নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমালোচনাতে জ্ঞানীর জন্য থাকে শিক্ষা আর মূর্খের জন্য থাকে তর্ক।

তোফায়েল আহমেদ টুটুল

সাহসী আওয়াজ

তোফায়েল আহমেদ টুটুল › বিস্তারিত পোস্টঃ

আজ শুক্রবার জুম্মার দিন

১১ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৩৫

আজ শুক্রবার
১১ আগষ্ট ২০১৭ ইং
২৭ শে শ্রাবণ ১৪২৪ বঙ্গাব্দ
১৭ জিলকদ ১৪৩৮ হিজরী
পবিত্র জুম্মার দিন।

দেখা সাক্ষাত
তোফায়েল আহমেদ টুটুল

নামাজ কায়েম কর বান্দা আল্লাহর হুকুম কুরআনে,
কপাল ঠেকাও দিল কাবাতে অন্তরে সঠিক ঈমানে।
মুয়াজ্জিনের আযান শুনে মসজিদের পানে অগ্রসর,
মুমিন মুসলমানের নিত্য পালন নামাজে কেন বেখবর?

নামাজে দাড়িয়ে মনে মনে নজর করিবে মক্কার পানে,
সুরা ফাতেহা পাঠ যখনে শ্রবণ কর কর্ণমূলে তালাশনে।
আলহামদুলিল্লাহ প্রশংসা শুনে মাওলা হাজির সামনে ,
মহান আল্লাহ আলাপনে মশগুল হয়েছে বান্দার সনে।

আসনে বসিয়া ধ্যানে জ্ঞানে তাশাহুদ পড়ে আপন মনে,
আত্মসমর্পণ বিণয়ে বিশ্বাসে ভক্তি কর কুদরতি চরণে।
হৃদয়ের পবিত্র জায়গায় মাথা লুটাইয়া পড় সেজদায়,
পীর আউলিয়া দেখছে খোদা সেজদা দিয়ে দুনিয়ায়।

জানিয়া নামাজের বেনা পাঞ্জেগানা আদায় ষোলআনা,
প্রেম সালাতে দেখা ম্বাক্ষাত বান্দার সনে সাঁই রাব্বানা।
"আকিমুছ সলাত" আদায়ে বান্দার নামায হলে কায়েম,
"আছসাতুল মেরাজ"আল্লাহর সনে বান্দার হয় নিগূঢ় প্রেম।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৫

সনেট কবি বলেছেন: খুব সুন্দর লিখেছেন কবি।

২| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:১৩

তোফায়েল আহমেদ টুটুল বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় সনেট কবি

৩| ১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৩

সনেট কবি বলেছেন:



সনেট কবি তোফায়েল আহমদ টুটুল

তোফায়েল আহমেদ টুটুল হে কবি
প্রতিভা বিস্তর আছে প্রকাশ নিমিত্তে
সনেট মন্তব্য দেখে হয়েছি অবাক
নতুন নক্ষত্র এযে সাহিত্য আকাশে।
দয়াময় আল্লাহর দয়ার ভান্ডার
কবির জন্যেতে হোক সহসা উম্মুক্ত
সে কামনা করি আমি আল্লাহ সমীপে
কবুল করেন যেন তিনি এ মিনতি।

আপনি লেখেন চাই অনেক অনেক
হয়ত বাড়বে এতে কলমের ধার
কাটবে কলম তাতে কথার জড়তা।
এখন অনেকে করে সনেট প্রচেষ্টা
সাহিত্য ভরবে তবে সনেট সাম্রাজ্যে
চলুক প্রচেষ্টা তবে সনেট গড়ায়।

৪| ১৩ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:২৯

তোফায়েল আহমেদ টুটুল বলেছেন:




শ্রদ্ধেয় প্রাণ প্রিয় সনেট কবি

রিক্ত আমি শূণ্য অতি কি আছে দেবার,
শ্রদ্ধা ভক্তি ভালবাসা শুভেচ্ছা জানাই,
সর্বদা স্নেহ আদর দুহাতে কুঁড়াই,
কৃতজ্ঞতা নতশীরে দেই উপহার।
প্রতিভার নেই কিছু এই অধমের ,
আপনার প্রশংসা তবুও পেলাম,
হিজি বিজি কত কথা লেখি অবিরাম,
সম্মান মর্যাদা ভাবি ছোট্ট মন্তব্যের।

আল্লাহর দরবারে জানাই প্রার্থণা ,
শান্তিতে ভরে উঠুক সুখী পরিবার,
মঙ্গলে চির কল্যাণ হোক বিধাতার,
ভাল ও সুস্থ থাকেন একান্ত কামনা।
রহমত বরকতে পরিপূর্ণ সদা,
অর্জনে খ্যাতি সাফল্য সম্মান মর্যাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.