নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুনিয়াটা এমনই হয়, যে অন্যায় করলো, বিচারক তার কথাই শুনলো, তার পক্ষেই রায় দিলো....
তিনজন হুজুরকে একটি হোটেল রুমে খুন, রাতভর বিতর্ক করবে - চিত হয়ে শোয়া জায়েজ, নাকি কাত হয়ে শোয়া জায়েজ।
তিনজন তরুনকে হোটেলে রাখুন, তারা অমুক গেমস আর তমুক বাইক নিয়ে আলোচনা করবে।
তিনজন নারীকে হোটেলে রাখুন, তারা পরচর্চা করবে।
তিনজন চাকরীজিবিকে হোটেলে রাখুন, তারা দ্রব্যমুল্য বৃদ্ধির ব্যাপারে কথা বলবে।
তিনজন ব্যাবসায়ীকে হোটেল রুমে রাখুন, তারা ব্যাবসায়ের সুবিধা-আসুবিধার ব্যাপারে কথা বলবে।
তিনজন ইহুদীকে একটি হোটেল রুমে রেখে দেখুন। তাদের আলোচনার বিষয় হবে - নিজ এলাকায় কিভাবে এমন একটি হোটেল বানিয়ে ব্যাবসা করা যায়। কিভাবে নিজেদের আরো সমৃদ্ধি ও উন্নত করা যায় ।।।
এটাই হলো ইহুদীর একতা ও সদিচ্ছা। তারা একসাথে কাজ করে, সবসময়ই এগিয়ে থাকতে চায়। দুনিয়াতে মুসলিম আছে ১৮০ কোটি, খ্রিস্টান আছে ২২০ কোটি। তবুও, মাত্র এক কোটি ইহুদী সবকিছু দখল করে বসে আছে। এর মূল কারন - একতা ও সদিচ্ছা। কোন কাজ করার যোগ্যতা বা সামর্থ্য, ইত্যাদি তো অনেক পরের কথা। প্রথম যেটা লাগে, সেটা হলো - ইচ্ছা। ইচ্ছা না থাকলে, কোনকিছুই করা যায় না।
©somewhere in net ltd.