নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুনিয়াটা এমনই হয়, যে অন্যায় করলো, বিচারক তার কথাই শুনলো, তার পক্ষেই রায় দিলো....
একবার হযরত মুসা আ: এর পায়ে ক্ষত সৃষ্টি হলো। হযরত মুসা আল্লাহ রাব্বুল আলামীন এর কাছে ফরিয়াদ জানালেন যে হে আল্লাহ, আমার পায়ের ঘা ভালো করে দাও। আল্লাহ রাব্বুল আলামীন হযরত মুসাকে হেকীম লোকমান আ: এর কাছে যেয়ে চিকিৎসা করাতে বললেন। হযরত মুসা আ: আল্লাহকে বললেন হে আল্লাহ, তুমিই তো পারো আমাকে ভালো করতে। হেকীম লোকমানের কাছে কেন যাব? আল্লাহ পাক হযরত মুসাকে একটি গাছের পাতা দিয়ে বললেন এটা পায়ের ক্ষতস্থানে মাখো। হযরত মুসা তাই করলেন। ফলসরুপ তিনার পায়ের ঘা আরো বেড়ে গেলো। হযরত মুসা আবারো আল্লাহর কাছে নালিশ করলেন যে হে আল্লাহ, আমার পায়ের ক্ষততো আরো বেড়ে গেছে। আল্লাহ পাক আবারো হযরত মুসাকে হযরত লোকমান (হেকীম) এর কাছে যেতে বললেন। হযরত মুসা এবার আল্লাহর নির্দেশ অনুযায়ী হযরত হেকীম লোকমান আ: এ কাছে গিয়ে তার সমস্যার কথা জানালেন। হযরত হেকীম লোকমান আ: একটি গাছের পাতা দিলেন চিকিৎসার জন্য। হযরত মুসা দেখলেন যে আল্লাহ পাক যে পাতাটি দিয়েছিলেন, হযরত লোকমান ঠিক সেই পাতাটিই দিয়েছেন। তিনি পাতাটি ক্ষতস্থানে ব্যবহার করতেই ক্ষত দুর হয়ে গেলো। এবার হযরত মুসা আ: আল্লাহকে জিজ্ঞাস করলেন যে হে আল্লাহ, আমিতো তোমার হুকুমেই তোমার দেওয়া পাতাই ব্যবহার করেছিলাম। ক্ষত ভালো হয় নাই। অথচ হেকীম লোকমান ঠিক একই পাতাটি আমাকে দিলেন যেটি ব্যবহার করে আমি ভালো হয়ে গেলাম এর কারন কি?
আল্লাহ পাক উত্তরে বললেন, উসিলা ছারা কিছুই হবে না। আমার হুকুম ছিল উছিলা ধর ...........
©somewhere in net ltd.