![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমরে একুশে..............\nআমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি............\nএকাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। “রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধ অনিঃশেষ” সাঈদী/জব্বার সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি। জয়বাংলা।
আসুন আজকের অহিংস হরতাল ও অবরোধকে সফল করি। মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রাদায়িক দেশ গড়ি।
আবার জেগেছে শাহবাগ
ধর্মের নামে মৌলবাদ নিপাত যাক,
আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বলীয়ান,
মুক্তকর কর ভয় ইনশাল্লাহ হবে মোদের জয়।
গণজাগরণ মঞ্চের আজকের কর্মসূচীঃ-
অবরোধের পর আজকে বিকাল ৪ টায় শাহবাগ প্রজন্ম চত্ত্বর গণজাগরণ মঞ্চে মহাসামবেশ।
রাতভর প্রতিবাদ মুখর শাহবাগ প্রজন্ম চত্ত্বর।
হেফাজতে ইসলামের নীল নকশাঃ-
হেফাজতে ইসলামের সকল ষড়যন্ত্রের নীল নকশা কাহিনী শুনতে হলে নিচের ওয়েব পেইজটা দেখুন।
এইখানে ক্লিক করুন।
হেফাজতী ইসলামের সকল ষড়যন্ত্রের অডিও ফাঁসঃ রেড এলার্ট
হেফাজতে ইসলামের ১৩ দফা।
জামায়তে ইসলামীর প্রতিষ্ঠাতা আলা মওদুদী’র ইসলাম, নবী রাসুল, সাহাবী সম্পর্কে কটুক্তিঃ-
আমাদের প্রিয় নবী-রাসুল (সাঃ)- কে বলছে-
* হে নবী অঅপনার দায়িত্ব পালন করতে গিয়ে ক্রটি বিচ্যুতি হয়ে গেছে (নবুয়তের দ্বায়িত্ব পালনে) এজন্য আপনি ক্ষমা প্রার্থণা করুন।
(এর চেয়ে আর রাসুল (সাঃ) কে অবমাননার কি হতে পারে, এরাতো নাস্তিক ব্লগারদের চেয়েও বড় নাস্তিক মুরতাদ,জঘন্য। সে সম্পর্কে হেফাজতে ইসলাম নিশ্চুপ কেন?)
হযরত ইউনুছ (আঃ) সম্পর্কে-
* তিনি তাঁর দ্বায়িত্ব পালনে ত্রুটি করেছেন।
সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বক্কর সিদ্দিক (র) সম্পর্কে বলছে-
* হযরত আবু বক্কর সিদ্দিক (র) দুর্বলমনা ও খেলাফতের দ্বায়িত্ব পালনে সম্পূর্ণ অযোগ্য।
যেখানে স্বয়ং রাসুল (সাঃ) বলছেন-
সবচেয়ে বড় ইবাদতকারী হচ্ছেন হযরত ওমর (র) ।আর ওমরের সারাজীবনের ইবাদতকে যদি একত্রকরা হয় তাহলেও আবু বক্করের এক রাত্রির ইবাদতের সমান নয়।
(রাসুল (সঃ) অবমাননা এবং এর চেয়ে আর নাস্তিকতার কি হতে পারে, গণজাগরণ মঞ্চতো নবী-রাসুল ইসলাম ধর্ম বা অন্য কোন ধর্ম সম্পর্কে কোন কথা বা মন্তব্য করেনি তাহলে কেন তাদের নাস্তিক বলা হচ্ছে ঢালাও ভাবে।)
হযরত আলী সমপর্কে বলেছে-
* হযরত আলী (র) এমন কিছু কাজ করেছেন যাকে অন্যায় বলা ছাড়া উপায় নাই।
(অথচ হযরত আলী (র) কে রাসুল (সাঃ) নিজ হাতে গড়ে তুলেছেন। এই কথা কি রাসুল (সাঃ) কে অবমাননার পর্যায়ে পড়েনা?)
সাহাবী সম্পর্কে বলেছে-
* সাহাবীকেরাম সত্যের মাফকাঠি নন।
অথচ আল্লাহতায়ালা পবিত্র কোরআনে বলছেন-
“তোমরা ঈমান আনো, সাহাবীদের ঈমানের মত”
(তাহলে আসল নাস্তিক কে?)
