![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৌর পরিবারের অধিপতি হলো সূর্য আর একে কেন্দ্র করে বৃক্তাকার কক্ষপথে 9 টি গ্রহ (আমি এখানে 9 টি গ্রহের কথা উল্লেখ্য করলাম, এই জন্য যে প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ নিয়ে এখনও বির্তক চলছে। আর সবচেয়ে বড় কথা হলো আন্তজার্তিক জ্যেতির্বিজ্ঞান সংস্হা (IAU) এখন পর্যন্ত প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দেয়নি,তাছাড়া আমি নিজে ও এই সংস্হাটির একজন সদস্য বিধায় আমি ও এর পক্ষে এর জন্যই আমি প্লুটোকে গ্রহ হিসাবে উল্লেখ্য করছি)। সূর্যকে প্রদক্ষিন করে চলছে। এ ছাড়া ও এই সব গ্রহদের উপগ্রহ,গ্রহানু, ধূমকেতু ইত্যাদি।আমরা সূর্য এবং এইসব গ্রহ উপগ্রদের সর্ম্পকে কতুটুকু জানি? মনে হয় খুব বেশী কিছু জানি না।এদের সর্ম্পকে বিস্তারিত লিখতে গেলে অনেক সময়ের প্রয়োজন এবং অনেক তথ্য একসাথে করে তারপরে লিখতে হবে।সেই লেখাগুলি পরবর্তিতে লেখার চেস্টা করবো। আপাতত সূর্য এবং গ্রহ উপগ্রহদের সর্ম্পকে কিছু তথ্য জেনে নেই,এবং নিজের জানা তথ্যের সাথে মিলিয়ে দেখি কতটুকু জানি। প্রথমেই সূর্য।
সূর্য (Sun):
সূর্যের বয়স (বিলিয়ন বছর):আনুমানিক প্রায় 4.6 বিলিয়ন বছর।
নক্ষএ ধারা (Main sequence):হলুদ প্রধান ধারার নক্ষএ।
ভর (পৃথিবীর এককে): 332,946,সমগ্র সৌর ভরের 98%।
নিরক্ষীয় ব্যাস: 1,392,000 কিঃমিঃ।
গড় ঘনত্ব (gm/cm^3) পানির ঘনত্বে এককে: 1.410।
দৃ্যমান উজ্জলতা: -26.8।
প্রকৃত উজ্জলতাবিলিয়ন বিলিয়ন মেগাওয়াট): 3.827।
সৌর পৃস্ঠের গড় তাপ (Photosphere): 6,000 ডিগ্রী সেন্টিগ্রেড।
কেন্দ্রের তাপ : প্রায় 15,000,000 ডিগ্রী সেন্টিগ্রেড।
ক্রোমোস্ফিয়ারের তাপ:প্রায় 10,000 ডিগ্রী সেন্টিগ্রেড।
করোনা (Corona) সৌর মুকুট তাপ:প্রায় 2,670,000 ডিগ্রী সেন্টিগ্রেড।
পৃথিবী থেকে সর্বোচ্চ দুরত্ব (Aphelion): 152,000,000 কিঃমিঃ।
পৃথিবী থেকে সর্বনিম্ন দুরত্ব (Perihelion): 147,000,000 কিঃমিঃ।
পৃথিবী থেকে গড় দুরত্ব: 149,600,000 কিঃমিঃ।
মেরু অক্ষের ঘূর্নন (পৃথিবীর দিন):35।
নিরক্ষীয় ঘূর্নন (পৃথিবীর দিনে):25।
সৌর মুকুট (Corona) এর ছবি তোলা হয়েছে 22/07/2009 এ পূর্ন সূর্য গ্রহনের সময় পন্চগড় জেলার হারিভাসা ইউনিয়ের মাধুপাড়া গ্রাম থেকে।
শেষের ছবি সৌজন্যে:http://www.solarviews.com/eng/sun.htm
বুধ (Mercury):
নিরক্ষীয় ব্যাস: 4,878 কিঃমিঃ।
ঘনত্ব (পৃথিবীর এককে):0,056।
গড় ঘনত্ব (পানির এককে)(gm/cm^3): 5,42।
গ্রহের মাধ্যাকর্ষন (পৃথিবীর এককে): 0,38।
গ্রহের মেরু অক্ষ (আনত্): 2 ডিগ্রী।
গ্রহের পৃস্ঠের মুক্ত বেগ (গ্রহের মাধ্যাকর্ষন টান কাটিয়ে কোন কিছুর বাইরে বেড়িয়ে যাওয়া): 4.3 কিঃমি প্রতি সেকেন্ডে।
নিজ অক্ষের ঘূর্নন (দিনের দৈর্ঘ) d= earth day h=earth hour:58.65 দিন।
গড় পৃস্ঠ তাপ:-170 থেকে 430 ডিগ্রী সেন্টিগ্রেড।
বলয়ের সংখ্যা:বলয় নেই।
উপগ্রহের সংখ্যা: উপগ্রহ নেই।
সর্বোচ্চ দৃশ্যমান উজ্জলতা:-1.4।
সূর্য থেকে সর্বোচ্চ দুরত্ব (Aphelion):69,7 মিলিয়ন কিঃমিঃ।
