![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমরে একুশে..............\nআমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি............\nএকাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। “রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধ অনিঃশেষ” সাঈদী/জব্বার সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি। জয়বাংলা।
আজকের গণজাগরণ মঞ্চের কর্মসূচী সফল করুন।
* সকাল ১০ টায় হরতালবিরোধী মিছিল।
* বিকাল ৩ টায় প্রজন্ম চত্বর গণজাগরণ মঞ্চ-এ মহাসমাবেশ।
জয়বাংলা
দ্বীপ্ত শ্লোগানে তপ্ত বাংলা
আর একটা যুদ্ধ চাই,
শত্রু মুক্ত বাংলা চাই।
নুতুন সূর্য্যদ্বয়ে রাঙ্গ প্রভাতে
নির্মল নিঃশ্বাসে বুক ফুলে বাঁচতে চাই।
আসুন সবাই মিলে এই জামায়াত-শিবির রাজাকারদের আহুত হরতালকে প্রতিহত করে দেশ ও জাতিকে কলংক মুক্ত করি।
স্বাধীনতার মাস, উত্তাল মার্চ, অগ্নিঝরা মার্চে বজ্রকন্ঠে আওয়াজ তুলুন
একাত্তেরর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।
প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।
তুমি কে আমি কে
বাঙ্গালী, বাঙ্গালী।
তোমার আমার ঠিকানা,
পদ্মা, মেঘনা, যমুনা।
রাজাকারের ঠিকানা ফাঁসির পর পাকিস্তানের মোহনা।
একটাই দাবি ফাঁসি চাই,ফাঁসি।
কসাই কাদের সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি।
ইনশাল্লাহ জয় আমাদের হবে।
জয়বাংলা।
©somewhere in net ltd.