আল্লাহওয়ালা পীর মাশায়েখ সম্পর্কে বলেছে-
* বহুমুত্র রোগীকে যেমন চিনি থেকে সরিয়ে রাখতে হয়, মুসলমানদেরকেও অনুরুপ ভাবে পীর আউলিয়া থেকে দুরে রাখা প্রয়োজন।
(যেখানে পরিষ্কার ভাবে মহান আল্লাহতায়ালা পবিত্র কোরআন-এ সুরা তাহাফ ১৭ নং আয়াতে (পীর/ওস্তাদ/ শিক্ষক/মোর্শেদ)-এর কথা বলা হয়েছে।)
মওদুদী সম্পর্কে বিভিন্ন আল্লাহওয়ালার বক্তব্যঃ-
হযরত মাওলানা আহম্মদ শফী (মাঃ আঃ) সাহেবের শিক্ষক বলছেন-
* কাদিয়ানীদের চাইতেও ফিৎনাবাজ, এদের চেয়েও খারাপ জামায়াতী ইসলাম।হেফাজতে ইসলামের ১৩ দফা দাবীর ৬ নং দাবী হচ্ছে-
*সরকারিভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচারণা ও ষড়যন্ত্রমূলক সব অপতৎপরতা বন্ধ করা।
(অথচ উনার শিক্ষক জামায়াতকে কাদিয়ানীর দেয় ফিৎনাবাজ বলেছেন, সেই জামায়াতী ইসলাম সম্পর্কে কোন বক্তব্য নেই ১৩ দফা দাবী সত্যিই সেলুকাস! হেফাজতে ইসলাম নয় হেফাজতে জামায়াত ইসলাম।)
ভারত উপমহাদেশে সবচেয়ে বড় মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসার প্রধান মুফতি হযরত হোসাইন আহম্মেদ মাদানী (র) বলেছেন-
*“ মওদুদীর জামায়াত পথভ্রষ্ট তাদের আকিদা আহলে সুন্নাতওয়াল জামাত ও কোরআন হাদীসের পরিপন্থি, তাদের দলে শরিক হওয়া, সাথে কাজ করা, সহযোগিতা করা জায়েজ নয়।”
(উপরোক্ত অডিও এতক্ষণে নিশ্চয়ই শুনেছেন।)
হযরত থানভী (র) বলেছেন-
* মওদুদী সবসময় নাপকীর সঙ্গে মিশ্রিত করে কথা বলে।
পাকিস্থানের সবচেয়ে বড় মুফতি- মুফতি শফি সাহেব বলেছেন-
* জামায়াতী ইসলাম মওদুদী পন্থীদের ঈমাম বানিয়ে নামাজ পড়া জায়েজ হবেনা।
শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক সাহেব বোখারী শরীফের পরিশিষ্টের ১৪২ পৃষ্টায় লিখেছেন-
স্বার্থান্ধদের পক্ষে সবকিছু করা সম্ভব শুধুমাত্র দুনিয়ার ক্ষমতা কুক্ষিগত করার হীনমানসে তারা ইসলামের মূলভিত্তিতে কুঠারঘাত করে নড়বড়ে করে দিয়েছে দ্বীনের সৌধকে।পরিতাপ এইজন্য যে এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ইসলামকে। নিঃসন্দেহে তারা সীমালঙ্ঘনকরী, তারা বাতিল, শুধরে নেবার যোগ্যতা তারা হারিয়ে ফেলেছে। মিথ্যার বেসাতী করতে গিয়ে তারা সম্পূর্ণ অসত্যের উপর অবস্থান নিয়েছে। বাতিলের উপর কি জঘন্য দৃঢ়তা এ কুখ্যাত সংকলক মুওদুদী এবং তার পদলেহীরা দলিল প্রমাণ, সমালোচনা অনুরুপ কুঞ্জের মুল্য দেয়না।
হযরত মাওলানা আহম্মেদ শফী (মাঃ আঃ) সাহেবের শিক্ষক এবং হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি,
মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ বলছেন-
* মওদুদী আহলে সুন্নাতওয়াল জামাতের বিপরীত আকিদা পোষণ করে, মওদুদী দলের সঙ্গে ওঠাবসা, সংশ্রব রাখা মুসলমানদের জন্য জায়েজ নয়।
(তাহলে কি তিনি এবং তাঁর দলের অবস্থান কি?)
