![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমরে একুশে..............\nআমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি............\nএকাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। “রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধ অনিঃশেষ” সাঈদী/জব্বার সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি। জয়বাংলা।
জন্ম থেকে জন্মান্তরে শাহবাগ প্রজন্ম চত্ত্বর অন্তরে।গণজাগরণ মঞ্চের আগামী কর্মসূচীঃ-
* ৪ এপ্রিল জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবিতে সকাল ১১ টায় গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল-পদযাত্রাসহ মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ করা হবে।
* ৪ এপ্রিল সারাদেশে বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ।
* ৫ এপ্রিল ৪ টায় প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান।
* ৬ এপ্রিল বিকাল চারটায় প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চে সমাবেশ।
এর পরও সরকার দাবি না মানলে লংমার্চ, ঢাকা ঘেরাওসহ কঠোর কর্মসূচি পালন করবে গণজাগরণ মঞ্চ।
সরকারের স্পর্ধা দেখাটাই কাল হল গণজাগরণ মঞ্চের। গণজাগরণ মঞ্চ জনগণের, যে জনগণের অকুন্ঠ সমর্থন নিয়ে ক্ষমতায় যাওয়া সেই জনগণই স্পর্ধার কথা তুলতে পারে। তাতে আঁতে ঘা লাগার তো কোন কারণ দেখিনা। বিএপির মত কি হেফাজতে ইসলাম আওয়ামী লীগ সরকার সমর্থন দিচ্ছে। নব্য রাজাকার মাহমুদুর রহমানকে তো আর দেখছি না, নব্য রাজাকারটা কি সরকারের সাথে আঁতাত করল নাকি! যার সম্পাদিত পত্রিকা আমারদেশ পবিত্র কাবা ঘরের গেলাপ নিয়ে যে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করেছিল তা কি ধর্মীয় অবমাননার শামিল নয়। ভুল তথ্য প্রচার করে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টিকরে তার বিচারের কি হল, তিনি তো এখনও পর্যন্ত বহাল তবিয়তে আছেন। কতিপয় ব্লগার তার ব্যক্তিগত ব্লগে কে কি লেখল তার কারণে সম্পূর্ন ব্লগ বন্ধ করার কারণ কি?
“আমি একান্ত ভাবে বিশ্বাস করি কোন ধর্ম, ধর্ম গ্রন্থ সম্পর্কে আমাদের কথা বলা উচিত নয়। কারণ আমরা সবাই ধর্মপ্রাণ না হলেও কেউ ধর্মের বাইরে নই। আমাদের সোচ্চার হতে হবে ধর্ম বিকৃতিকারী ও ধর্ম ব্যবসায়ীদের প্রতি, যারা কালের বিবর্তনে আমাদের সামনে ধর্মকে ভুল ভাবে তুলে ধরে এবং ব্যাখা করে, আমাদের অবস্থানকে প্রশ্ন বিদ্ধ করেছে।”
সবাই যে যার অবস্থান থেকে বলছে, শুধু আমরাই বলতে পারছিনা। সবাই নাস্তিকতার ধোঁয়া তুলছে। সময়ের সঠিক কাজটা শুধু বারবার জামায়াত করছে ধর্মপ্রাণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে। সঙ্গে যোগ দিয়ে হেফাজতে ইসলাম। আর অমরা হচ্ছি বলির পাঁটা। ব্লগাদের উপর নগ্ন হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
আইনমন্ত্রী শফিক আহমেদ ও স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সচিবালয়ে সাংবাদিকের বলেন, কোনো ধর্ম নিয়েই অবমাননা করতে দেয়া হবে না।
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, “যারাই ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে, তাদেরই আইনের আওতায় আনা হবে।
