![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমরে একুশে..............\nআমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি............\nএকাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। “রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধ অনিঃশেষ” সাঈদী/জব্বার সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি। জয়বাংলা।
জেগে আছি বন্ধু তোমার সঙ্গে পাল্লা দিয়ে,
ক্ষমা কর এক সঙ্গে পারিনি জাগতে,
এই নিশীতে জেগেছি তবে.......................
চাঁদ ছিলনা আকাশে,
মোমবাতির আলোকে স্বাগত জানিয়েছি তোমাকে।
ভুলনা বন্ধু গণজারণ মঞ্চ-এ গণজাগরণের শপথ,
দুর থেকে নিলেও নিয়েছি একসঙ্গে.....আত্মার সঙ্গে মিল রেখে।
নাওয়া-খাওয়ায় অস্থির সময় কাটিয়েছি
তোমার কথা ভেবে।
রাতের খবরে শুনেছি তুমি আহত আছ বারডেমে,
এখন ভাল আছতো?
স্বস্থির নিঃশ্বাস ফেলেছি এথন তুমি গণজাগরণ মঞ্চে।
ভেবনা কেউ মারেনি তোমায়
ভালবাসার পরশ ভেবে নিও।
পাশে আছি দুর থেকেও শান্তনা জেনে নিও একটু।
জ্বালোরে জ্বালো আগুন জ্বালো
একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।
জামায়াত শিবির রাজাকার
এই মহুর্তে বাংলা ছাড়।
পক্ষ নিলে রক্ষা নাই
কসাই কাদের সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যদ্ধাপরাধীদের ফাঁসি চাই,ফাঁসি।
জয়বাংলা।
১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫০
তুহিন সরকার বলেছেন: ধন্যবাদ গুরু।
শুভকামনা রইল।
২| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ৯:৫৯
েতলবাবু বলেছেন: Lakir background jante chai,
১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫২
তুহিন সরকার বলেছেন: লাকির ব্যাকগ্রাউনড জেনে কি লাভ, বর্তমান পরিচয়টা জানুন।
বাম ঘরণার রাজণীতির একজন নারী সংগঠক।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++++