নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারণ একজন মানুষ হবার প্রচেষ্টায়......................।

আজ তুমি অন্যের...........প্রীতি!

তুহিন সরকার

অমরে একুশে..............\nআমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি............\nএকাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। “রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধ অনিঃশেষ” সাঈদী/জব্বার সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি। জয়বাংলা।

তুহিন সরকার › বিস্তারিত পোস্টঃ

রায়েরবাজার বধ্যভূমির শপথ দৃপ্ত কন্ঠে ধারণ এবং আজকের হরতাল প্রতিহত করুন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৭

আমরা শপথ করছি যে,

কাদের মোল্লা সহ সকল যুদ্ধাপরাধীদের শাস্তি,

মৃত্যুদন্ডের রায় ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

আমরা শপথ করছি যে,

যুদ্ধাপরাধী ও দেশদ্রোহী জামায়াতী ইসলামী তাদের সন্ত্রাসী বাহিনী ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

আমরা শপথ করছি যে,

যুদ্ধাপরাধীদের সকল অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আমরা বয়কট করব।

আমরা শপথ করছি যে,

প্রত্যেকে নিজ নিজ জায়গা

যুদ্ধপরাধীদের প্রতিহত করব।

তাদের সকল গণমাধ্যমকে বয়কট করব।

‍'' সংগ্রামী বন্ধুগণ ......................সংগ্রামী বন্ধুগণ

আমাদের এই শপথকে কাজে পরিনত করতে হবে। আমাদের সর্বস্তর থেকে তাদের বয়কট করলে তারা দাড়ানোর এক ইঞ্চি জায়গা খুঁজে পাবেনা এই বাংলাদেশে। আমারা একাত্তরে অনুপ্রেরণাকে বুকে ধারণ করে এখানে এসেছি। আমারা মুক্তিযুদ্ধের চেতনা প্রসুত এই সোনার বাংলাদেশ গড়বই গড়ব।'' জয়বাংলা।



আমি সকলকে অনুরোধ করছি, আজকের এই হরতালকে প্রতিহত করুন এবং আজকে সকাল ৮টায় গণমিছিলে যোগদিয়ে জামায়াত ইসলামীর হৃদয় আত্মা কাপিয়েদিন। যারা আমাদের জাতীয় পতাকা, শহীদ মিনারকে অসম্মান করে তারা তারা আল্লাহর মনোনীত ইসলামী দল হতে পারে না। ইসলাম শাস্তির ধর্ম। নৈরাজের ধর্ম নয়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৬

গধযনঁন বলেছেন: বাংলা ফ্যামিলি টপিক কনটেস্ট- পোস্ট দিয়ে পুরস্কার জিতে নিন
আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি টপিক কনটেস্ট

এখন থেকে প্রতি মাসে প্রথম ৩ জন সর্বোচ্চ পোস্ট দাতা পুরস্কার পাবেন।
http://www.banglafamily.com/index

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৩

তুহিন সরকার বলেছেন: দেখছি আপনার প্রয়োজনই বেশি ভায়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.