নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুনিয়াটা এমনই হয়, যে অন্যায় করলো, বিচারক তার কথাই শুনলো, তার পক্ষেই রায় দিলো....
রাজাকাররা কে কেমন?
১) বাচ্চু রাজাকার -।।
স্মার্ট ও চালাক রাজাকার। সে সবার আগে বুঝেছিল এই বার খবর আছে। তাই রাতের আঁধারে দেশ ছেড়ে ভাগছিল।
২) মীর কাশিম আলী -
ওভার স্মার্ট রাজাকার। সবার জন্য ২৫০ কোটি টাকা খরচ করছে। বাইরে গেছিল লবিস্ট লাগাইতে। এরপর চলে আসছিল, ভাবছিল টাকা দিয়ে সব কিনা ফেলছে।
৩) কাদের মোল্লা -
এরোগেন্ট রাজাকার। যাবত জীবন খাইয়া আনন্দে ভি চিনহ দেখাইছিল। ভাবছিল জিইতা গেছি।
৪) কামারুজ্জামান -
বদমাইশ রাজাকার। নিজে একটা বেয়াদব, পুলাপাইন গুলাও বানাইছে সেই রকম বেয়াদব।
৫) মুবারক হোসেন -
হার্ট দুর্বল রাজাকার। সবার ফাঁসি হওয়া দেখে প্রিজন সেলের গাড়ির মধ্যে স্ট্রোক করে মরছে।
৬) আব্দুল আলীম -
খাটাস রাজাকার। দুই পা কবরে ছিল তাও মরে নাই। কোলে করে ট্রায়াল রুমে নিতে হইছে।
৭) সাকা চৌধুরী -
রাজাকারদের মধ্যে জানোয়ারের তালিকা করলে সে সবার উপরে থাকবে। তাকে জানোয়ার রাজাকার বলা যায়। সে এতোটাই কুচক্রি যে ফাঁসি হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত রায় বানচালের চেষ্টা করছে। ঘোষিটি বেগমের পুরুষ ভার্সন।
৮) মইন চৌধুরী -
চালাক ও ধুরন্ধর প্রকৃতির রাজাকার। দেশ স্বাধীনের পর একবারই আসছিল বাংলাদেশে।
৯) মতিউর রহমান নেজামী -
শয়তান রাজাকার। মুচি মুচি হাসতো মনে হতো মাছের কাঁটাও উল্টে খেতে জানতো না। কিন্তু সবচেয়ে ভয়ংকর ছিল সে।
১০) আলী আহসান আল মুজাহিদ -
রাজাকার স্ট্রাইকার। গুন্ডা বা ক্যাডার বলা যায়। নির্বাচন কমিশনের সামনে দাড়ায়ে তার দেওয়া বক্তব্য, জামায়াত এখন কচু পাতার উপরে পানি নয় যে টুস করে পড়ে যাবে। বক্তব্য দেওয়ার সময় তার মুখের ভঙ্গিমা এখনও আমার চোখের সামনে ভাসে। সকল অপকর্মে হোতা ছিল সে।
১১) গোলাম আজমঃ
রাজাকার নবী। জীবনে সব সুখই করে নিল। মরার আগে তার আসলে আর হারাবার কিছু ছিল না। একজন মানুষ এতো অপরাধ করে যে এতো আরাম আয়েশে দিনাতিপাত করতে পারে তা এই রাজাকার রে না দেখলে কেউ বিশ্বাস করবে না।
১২) দেলোয়ার হোসেন সাইদী -
সুবিধাভোগী ও লুইচ্চা রাজাকার। মীর কাশিম আলী ও সাকা টাকা খরচ করছে এবং জেলে বসে বসে জীবনের সুখ করতেছে সাইদী। তবে হিংস্রতার দিক বিবেচনা করলে সাইদীর চেয়ে বড় কোন হিংস্র রাজাকার নাই। সবার আগে এর ফাঁসি হওয়া উচিৎ ছিল।
১৩) আশরাফুজ্জামান -
পাওয়ার ফুল রাজাকার। আমেরিকায় বসে বসে গুটি চালতেছে। মুইন চৌধুরীর মতো সেও অনেক চালাক ও ধুরন্ধর
©somewhere in net ltd.