নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধা মানিনা

বাধা মানিনা

বাধা মানিনা

দুনিয়াটা এমনই হয়, যে অন্যায় করলো, বিচারক তার কথাই শুনলো, তার পক্ষেই রায় দিলো....

বাধা মানিনা › বিস্তারিত পোস্টঃ

তোমরা কি জানো তোমাদের পূর্ব পুরুষ কোন ধর্মের ছিলো??

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

আজকে যারা জ্ঞ্যনের এত বড়াই করছো, তোমরা কি জানো তোমাদের পূর্ব পুরুষ কোন ধর্মের ছিলো?? তোমরা কি জানো না যে, এই ভারত উপমহাদেশে মুসলমান ছিলো না, তোমরা কি জানো না যে, এউ উপমহাদেশে ইসলাম নামের কোন ধর্ম ছিলো না?? তাহলে কি ভাবে তুমি আজ মুসলিম হলে??

হযরত শাহজালাল, হযরত শাহ পরান সহ বহু পীর-আউলিয়ায়ে কেরামগনই এই ভারত-বাংলার মাটি সর্ব প্রথমে ইসলাম ধর্মের গোড়া পত্তন করেছেন। তাদের সিলসিলা ধরে আজ মুসলিম হয়ে তুমি অকৃতজ্ঞ নিমক হারামের মতো তাদেরই বিরুদ্ধচারণ করছো কোন সাহসে?? তোমার কি মৃত্যুর ভয় নেই?? তুমি কি অস্বীকার করতে চাও সেই মহা আল্লাহর বানি, পবিত্র কোরআনের যে আয়াতে লিখা রয়েছে এই সকল আউলিয়ায়ে কেরাম যা প্রথাগতভাবে আমরা পীর বা মুশিদ বলে ডাকি। দু কলম লেখা পরা করেছো আর দু-চারটি এজিদী, লা-মাজহাবী পুথি পুস্তক পাঠ করেই ইসলামী চিন্তাবিদ হয়ে ফতোয়া দেয়া শুরু করেছো তাও আবার মিথ্যা-ভুল। খবরদার। অনেক বেশী মিথ্যাচার করে ফেলছো তোমার। অথচ তোমাদের হাত ধরেই এজিদ-আব্দুল ওয়াহাব নজদী, লা-মাজহাবী, কাদিয়ানী এরা আজ দুনিয়ায় মুসলিমদের ইমান ধংস করছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: সবচেয়ে বড় ধর্ম হলো মানব ধর্ম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.