ইসলামী ব্যাংক সম্পর্কে হযরত আল্লামা শফি সাহেব নিজে বলেছেন-
* ইসলামী শব্দটি ব্যতিরিকে মূলত সাধারণ সুদী ব্যাংক আর তথাকথিত ব্যাংকের লেনদেনের মাঝে কোন পার্থক্য নেই। তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের সাথে সুদী কারবারকে হালাল মনে করে কখনো কেউ যেন গ্রহণ না করেন। এথেকে যেন নিজেদের বাঁচিয়ে রাখতে সতেষ্ঠ হোন এবং আল্লাহপাকের কাছে তওবা ও ক্ষমা প্রার্থনা করতে থাকেন।
(তাঁর দল কি নিজেদের বাঁচিয়ে রাখতে পেরেছেন?)
হেফাজতে ইসলামের ঢাকামুখী লংমার্চকে প্রতিরোধ করতে রাজধানীতে ঢোকার পাঁচটি পথ অবরোধ করে রেখেছে গণজাগরণ মঞ্চ।
ঢাকার ৫ প্রবেশপথে জাগ্রত তারুণ্য
* যানবাহন না পেয়ে সিলেট থেকে লংমার্চ করে ঢাকা আসার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে মহানগর হেফাজতে জামাত।
রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে সারাদেশে একযোগে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা আয়োজনের কথা জানিয়েছে জাতীয় বৈশাখ উদযাপন কমিটি।
লাগাতার হরতাল দেওয়া হলে সমর্থন দেবে বিএনপি।
ইকোনমিস্ট পত্রিকা মিথ্যে অপপ্রচার
লাগাতার হরতাল দেওয়া হলে সমর্থন দেবে বিএনপি।
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৮
তুহিন সরকার বলেছেন: তুমিতো বাঙ্গালী নও বাংলার জারজ সন্তান, সে তোমার নামেই বলে দিচ্ছে।
মহান মুক্তিযুদ্ধের সম্পর্কে তুমিতো অগ্য। মুক্তিযুদ্ধের ১১ টি সেক্টর সম্পর্কে আর কি জানবে। সেই সংগঠেনকে ভুঁইফোড় বল।বিরল তোমার মত দেশবিরোধীরা এদেশে কিভাবে আছে। পরাজিত শক্তি একমাত্র বাংলাদেশেই পরাজিত হবার পরেও সেটাই বিরল।
২| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৩
মমবাতি বলেছেন: মতিঝিলের এই সমাবেশ আমার জীবনে দেখা সবচাইতে জনবহুল সমাবেশ। শাহবাগি তোরা সুডু টিভি দেখ আর হাই হাই কর।
০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০০
তুহিন সরকার বলেছেন: তোমার বয়স কত বৎস?
৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৮
ভালোরনি বলেছেন: ২৭ টা সংগঠনে ২৭০জন লোক কি হবে? আই মিন পুলিশ আর লিগ ছারা?
০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৩
তুহিন সরকার বলেছেন: তোরা হচ্ছিস অন্ধ, সারাদেশ চেয়ে দেখ গণজাগরণের বিস্ফোরণ..................
৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৫
ম্যাংগো পিপল বলেছেন: BAL-এর সরকার ভন্ডামীতে চ্যাম্পিয়ন। ২৭ টা ভুইফোর সংগঠন আবিস্কার করেছে, যাদেরকে অনুবিক্ষন যন্ত্র দিয়েও খুজে পাওয়া যাচ্ছে না ! তাদের দিয়ে আবার রাতের হরতাল ডেকেছে, যা বিশ্বের ইতিহাসে বিরল
০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৪
তুহিন সরকার বলেছেন: আগেই জবাব দিয়েছি বৎস।
৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৬
সোজা আঙ্গুল বলেছেন: যা হবার হয়া গেছে, আর বেনুদুন দেখতাম চাইনা, এইবার ক্ষ্যামা দ্যাও সোনা বাবারা। আমরা রক্ষা পাই।
০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৭
তুহিন সরকার বলেছেন: ইভটিজিং করতে করতে ধৈর্য্যহারা হলে গেলেন নাকি।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০২
ইউরো-বাংলা বলেছেন: BAL-এর সরকার ভন্ডামীতে চ্যাম্পিয়ন। ২৭ টা ভুইফোর সংগঠন আবিস্কার করেছে, যাদেরকে অনুবিক্ষন যন্ত্র দিয়েও খুজে পাওয়া যাচ্ছে না ! তাদের দিয়ে আবার রাতের হরতাল ডেকেছে, যা বিশ্বের ইতিহাসে বিরল