নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারণ একজন মানুষ হবার প্রচেষ্টায়......................।

আজ তুমি অন্যের...........প্রীতি!

তুহিন সরকার

অমরে একুশে..............\nআমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি............\nএকাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। “রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধ অনিঃশেষ” সাঈদী/জব্বার সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি। জয়বাংলা।

তুহিন সরকার › বিস্তারিত পোস্টঃ

জামায়াত-শিবিরের অপতৎপরতা প্রতিহত করুন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৫

গোপন সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে জামাত-শিবিরের কর্মীরা অনলাইনে বিভিন্ন ফেক আইডির আড়ালে থেকে আন্দোলনকারী সেজে আমাদের প্রিয় নবী ও রাসুল হযরত মোহাম্মদ (সাঃ) ও ইসলামকে নিয়ে বিভিন্ন প্রকার কটুক্তি করার সিন্ধান্ত নিয়েছে। যাতে করে শাহবাগ প্রজন্ম স্কয়ার গণজাগরণ মঞ্চ এবং সারাদেশের আন্দোলনের বিপক্ষে তারা মানুষকে বিভ্রান্ত করে এই গণজাগরণকে ঠেকাতে পারে। ফেসবুক,টুইটার, ব্লগ সাইট বিভিন্ন অনলাইন-অফলাইন পেজে যদি দেখেন আমাদের প্রিয় মহানবী হয়রত মোহাম্মদ (সাঃ) ও ইসলামকে নিয়ে শাহবাগের আন্দোলনকারীর পক্ষে কথা বলার ভনিতা প্রকাশ করছে, তাহলে বুঝবেন ওই ব্রাটাই জামায়াত-শিবিরের কর্মী। শাহবাগের আন্দোলনকে নাস্তিকদের সমাবেশ হিসেবে কালিমা দেবার জন্যই জামায়াত-শিবিরের এই অপতৎপরতা। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। মনে রাখবেন এই আন্দোলন ইসলাম ধর্মের বিপক্ষে নয় মানবতার পক্ষে। এই আন্দোলন মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিপক্ষে।বিভ্রান্তিকারীদের প্রতিহত করুন সর্বোচ্চ শক্তি দিয়ে।

গণজাগরণে শোলাকিয়া ঈদ জামাতের একাত্মতা প্রকাশ। শোলাকিয়া ঈদ জামাতের প্রধান খতিব (মাওলানা ফরিদ উদ্দীন মাসুদ সাহেব) একাত্মতা প্রকাশ করে বলেন, কারণ এরা শুধু মানবতার বিরুদ্ধে অপরাধ করে নাই, এরা ইসলামের বিকৃত সাধন করে ইসলামের বিরুদ্ধে অপরাধ করেছে। সুতরাং এদের ফাঁসি ছাড়া দ্বিতীয় কোন দাবি হইতে পারেনা।

জামাত-শিবিরের যেকোন অপতৎপরতা কসাই কাদের সহ অন্যান্য মানবতাবিরোধী যুদ্দাপাধীদের বিচার কিংবা ফাঁসি রোধ করতে পারবেনা ইনশাল্লাহ। বাঙ্গালীর জয়, মানবতার জয় হবেই হবে।

জয়বাংলা।

শোলাকিয়া ঈদ জামাতের প্রধান খতিবেব গণজাগরণে একাত্মতা প্রকাশের বক্তব্য।



মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯

মো ঃ আবু সাঈদ বলেছেন: এইটা চলতে তাকুক
Click This Link

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩

মো ঃ আবু সাঈদ বলেছেন: গোপন সুত্র কি বাসায় বইস্যা বানাইছেন নাকি.....

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৮

তুহিন সরকার বলেছেন: আপনাকে সঙ্গে নিয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.