“ইলেকট্রনিক মিডিয়া, ফেইসবুক বা ব্লগে ধর্ম নিয়ে অবমাননাকর উক্তি করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”
এসময় আইনমন্ত্রী দণ্ডবিধির ৫৭ ধারা সাংবাদিকদের পড়ে শোনান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অপরাধে গতকাল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।”
* কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে সরকার জানিয়েছে।
* পবিত্র কাবা শরিফের গিলাফ পরিবর্তনকে মানববন্ধন হিসেবে প্রচার চালানোর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
কিন্তু মজার ব্যাপার হল এখন পর্যন্ত সেই সব পত্রিকা ও সম্পাদকেরা বহাল তবিয়তে আছেন।
কিন্তু আমাদের বিরুদ্ধে এ্যাকশন শুরু হয়েছে।
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলেই ব্যবস্থা।]
ইসলাম ও স্বাধীনতা সংরক্ষণ পরিষদ এর আয়োজনে ওলামা-মাশায়েখ ও পেশাজীবী সমাবেশ।
‘যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে হেফাজতে ইসলামী-এর লংমার্চকে ব্যবহার করে জামায়াত-শিবির দেশব্যাপী তান্ডবের পরিকল্পনা নিয়েছে। লংমার্চের নামে জামায়াত-শিবিরের তান্ডব চালানোর পথ বন্ধ করতে হবে।’ বন্দরনগরী চট্টগ্রামে ওলামা-মাশায়েখ ও পেশাজীবী সমাবেশে বক্তারা এ অভিযোগ করেন। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর মুসলিম হলে ইসলাম ও স্বাধীনতা সংরক্ষণ পরিষদ এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দিন।
লংমার্চের নামে তান্ডব চালাতে পারে জামায়াত-শিবির ।
গণজাগরণ মঞ্চ কারও রক্তচক্ষুকে ভয় করে না।
আমার ব্লগ ডটকম বন্ধ করে দেয়া হয়েছে।
দরকার নাই ব্লগিংয়ের আর, দরকার নাই আমার ব্লগের.............বিদায়
দরকার নাই ব্লগিংয়ের আর।
ব্লগ নিয়ে হৈচৈ, মক্কার খবর কই? - মুজতবা হাকিম প্লেটো ।
‘নাস্তিক ব্লগারদের’ শাস্তি দাবিতে হেফাজতে ইসলামের সব দাবি ও কর্মসূচির প্রতি ‘নৈতিক’ সমর্থন দিয়েছে বিএনপি।
তিন ব্লগার সাতদিনের রিমান্ডে।
০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৪
তুহিন সরকার বলেছেন: স্টিকি করা হবে কিনা জানিনা।
আপডেট পেতে আমাকে অনুসরণ করুন অথবা নিচের লিংকে ক্লিক করুন।
http://www.gonojagoronmoncho.com/
২| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৬
সাদা মনের মানুষ বলেছেন: তুহিন ভাই, দেখলাম
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:০৭
তুহিন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই সাদা মনের মানুষ, প্রথম আলো ব্লগ এর সঙ্গে পার্থক্যটা নিশ্চয়ই বুঝেছেন।
শুভকামনা রইল।
৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৭
সাদা মনের মানুষ বলেছেন: অনুসারিত হলাম
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:০৭
তুহিন সরকার বলেছেন: ধন্যবাদ,
সামী সাহেবেকে বলেছিলাম নিয়মিত আপডেট তথ্য পাবার জন্য গণজাগরণ মঞ্চ সম্পর্কে।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৪
কয়েস সামী বলেছেন: কর্মসূচী নিয়ে স্বর্নার একটা স্টিকি পেস্ট ছিল। ওটা দেখেই জানতে পারতাম সবকিছু। কিন্তু ব্লগ কর্তৃপক্ষ ওটা সরিয়ে ফেলেছে দেখে মনে হল ওটার আর দরকার নেই। আপনার এ পোস্টটা কি স্টিকি করা হবে? করা উচিত নয় কি?ব্লগ কর্তৃপক্ষ কি মনে করছে?