![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমরে একুশে..............\nআমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি............\nএকাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। “রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধ অনিঃশেষ” সাঈদী/জব্বার সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি। জয়বাংলা।
বাংলাদেশ প্রিমিয়ার লীগ(বিপিএল) টি-২০
গতকাল সন্ধ্যায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিযামে জমকালো অনুষ্ঠানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামন্য রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান শুভ উদ্বোধন ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ(বিপিএল) টি-২০ দ্বিতীয় আসরের পর্দা ওঠল। বাংলাদেশের তিন বিভাগের তিন ভেন্যুতে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ভেন্যুগুলোঃ-
১। শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম,মিরপুর।
২। এম.এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম।
৩। শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা।
বাংলাদেশ প্রিমিয়ার লীগ(বিপিএল) টি-২০ দ্বিতীয় আসরে মোট সাতটি দল এক অপরের সঙ্গে প্রতিদ্বন্ধিতা করবে। অপর দলটি সদ্য রংপুর বিভাগের রংপুর রাইডার।
দলগুলো হলোঃ-
১। বরিশাল বার্নার্স।
২। চিটাগাং কিংস।
৩। ঢাকা গ্ল্যাডিয়েটরস
৪। দুরত্ব রাজশাহী।
৫। খুলনা রয়েল বেঙ্গলস্।
৬। সিলেট রয়েলস।
৭। রংপুর রাইডার্স।
বাংলাদেশ প্রিমিয়ার লীগ(বিপিএল) টি-২০ দ্বিতীয় আসরে যাঁরা দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন।
*বরিশাল বার্নার্সকে ব্রাড হজ।
*চিটাগাং কিংসকে জাতীয় দলের সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
* ঢাকা গ্ল্যাডিয়েটরসকে দেশ সেরা পেসার মাশরাফি বিন মর্তুজা।
* দুরত্ব রাজশাহীকে সাইমন ক্যাটিচ।
* খুলনা রয়েল বেঙ্গলসকে শাহারিয়ার নাফিস।
* সিলেট রয়েলসকে জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহমান।
* রংপুর রাইডার্সকে আব্দুর রাজ্জাক।
উদ্বেধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আজ দুপুর ২টায়।
প্রথম আসরের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস ও খুলনা রয়েল বেঙ্গলস।
সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।
এবারের বিপিএল আয়োজন আমাদের সবার জন্য একটু চ্যালেঞ্জিং, আসুন এর সফল আয়োজনের মাধ্যমে দেশ ও দেশের বাইরে ক্রিকেট অঙ্গনে বাংলাদেশ প্রিমিয়ার লীগ(বিপিএল) টি-২০ ও বাংলাদেশের ভাবমুর্তি উজ্জল করি।বিপিএল আয়োজক কমিটি, বিসিবি,, দেশী-বিদেশী ক্রিকেটার সহ ফ্যার্ন্চাইজি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী প্রচার সংশ্লিষ্ট সকল কলাকৌশলী ধারা ভাষ্যকার এবং সর্বোপরি আমোদি ক্রীড়ামোদি দর্শকের প্রতি রইল শুভকামনা।
গুডলাক বাংলাদেশ প্রিমিয়ার লীগ(বিপিএল) টি-২০, গুডলাক বাংলাদেশ।
১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪১
তুহিন সরকার বলেছেন: ভুলের জন্য আন্তরিক ভাবে দুঃখিত মিঠুন ভাই।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩
িমঠুন মহলী বলেছেন: মিয়া যা জানেন না তা নিয়ে লেদান কেন? আগে জানেন তারপর বলেন,.............