাম বাড়াবাড়ী

০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৬

মুক্ত চিন্তা মানে মানব সভ্যতার কল্যানে যাহা কিছু ভাবনা....এটা হতে পারে। কিন্তু মুক্ত চিন্তার মানে যদি হয় "যে কোন ধর্মীয় চেতনায়" আঘাত সেটা অবশ্যই প্রত্যাক্ষাতযোগ্য। তাই বলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করাটাও নিতান্তই অপরাধের পর্যায়েই পরে। ধর্মীও অনুশাসন সুচারু ও সঠিকভাবে পালন করার নাম বাড়াবাড়ি নয়। ধর্মীয় কার্যাবলী সুঠিকভাবে পালন করতে না পারাটা যার যার ব্যক্তিগত ব্যর্থতা ও গাফিলতী। তার জন্য গন-মানুষকে দায়ি করা যাবে না। ধর্মীয় চেতনা ও সম্মান রক্ষার্থে প্রচলিত আইন আছে। সে আইন প্রয়োগ করা সম্ভব না হলে ইসলামি শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। তাও না পারলে বাড়াবাড়ি করাটা ইসলামে অবশ্যই নিষেধ আছে। ইসলামি শাসন ব্যবস্থা কায়েমের আগ পর্যন্ত যে কোন রাষ্ট্রের প্রচলিত আইন মানাটাও কিন্তু ইসলামী শারিয়তসিদ্ধ একটি ব্যাপার। রাষ্ট্রিয় আইন যদি আল্লাহর আইন অনুযায়ী হয়ে থাকে তাহলে আর চিন্তা কি? এ ক্ষেত্রে রাষ্ট্রিয় আইন যদি আল্লাহর আইনমত না হয়ে থাকে তাহলেই কেবল মাত্র ইসলামি শাসন ব্যবস্থার উদ্যোগ নিতে হবে। আর কোন অবস্থাতেই আল্লাহর আইন ষ্ট্যাব্লিশ এর নামে বাড়াবাড়ি (এখানে বাড়াবাড়ি বলতে হত্যা, খুন-গনহত্যা-লুন্ঠন ইত্যাদী) না করতে আল্লাহই কঠোরভাবে নিষেধ করেছেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.