![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমরে একুশে..............\nআমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি............\nএকাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। “রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধ অনিঃশেষ” সাঈদী/জব্বার সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি। জয়বাংলা।
সবাই নববর্ষের শুভেচ্ছা, শুভনববর্ষ ১৪২০।
(ছবিঃ- ইন্টারনেট।)
গণজাগরণ মঞ্চের ১লা বৈশাখের কর্মসূচী, শুভনববর্ষ ১৪২০।
*সকাল ছয়টায় গণজাগরণ মঞ্চ থেকে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে যোগদান।
* বেলা নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজিত মঙ্গলশোভাযাত্রায় অংশগ্রহণ।
* বিকেল চারটায় প্রজন্ম চত্বরে গণজাগরণ মঞ্চের ‘নববর্ষের মহাসমাবেশ’।
* বেলা পাঁচটায় সারাদেশব্যাপী তিন মিনিটের জন্য সম্প্রীতি মানববন্ধন। এ সময় যে যেখানেই থাকবেন, আপনার পাশের মানুষের হাত ধরে দাঁড়াবেন। বিকেল ৫ টা থেকে ৫ টা ৩ মিনিট পর্যন্ত এ সম্প্রীতি মানববন্ধন চলবে।
* সন্ধ্যা সাড়ে সাতটায় দেশব্যাপী সকল অপশক্তির বিরুদ্ধে মঙ্গলপ্রদীপ প্রজ্জোলন অনুষ্ঠান ‘আলোকের এই ঝর্ণাধারায়’।সবার জীবন অনাবিল আনন্দে ভরে উঠূক, সব অপশক্তির বিনাশ ঘটুক, মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক দেশ উঠুক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক। ইনশাল্লাহ্ আমাদের বাংলাদেশকে সব অপশক্তির হাত থেকে রক্ষা করব, বাংলা এই আনন্দঘন মহুর্তে এই হোক মোদের অঙ্গীকার। জয়বাংলা।
“রাজাকার মুক্ত বাংলাদেশ
মুক্তিযুদ্ধ অনিঃশেষ”
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৩
তুহিন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই তাসজিদ।শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২১
তাসজিদ বলেছেন: ছিলাম, আছি থাকব