নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধা মানিনা

বাধা মানিনা

বাধা মানিনা

দুনিয়াটা এমনই হয়, যে অন্যায় করলো, বিচারক তার কথাই শুনলো, তার পক্ষেই রায় দিলো....

বাধা মানিনা › বিস্তারিত পোস্টঃ

ক্বামেল ওলীকে দেখা মানে আল্লাহ তায়ালার নূর দেখা.....

০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

ক্বামেল ওলীকে দেখা মানে আল্লাহ তায়ালার নূর দেখা.....

একটি কাচের গ্লাস নিন। অর্ধেক গ্লাস পরিমান পানি নিন। এতে বাকী অর্ধেক গ্লাস দুধ দিয়ে পুরন করুন। দু চামচ চিনি দিয়ে ভালো ভাবে নাড়ুন যতক্ষন পর্যন্ত না পানি-দুধ-চিনি মিলে মিশে একাকার হয়ে যায়। এবার গ্লাসটি একটি টেবিলে উপর রাখুন।

আপনাকে বলা হলো, গ্লাসে পানি আছে। পানি দেখুন। পানি ভিন্ন অন্য কোন কিছুই কিন্তু দেখলে চলবে না।

আপনি গ্লাসের দিকে তাকালেন। কি দেখছেন? পানি?? দুধ?? চিনি???
চিনিতো গলে গেছে। সুতরাং চিনি দেখা যাবে না। চিনির হিসাব বাদ। থাকলো বাকী পানি ও দুধ। কোনভাবেই পারবেন না দুধকে সরিয়ে শুধু পানির দিকে তাকাতে। এমনই ভাবে পানিকে সরিয়ে শুধুমাত্র দুধকেও দেখতে পারবেন না।

পীর/ওলী - আল্লাহ সম্পর্কটা ঠিক এমনই হয়। আল্লাহ পাকের জাত পাক ও সীফাতের সাথে ক্বামেলে মোক্বাম্মেল ওলীসকল এমনই ভাবে মিশে থাকেন যে, যে কেউ পীরকে/ওলীকে দেখলো, প্রত্যক্ষ বা পরক্ষোভাবে যেন আল্লাহ পাকেরই নুরের তাজ্বাল্লীয়াত দেখলো।

এবার ঐ গ্লাসের পানি+দুধের মিশ্রনটি খেয়ে পরীক্ষা করুন। ....

দুধ-পানি-চিনির মিলিত নতুন একটি রুপ পাবেন। এই নতুন রুপটিকে বলতে পারেন লজ্জত। সুমিষ্ট এই লজ্জতটি যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকরও বটে।

তেমনি আল্লাহ পাকের জাতের সাথে যারা মিশে আছেন, তাদের কাছে গোটা বিশ্ব ভ্রন্মান্ডটাই আল্লাহ নূরে নূরান্বিত থাকতে দেখেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.