সৃর্য থেকে সর্বনিম্ন দুরত্ব (Perihelion):45,9 মিলিয়ন কিঃমিঃ।
সূর্য থেকে গড় দুরত্ব:57,9 মিলিয়ন কিঃমিঃ।
কক্ষপথে গড় গতি:47,89 কিমিঃ প্রতি সেকেন্ডে।
কক্ষপথ (আন্ত) হেলানো:7ডিগ্রী।
সূর্য প্রদক্ষিন (বছরের দৈর্ঘ পৃথিবীর দিনে):87.97 দিন।
দ্বিতীয় তৃতীয় ছবি মহাকাশ যান মেসেন্জারের সৌজ্যন্যে:
শুক্র (Venus):
নিরক্ষীয় ব্যাস (Equatorial diameter): 12,103 কিঃমিঃ।
ভর (পৃথিবীর এককে): 0,81।
ঘনত্ব (পানির এককে)(gm/cm^3):5,25।
গ্রহের মাধ্যাকর্ষন (পৃথিবীর এককে): 103 কিঃমিঃ প্রতি সেকেন্ডে।
মেরু অক্ষ (আনত্, হেলানো):2 ডিগ্রী।
নিজ অক্ষের ঘূর্নন (পৃথিবীর দিনে): 243,16 দিন,শুক্র সূর্যকে উল্টা দিক থেকে প্রদক্ষিন করে।
কক্ষপথ পরিক্রমন (পৃথিবীর বছরে):225,7 দিন।
কক্ষপথ পরিক্রমন গতি: 22 মাইল প্রতি সেকেন্ডে।
বলয়ের সংখ্যা:বলয় নেই।
উপগ্রহের সংখ্যা:উপগ্রহ নেই।
সর্বোচ্চ দৃশ্যমান উজ্জলতা: -4.4
সূর্য থেকে সর্বোচ্চ দুরত্ব (Aphelion):109 মিলিয়ন কিঃমিঃ।
সূর্য থেকে সর্বনিম্ন দুরত্ব: (Perihelion):107,4 মিলিয়ন।
সূর্য থেকে গড় দুরত্ব:108,2 মিলিয়ন কিঃমিঃ।
গ্রহ পৃস্ঠের মুক্ত বেগ:35.0 কিঃমিঃ প্রতি সেকেন্ডে।
কক্ষপথ (আনত্ হেলানো): 3.39 ডিগ্রী।
শুক্র এবং পৃথিবীর আকৃতি প্রায় একই রকম, এই জন্য শুক্রকে পৃথিবীর জমজ বলে।এই গ্রহে কোন কাল seasons নেই কারন এই গ্রহের মেরু অক্ষ হেলানো নেই। শুক্র গ্রহের অভ্যন্তর প্রচন্ড গরম সূর্য থেকে গ্রহের পৃস্ঠে যে আলো আর তাপ আসে তা শুক্রের বায়ুমন্ডলের কারনে পরর্বতীতে আর বেরিয়ে আসতে পারে না,গ্রীন হাউজের মত। এই কারনে শুক্র পৃস্ঠ এত উতপ্ত।এই বায়ুমন্ডলের কারনে পৃথিবীর সবচেয়ে বড় দুরবীন দিয়েও এর পৃস্ঠ দেখা যাবে না।
পৃথিবী (Earth):নিরক্ষীয় ব্যাস : 12,756।
ভর (Mass): (পৃথিবীর এককে) :13) :5.52।
পৃস্ঠের মুক্তবেগ:11.2 কিঃমি প্রতি সেকেন্ডে।
মেরু অক্ষ (Earth axis) হেলানো:23.4 ডিগ্রী।
অক্ষঘূর্নন (দিনের দৈর্ঘ্য): 23.93 h (Earth hour)।
গড় পৃস্ঠ তাপ::15 ডিগ্রী সেন্টিগ্রেড।
বলয়ের সংখ্যা :বলয় নেই।
উপগ্রহের সংখ্যা : 1টি।
সূর্য থেকে সর্বোচ্চ দূরত্ব (Aphelion):152,1 মিলিয়ন কিমিঃ।
- - সর্বনিম্ন দূরত্ব (Perihelion): 147,1 মিলিয়ন কিঃমিঃ।
- - গড় দূরত্ব: 149,6 মিলিয়ন কিঃমিঃ।
কক্ষপথে গতি: 29,79 কিঃমিঃ প্রতি সেকেন্ডে।
কক্ষ পথে পৃথিবী হেলানো: 0 ডিগ্রী।
কক্ষ প্রদক্ষিন সময় (বছরের দৈঘ্য): 365,26 দিন
ছবি গুগল।
চলবে.................
২| ০৫ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৫০
পদ্ম।পদ্ম বলেছেন: +
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:৪০
razu_ship বলেছেন: যত পরি তত ভাল লাগে। আবার ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪৭
রিফাত হোসেন বলেছেন: ++ আপনার কথা গুলো একটু কঠিন সাইন্টেফিক হয়ে গেল না ।
খুব বিখ্যাত । 
আর বিস্তারিত অর্থ বোঝালে বুঝতাম ।
অনেক ব্লগারই মনে হয় বুঝল না । তাই কমেন্ট করছে না ।
তবে চালিয়ে যান ।
এটমোস্ফিয়ার তো চিনি তো ক্রোমোস্ফিয়ার টা কি ?
সৌর মুকুট কোরোনা নামে একটাইপের মেক্সিকান বিয়ার আছে মনে হয় ।